দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক – অষ্টম অধ্যায় : উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব: (১৯৪৭-১৯৬৮ খ্রি:) – CLASS 10 ITIHAS WBBSE MADHYAMIK

দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির উদ্যোগ ও বিতর্ক

ভারত স্বাধীন হওয়ার পূর্বে, দেশের মোট ভূখণ্ডের ৬০% ছিল ব্রিটিশ শাসনাধীন, বাকি ৪০% ছিল ৬০০-রও বেশি স্বায়ত্তশাসিত দেশীয় রাজ্য। এর মধ্যে হায়দ্রাবাদ, জম্মু ও কাশ্মীর, বরোদা, মহীশূর ইত্যাদি ছিল উল্লেখযোগ্য।

ভারতীয় স্বাধীনতা আইন এবং দেশীয় রাজ্যগুলির সিদ্ধান্ত

১৯৪৭ সালের ১৮ জুলাই পাস হওয়া ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী, এসব রাজ্যের সামনে দুটি পথ ছিল – স্বাধীন থাকা, অথবা ভারত অথবা পাকিস্তানের সাথে যুক্ত হওয়া। কিন্তু সার্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্যের স্বার্থে এই রাজ্যগুলোকে ভারতভুক্ত করা অপরিহার্য ছিল। তাই, স্বাধীনতার আগেই গান্ধীজী ও নেহরু স্পষ্ট জানিয়ে দেন যে, তারা দেশীয় রাজ্যগুলির স্বাধীন অস্তিত্বকে মেনে নেবেন না

দেশীয় রাজ্য দপ্তর এবং সর্দার প্যাটেলের ভূমিকা

১৯৪৭ সালের জুলাই মাসে কংগ্রেসদেশীয় রাজ্য দপ্তর’ গঠন করে এবং এর দায়িত্ব গ্রহণ করেন সর্দার বল্লভভাই প্যাটেলগভর্নর-জেনারেল মাউন্টব্যাটেন এর সহযোগিতা, প্যাটেলের দৃঢ় মনোভাব এবং ভি পি মেননের কূটনৈতিক প্রচেষ্টা এর ফলে এই ব্যাপক ভারতভুক্তিকরণ প্রক্রিয়া সহজতর হয়।

দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি

স্বাধীনতার প্রথম তিন সপ্তাহের মধ্যে, প্যাটেলের কঠোর নীতি, কূটকৌশল এবং আংশিক সামরিক পদক্ষেপ এর মুখে বেশিরভাগ রাজ্য ‘ভারত-ভুক্তির দলিল’-এ স্বাক্ষর করে। এতে, ২১৬টি রাজ্য পার্শ্ববর্তী প্রদেশের সাথে মিশে যায়, ২৭৫টি মিলে ৫টি আলাদা প্রদেশ গঠিত হয় এবং ৬১টি রাজ্য মিলিতভাবে ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হয়।

জুনাগড়, কাশ্মীর ও হায়দ্রাবাদের প্রতিবাদ

জুনাগড়, কাশ্মীর এবং হায়দ্রাবাদ প্রথমে ভারতভুক্তিতে অস্বীকৃতি জানায়জুনাগড়ের মুসলিম নবাব, ৮০% হিন্দু অধ্যুষিত এই রাজ্য কে পাকিস্তানের সাথে যুক্ত করতে চাইলে প্রজাবিদ্রোহ দেখা দেয় এবং গণভোটে সিদ্ধান্ত নেওয়া হয়। ভোটে ভারতের পক্ষে জয়লাভ করায়, ১৯৪৮ সালে জুনাগড় ভারতভুক্ত হয়।

ভারতীয় রাষ্ট্রের পুনর্গঠন

অধিকাংশ রাজ্য ভারতের সাথে একত্রিত হওয়ার পর, ২৬ জানুয়ারি ১৯৫০ তারিখে ভারতের সংবিধান রচিত হয় এবং এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হতে থাকে। স্বাধীনতার পর ভারতের রাজ্যগুলোকে চারটি ভাগে শ্রেণীবদ্ধ করা হয়:

  1. রাজা বা শাসকদের দ্বারা শাসিত
  2. গভর্নর শাসিত
  3. কেন্দ্রশাসিত
  4. কমিশনার শাসিত

ভারতীয় রাষ্ট্রের একত্রিত হওয়ার প্রক্রিয়া

এই ব্যাপক ভারতভুক্তির প্রক্রিয়া ভারতকে জাতীয় ঐক্যের দিকে নিয়ে যায় এবং একটি বিশ্বস্ত, শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সহায়তা করে। সর্দার প্যাটেলের নেতৃত্ব ভারতীয় রাষ্ট্রের একত্রীকরণ এবং সংবিধান প্রতিষ্ঠায় একটি অবিস্মরণীয় অবদান রেখেছে।

For full access to CLASS 10 ITIHAS WBBSE study materials, become a member:
https://skillyogi.org/student-registration-cbse
Also, buy the ITIHAS History Study Notes for your exam preparation:
https://skillyogi.org/wbbse-class-10-itihas-history-study-notes

error: Content is protected !!
Scroll to Top
×

এই ওয়েবসাইটের সব কনটেন্ট এক্সেস করুন শুধু একটা মেম্বারশীপের সাথে।  আজকেই ক্লিক করুন নিচে রেজিস্টার করার জন্যে।  অসুবিধে হলে হোয়াটস্যাপ করুন আমাদের  +919804282819