fbpx

ক্লিক করুন প্রত্যেক বিষয়ের স্টাডি মেটেরিয়াল পেতে মাত্র ₹৬০

রসায়ন আয়নীয় ও সমযোজী বন্ধন Ayniyo o Somjogi Bondhon

Physical Science Bhouto Bigyan – Class 10 Madhyamik WBBSE

You will learn the basics and the foundation of this chapter in English medium from an expert teacher this module has been organised in four segments

  • In the first segment you are going to learn the foundation and basics of this chapter
  • In the second module you are going to learn the multiple choice questions that is MCQ or high order thinking skills question of 1 marks
  • In the third segment you are going to learn the short answers and questions which is typically asked from the chapter in your examination which is explained in very easy and simple method
  • The fourth segment comprises of long answers and questions which is typically of 5 to 6 marks which will help you prepare well for your examination you also get sample questions and sample paper for better preparation

If you have any questions please feel free to contact our team for details and help

আপনি এখানে শিখবেন এই অধ্যায়ে এবং বিষয়ের ফাউন্ডেশন অংশটা, এই বিষয়টিকে সহজ-সরলভাবে পড়িয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ভিডিও লেকচার এর মাধ্যমে এবং এই পুরো অধ্যায়কে চার ভাগে খন্ডিত করে  আপনার জন্য তৈরি করা হয়েছে

  • প্রথম খন্ডে আপনি শিখবেন ফাউন্ডেশন অংশটা যেখানে অধ্যায়ের ব্যাপারে আপনাকে বোঝানো হয়েছে তার মানে definitions,basics  গুলো সহজভাবে.  এবং এটাকে আপনি বুঝতে পারবেন যেটা আপনাকে পরীক্ষার জন্য ক্রীপের করতে সাহায্য করবে 
  • দ্বিতীয় মডিউলে আপনি শিখবেন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সাধারণত এক Marks’er আসে পরীক্ষায়
  •  তৃতীয় মডিউলে আপনি শিখবেন শর্ট অ্যানসার এবং কোয়েশ্চেন, যেটা আপনার পরীক্ষার সাজেশন মধ্যে পড়ে এবং এটা 3-4 marks’er  প্রশ্ন আসে আপনার পরীক্ষা
  •  চতুর্থ মডিউল আপনি শিখবেন লং আনসার এবং questions যেটা সাধারণত 5-6 marks er হয়
See also  History Madhyamik Notes MCQ Questions Chapter 1 Itihaser Dharona

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারি

এখানে আপনি Basic Terms, Definitions, Solved Short, Long Answers & Questions and MCQ's নিচে দেওয়া লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন

সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারিহয়েছে করা হয়েছে সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

বাংলা বিষয়- পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা সাহায্য কর হবে এখানে আমরা আপনাকে এক Marks er MCQ  এবং Suggestion পেয়ে যাবেন যেটা আপনাকে সাহায্য করবে কম সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে এবং ভালো মাল আনতে নিজের মাধ্যমিক পরীক্ষা

VIDEO LECTURES BY EXPERT TEACHERS FOR EASY LEARNING

FOUNDATION - BASICS OF THE CHAPTER

MCQ QUESTIONS - 1 MARKS

SHORT QUESTIONS ANSWER - 3/4 MARKS

LONG QUESTIONS ANSWER - 5/6 MARKS

Definition, Important Terms, Explanation in Simple Words for Fast Learning

update

 

MCQ SHort Questions (1 Marks)


  • একটি যৌগের নাম লেখাে যার সমযােজী ত্রিবন্ধন আছে । 

ANS- নাইট্রোজেন


  • কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাইট্রোজেন অণুতে আছে ? 

ANS- দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে।


  • গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কোন ধরনের যৌগের বেশি হয় ? 

ANS- তড়িৎযােজী যৌগের।


  •   যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণে সক্ষম একটি সমযােজী যৌগের নাম লেখে । 

ANS- হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। 


  • কোনটি বেশি সুস্থিত সােডিয়াম এবং সােডিয়াম আয়নের মধ্যে? 

ANS- সােডিয়াম আয়ন । 


  • কখন একটি পরমাণু আয়নে পরিণত হয় ? 

ANS- যখন পরমাণুটি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে।


  • কোনটি কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌল? 

