fbpx

কি হয় জলচক্রের অংশ হিসাবে নদী, নদ-অববাহিকা, জল-বিভাজিকা, নদীর বিভিন্ন গতি? Class 10 WBBSE Geography Bhugol

জলচক্রের অংশ হিসাবে নদী, নদ-অববাহিকা, জল-বিভাজিকা, নদীর বিভিন্ন গতি 

(River as a part of Hydrological cycle, River Basin, interfluves, Course of River) 

পৃথিবীর বারিমন্ডল ও শিলামন্ডলের মধ‍্যে জলের কঠিন, তরল ও গ‍্যাসীয় অবস্থার চক্রাকার আবর্তনকে বলে জলচক্র । এই চক্রে থাকে বৃষ্টিপাত, নদী, জলীয়বাষ্পের স্থানান্তর ।

 

নদী (River) : যে স্বাভাবিক জলধারা তুষারগলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রস্রবণ থেকে উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসরণ করে প্রবাহিত হয় এবং  সাগর, হ্রদ বা অন‍্য জলধারার সঙ্গে মিলিত হয় তাকে নদী বলে । সৌরকিরণের ফলে নদী থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং ভূপৃষ্ঠে বৃষ্টির আকারে পতিত হয় । পতিত জলের কিছু অংশ মাটিতে প্রবেশ করে, কিছু অংশ সাগরে মেশে । এভাবে নদী, জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

 

 নদী অববাহিকা (River basin) : প্রধান নদী, শাখানদী, উপনদী, প্রশাখা নদী যে অঞ্চলের মধ‍্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা বলে । নদী অববাহিকা অঞ্চলের জলচক্র বারিমন্ডল, শিলামন্ডল এবং বায়ুমন্ডলের সাথে যুক্ত । সূর্যের তাপে নদী অববাহিকার জল উত্তপ্ত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয় এবং অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এবং জলচক্রের মাধ‍্যমে ভূপৃষ্ঠে জলের ভারসাম‍্য বজায় রাখে । 

জলবিভাজিকা (Interfluves) : যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে, তাকে বলে জলবিভাজিকা । যেমন-হিমালয় 

জলবিভাজিকা অঞ্চল থেকে  জলের বাষ্পীভবন, ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ‍্যমে জলচক্র সম্পূর্ণ হয় ।

 

নদীর বিভিন্ন গতি (Courses of River) : নদীর গতিকে তিন ভাগে ভাগ করা হয় ।

উর্ধ্বগতি বা পার্বত‍্য প্রবাহ : পর্বতে নদীর উৎপত্তিস্থান থেকে সমভূমিতে পৌঁছানোর পূর্ব অংশ হলো  উর্ধ্বগতি । 

যেমন : গঙ্গার পার্বত‍্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখন্ডের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত ।

মধ‍্যগতি বা সমভূমি প্রবাহ : পার্বত‍্য অঞ্চলের পর থেকে সমভূমি অংশের মধ‍্যে সীমাবদ্ধ নদীর গতি হল মধ‍্যগতি । যেমন: গঙ্গার মধ‍্যগতি উত্তরাখন্ডের হরিদ্বার থেকে ঝাড়খন্ডের রাজমহল পর্যন্ত বিস্তৃত ।

নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ :  নিম্ন গতিতে নদীর ঢাল আরো কমে যায় এবং গতিও কম হয় ।

যেমন : ঝাড়খন্ডের রাজমহল থেকে বঙ্গোপসাগরের মোহানা পর্যন্ত ।

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ class 10
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অনুশীলনী
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর 2023
বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উদাহরণ
বহির্জাত প্রক্রিয়া কে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন
বহির্জাত প্রক্রিয়া mcq
বহির্জাত প্রক্রিয়া কি
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে class 12
বহির্জাত প্রক্রিয়া কী
বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো

GEOGRAPHY BHUGOL SUBJECT WBBSE MADHYAMIK CLASS 10
ভারতের প্রাকৃতিক পরিবেশ-BHARAT ER PRAKTITIK PARIBESH

Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10 বায়ুমণ্ডল Bayumondol​

error: Content is protected !!
Scroll to Top