সংবাদপত্র হিসেবে ‘গ্রামবার্ত্তা পত্রিকা’ – দ্বিতীয় অধ্যায় – সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা WBBSE Class 10 Itihas Exam

সংবাদপত্র হিসেবে ‘গ্রামবার্ত্তা পত্রিকা’

গ্রামবার্ত্তা পত্রিকা‘ ১৮৬৩ সালে হরিনাথ মজুমদার এর সম্পাদনায় প্রকাশিত হয়। প্রথমে এটি মাসিক পত্রিকা হিসেবে শুরু হয়, পরবর্তীতে পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রিকা রূপে এর প্রকাশনা বৃদ্ধি পায়। এই পত্রিকাটি সমাজের বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাত এবং শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্য নিয়ে কাজ করেছিল।

ব্রিটিশ শাসন ও মহাজনদের অত্যাচার

‘গ্রামবার্ত্তা পত্রিকা’ ব্রিটিশ শাসন এবং মহাজনদের অত্যাচার সম্পর্কে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করেছিল। হরিনাথ মজুমদার নীলকুঠিতে কাজ করার সময়, তিনি নীলকর সাহেবদের অত্যাচার প্রকাশ করেন। এ বিষয়ে অভিযোগ জমা দেওয়ার পরেও পুলিশের ব্যর্থতা এবং তার বিপরীতে অভিযোগকারীদের উপর নির্যাতনের বিস্তারিত বিবরণও তুলে ধরা হয়।

জমিদার ও জোতদারদের শোষণ

পত্রিকাটি জমিদার এবং জোতদারদের অত্যাচারের বিষয়েও লেখালেখি করেছিল। এতে তাদের অত্যাচারের তথ্য প্রকাশিত হওয়ার ফলে তারা পত্রিকাটির বিরুদ্ধে ক্ষুব্ধ হয় এবং হরিনাথ মজুমদার এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তবে, তিনি লালন ফকির এর সাহায্যে তাদের আক্রমণ থেকে রক্ষা পান।

সাহিত্য, দর্শন ও নারীশিক্ষা

পত্রিকায় শুধুমাত্র শোষণ বা অত্যাচারের বিষয়ই নয়, বরং সাহিত্য, দর্শন, বিজ্ঞান, লালন ফকিরের গান এবং নারীশিক্ষা সম্পর্কিত নানা লেখাও প্রকাশিত হতো। এটি সমাজের সংস্কারমূলক দিকগুলোর প্রতি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যেই কাজ করেছিল।

পত্রিকার বন্ধ হওয়া

অর্থের অভাবে, ‘গ্রামবার্ত্তা পত্রিকা’ শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। তবে, এর প্রচারিত বার্তা এবং সমাজসেবা বিষয়ক কাজগুলি বাংলা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকে।

Join Skillyogi Today!

For in-depth insights on the history of ‘গ্রামবার্ত্তা পত্রিকা‘ and its role in social reforms in WBBSE Class 10 Itihas, become a member of Skillyogi. Access comprehensive study notes and resources to excel in your exams.

Become a member now: https://skillyogi.org/student-registration-cbse
Buy the book: https://skillyogi.org/wbbse-class-10-itihas-history-study-notes

error: Content is protected !!
Scroll to Top
×

এই ওয়েবসাইটের সব কনটেন্ট এক্সেস করুন শুধু একটা মেম্বারশীপের সাথে।  আজকেই ক্লিক করুন নিচে রেজিস্টার করার জন্যে।  অসুবিধে হলে হোয়াটস্যাপ করুন আমাদের  +919804282819