ANS- নিয়ন।


  • একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1 এবং অপর একটি পরমাণুর L ইলেকট্রন বিন্যাস 2, 8, 7 এদের মধ্যে কী ধরনের যোজ্যতা দেখা যাবে?
See also  Chapter 5 পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ : The Environment Is Its Resource and Their Preservation Life Science জীবন বিজ্ঞান WBBSE Madhyamik Class 10

ANS- যােজ্যতা। 


  • সমবায়বতা ধর্ম কোন ধরনের যৌগের দেখা যায় ? 

ANS- সমযােজী যৌগে। 


  •  যােজক ইলেকট্রন কাকে  বলে? 

ANS- পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনকে যােজক ইলেক্ট্রন বলে।


  • একটি ধ্রুবীয় দ্রাবক-এর উদাহরণ দাও ।

ANS- জল। 


  • একটি অধ্রুবীয়    দ্রাবক-এর উদাহরণ দাও। 

ANS- ইথাইল অ্যালকোহল। 


  • আয়নে বিভক্ত হয়ে কোন সমযোজী যৌগ তড়িৎ পরিবহণ করে? 

ANS- হাইড্রোজেন ক্লোরাইড। 


  • কে সমযােজী বন্ধনের ধারণা দেন?

ANS- বিজ্ঞানী লুইস।


  • কাকে লুইস ডট গঠন বলে? 

ANS- ইলেকট্রনকে বিন্দু দিয়ে বা ছােটো ক্রস দিয়ে চিহ্নিত করে সমযােজ্জী বন্ধন সহ যৌগের গঠনকে যেভাবে প্রকাশ করা হয়, তাকে লুইস নিন্দু গঠন বলে। 


  • কী ধরনের বন্ধন গঠনের প্রবণতা পর্যায় সারণির 15, 16 এবং 17 শ্রেণির মৌলগলির ক্ষেত্রে দেখা যায় ? 

ANS- সমযােজী বন্ধন। 


  •  কয়টি ইলেকট্রন জোড় নাইট্রোজেন অণুর মধ্যে আছে? 

ANS- নাইট্রোজেন অণুর মধ্যে তিনটি বন্ধন ইলেকট্রন জোড় এবং দু’টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান।


  • কোন প্রকার যৌগে সমাবয়ব ধৰ্ম  দেখা যায় ? 

ANS- সমাবয়ব ধর্ম সমযােজী যৌগে দেখা যায় । 


  • আয়োনীয়  দ্রবণ তড়িৎ – এর সুপরিবাহী এমন একটি সমযােজী যৌগের উদাহরণ দাও । 

ANS- হাইড্রোজেন ক্লোরাইড । 


  • কোনগুলি সমযােজী ও তড়িৎযােজী যৌগের মধ্যে সাধারণত তড়িৎবিশ্লেষ্য পদার্থ ? 

ANS- তড়িৎযােজী যৌগগুলি সাধারণত তড়িৎবিশ্লেষ্য পদার্থ । 


  • কোন ধরনের রাসায়নিক বন্ধন হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে বর্তমান ? 

ANS- হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে সমযােজী বন্ধন বর্তমান । 


  • সমযােজী বন্ধন – এর সংখ্যা কত কার্বন ডাই  অক্সাইডের অণুতে ? 

ANS- কার্বন ডাই – অক্সাইডের অণুতে সমযার্জী বন্ধনের সংখ্যা চার । 


  • কোন রাসায়নিক এর মাধ্যমে যুক্ত হয়ে কার্বন হাইড্রোজেনের মিথেন উৎপন্ন করে ? 

সমযােজী বন্ধন – এর মাধ্যমে যুক্ত হয়ে মিথেন উৎপন্ন করে । 



শূন্যস্থান পূরণ করাে 


  • _________ হলাে মিথেন যৌগে কার্বনের সমযােজ্যতা ।

ANS- চার 


  • সমযােজী ________ বন্ধন নাইট্রোজেন অণুতে দেখা যায় । 

ANS- ত্রি 


  • ________ বন্ধন হাইড্রোজেন সালফাইড গ্যাসে বর্তমান । 

ANS- তড়িৎযােজী 


  • নাইট্রোজেন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা _________

ANS- পাচ 


  • জল একটি উত্তম _______ দ্রাবক  । 

ANS- ধ্রুবীয় 


  • জলে আয়নীয় যৌগগুলি _______ । 

ANS- দ্রাব্য । 


  • __________ সােডিয়াম ক্লোরাইড দ্রাব্য ।

ANS- জলে 


  • তড়িংযােৰ্জী যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ ________

ANS- করে না 


  • সমযোজী বন্ধন _______ প্রকার এর হয় ।

ANS-  তিন ।



অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Short Answers & Questions (3-4 Marks)

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

অঙ্কন করাে – অ্যামােনিয়ার লুইস ডট গঠন ।
অনুরূপ প্রশ্ন : H2, F2, H2O, CH4, N2, C2H2, HF3, HCl -এর লুইস ডট গঠন অঙ্কন করাে।
ANS- অ্যামােনিয়া (NH 3) অণু গঠনের সময় N পরমাণুর সর্বশেষ কক্ষের 3টি ইলেকট্রন, 3টি H পরমাণুর 3টি ইলেকট্রন-এর সঙ্গে পৃথকভাবে 3টি ইলেকট্রন জোড় গঠন করে। প্রতিটি ইলেকট্রন জোড়কে H ও N পরমাণু সমভাবে ব্যবহার করে। ফলে। পরমাণুটি Ne এবং H পরমাণু He পরমাণুর মতাে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে।

See also  Madhyamik Notes WB Board History Bish Shotok Bharotey Nari

 

দু’টি পার্থক্য লেখাে তড়িৎযােজী ও সমযােজী যৌগের ।
ANS- তড়িৎযােজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়। সমযােজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়।
সাধারণ উষ্ণতায় তড়িৎযােজী যৌগগুলি কেলাসিত কঠিন পদার্থ। সমযােজী যৌগ সাধারণ উয়তায় গ্যাসীয় ও তরল।

কোনটি সমযােজী ও কোনটি তড়িৎযােজী লেখাে।।


ANS- NaF,C2H4, CaO,CCl4,Na2SO4,CaCl2, CHCl3, C2H2, NaH, LiH, MgO, NaCl, KCI, Mg(NO3)2 ,K2S, MgCl2
সমযােজী যৌগ :C2H4, CCl4, CHCl3,C2H2, Cl2, O2, H2O, N2, CO2, NH3, C2H6,CH4
তড়িৎযােজী যৌগ: NaF, CaO, Na2SO4, CaCl2, NaH, LiH, MgO, NaCl, KCI, Na2O, Mg(NO3)2 , K2S, MgCl2

কেন NaCl-এর ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সংকেত ওজন কথাটি ব্যবহার করা সংগত?
ANS- সােডিয়াম ক্লোরাইড (NaCl) আয়নীয় যৌগ হওয়ায় এর কেলাসে পৃথক অণুর কোনাে অস্তিত্ব নেই। অসংখ্য Na+ ও Cl- স্থির তড়িৎ আকর্ষণে পরস্পর আকর্ষিত হয়ে কঠিন সােডিয়াম ক্লোরাইড এর কেলাস গঠন করে। বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব না থাকায় এক্ষেত্রে আণবিক ওজন কথাটি অর্থহীন। তাই সােডিয়াম ক্লোরাইড-এর সংকেতে উপস্থিত Na ও Cl পরমাণুর পারমাণবিক ওজনের সমষ্টিকে যৌগটির সাংকেতিক ওজন বলা যথাযথ।

NaCl একটি তড়িৎযােজী যৌগ, কিন্তু CCl4একটি সমযােজী যৌগ —ব্যাখ্যা করাে।

ধরাে, দুটি মৌলের চিহ্ন A ও B এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 20 A মৌলটির দুটি পরমাণু পরস্পর যুক্ত হয়ে অণু গঠন করলে অণুটির মধ্যে কী প্রকৃতির বন্ধন তৈরি হয়? অণুটির ইলেকট্রন ডট গঠন দেখাও।

MA2একটি তড়িৎযােজী যৌগ (M ধাতব মৌল ও A অধাতব মৌল) জলীয় দ্রবণে এটি কী কী আয়নে বিয়ােজিত হয় ? MA2-এর জলীয় দ্রবণের তড়িৎবিশ্লেষণে কোন আয়নটি ক্যাথােডে যায় ?

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Long Answers & Questions (5-6 Marks)

update

 

অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন

  • all replace

WEST BENGAL BOARD Related Links

error: Content is protected !!
Scroll to Top

আজকেই কেনো পরীক্ষার শর্ট নোটস

এখন সহজে পরীক্ষার প্রস্তুতি নাও – আজকেই ডাউনলোড করো পিডিএফ বা বই অর্ডার করো আমাজন বা ফ্লিপকার্ট থেকে