fbpx

অসুখী একজন Chapter 1 Bangla (Bengali Subject) WBBSE Madhyamik Class 10

You will learn the basics and the foundation of this chapter in English medium from an expert teacher this module has been organised in four segments

  • In the first segment you are going to learn the foundation and basics of this chapter
  • In the second module you are going to learn the multiple choice questions that is MCQ or high order thinking skills question of 1 marks
  • In the third segment you are going to learn the short answers and questions which is typically asked from the chapter in your examination which is explained in very easy and simple method
  • The fourth segment comprises of long answers and questions which is typically of 5 to 6 marks which will help you prepare well for your examination you also get sample questions and sample paper for better preparation

If you have any questions please feel free to contact our team for details and help

আপনি এখানে শিখবেন এই অধ্যায়ে এবং বিষয়ের ফাউন্ডেশন অংশটা, এই বিষয়টিকে সহজ-সরলভাবে পড়িয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ভিডিও লেকচার এর মাধ্যমে এবং এই পুরো অধ্যায়কে চার ভাগে খন্ডিত করে  আপনার জন্য তৈরি করা হয়েছে

  • প্রথম খন্ডে আপনি শিখবেন ফাউন্ডেশন অংশটা যেখানে অধ্যায়ের ব্যাপারে আপনাকে বোঝানো হয়েছে তার মানে definitions,basics  গুলো সহজভাবে.  এবং এটাকে আপনি বুঝতে পারবেন যেটা আপনাকে পরীক্ষার জন্য ক্রীপের করতে সাহায্য করবে 
  • দ্বিতীয় মডিউলে আপনি শিখবেন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সাধারণত এক Marks’er আসে পরীক্ষায়
  •  তৃতীয় মডিউলে আপনি শিখবেন শর্ট অ্যানসার এবং কোয়েশ্চেন, যেটা আপনার পরীক্ষার সাজেশন মধ্যে পড়ে এবং এটা 3-4 marks’er  প্রশ্ন আসে আপনার পরীক্ষা
  •  চতুর্থ মডিউল আপনি শিখবেন লং আনসার এবং questions যেটা সাধারণত 5-6 marks er হয়

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারি

সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারিহয়েছে করা হয়েছে

সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

বাংলা বিষয়- পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা সাহায্য কর হবে এখানে আমরা আপনাকে এক Marks er MCQ  এবং Suggestion পেয়ে যাবেন যেটা আপনাকে সাহায্য করবে কম সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে এবং ভালো মাল আনতে নিজের মাধ্যমিক পরীক্ষা

MCQ SHort Questions (1 Marks)

1.অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন

রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
নবারুণ ভট্টাচার্য
সুকান্ত ভট্টাচার্য
Ans-3

2.নেমে এল তার মাথার উপর কী নেমে এল?
মেঘ
মাস
বছর
দিন
Ans-3

3.‘আমি’ কোথায় ঘুমিয়েছিলাম ?
ঝুলন্ত বিছানায়
নাটমন্দিরে
গাছের ছায়ায়
রাস্তায়।

Ans-1

4.“তারপর যুদ্ধ এল”—এখানে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন কবি?
1.প্রথম বিশ্বযুদ্ধ
2.দ্বিতীয় বিশ্বযুদ্ধ
3.ভারত-চিন যুদ্ধ
4.স্পেনের গৃহযুদ্ধ

Ans-4

5.“হেঁটে গেল গির্জার এক ।” (শূন্যস্থান পূরণ)

পুরােহিত
মৌলবি
নান
সন্ন্যাসী
Ans-3

6.অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় দাঁড় করিয়ে রাখে ?
দরজায়
রাস্তায়
বাড়িতে
লাইব্রেরিতে
Ans- 1

7.অসুখী একজন’ কবিতায় কবি কোথায় চলে গেছেন?

কাছে
বাইরে
বারান্দায়
দূরে
Ans-4

8.”একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান” এরপর কত বছর কেটে যায় ?

চার বছর
তিন বছর
দুই বছর
এক বছর
Ans-4

 

9.“বছরগুলাে নেমে এল তার মাথার ওপর।”

বৃষ্টির মতাে
পাথরের মতাে।
তুষারপাতের মতাে
পরির মতাে

Ans-2

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Short Answers & Questions (3-4 Marks)

1. শিশু আর বাড়িরা খুন হলাে” – কেন “শিশু আর বাড়িরা’ খুন হয়েছিল?
উত্তর: শিশু আর বাড়িরা’ হওয়ার কারণ খুন বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়া |

2. ‘অসুখী একজন’ কবিতায় কবি যাওয়ার আগে তাকে’কী অবস্থায় ছেড়ে চলে আসেন?
উত্তর: ‘অসুখী একজন’ কবিতায় কবি পাবলাে নেরুদা তাকে’ তথা এক নারীকল্প দেশমাতৃকাকে দরজায় পরম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছিলেন দূর থেকে দূরে।

3. পাবলাে নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধ আসাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?
উত্তর: কবি ‘অসুখী একজন’ কবিতায় যুদ্ধ আসাকে রক্তের এক আগ্নেয়পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে।

4. “তারপর যুদ্ধ এল”— যুদ্ধ এলে কী ঘটল ?
উত্তর: পাবলাে নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় উদ্ধৃতাংশটিতে দেখা যায় যুদ্ধে শিশু আর বাড়িগুলি খুন হয়, কিন্তু কবির ছেড়ে যাওয়া মেয়েটির মৃত্যু হয় না।

5. “বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”- এর অর্থ কী লেখ?
উত্তর: ‘অসুখী একজন’ কবিতায় উল্লিখিত কথাটির অর্থ প্রকৃতির নিয়মে প্রকৃতির বুকে মানুষের স্মৃতি মুছে দেওয়া।

6. “রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতাে।” ‘অসুখী একজন’ কবিতায় এটি কীসের উপমা ?
উত্তর: পাবলাে নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় কবি এটি স্পেনের গৃহযুদ্ধের উপমা দিয়েছেন।

7. “সেই মেয়েটির মৃত্যু হলাে না।” কেন হলাে না মৃত্যু?
উত্তর: ‘অসুখী একজন’ কবিতায় কালান্তক যুদ্ধে বহু শিশু ও গৃহস্থের মৃত্যু হলেও কথকের অপেক্ষায় থাকা মেয়েটির মৃত্যু হলাে না।

8. “রক্তের একটা কালাে দাগ।” এই রক্তপাত কারণ কি?
উত্তর: ‘অসুখী একজন’ কবিতায় স্পেনের গৃহযুদ্ধে (১৯৩৬-৩৯) বহু মানুষ হতাহত হয়, তাই এই রক্তপাত।

9. “সব চুর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।” সব কী কী ?
উত্তর: উদ্ধৃতাংশটিতে ‘সব’ বলতে গােলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ প্রভৃতির কথা বলা হয়।

10. “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়।” কি কারনে মেয়েটি অপেক্ষা করে আছে?
উত্তর: ‘অসুখী একজন’ কবিতা থেকে নেওয়া উচিত অংশটিতে বক্তার সঙ্গে মেয়েটির সম্পর্ক প্রেমিক-প্রেমিকার, তাই সে বক্তার অপেক্ষায় থাকে।

11. “সেই মিষ্টি বাড়ি”—কেন বাড়িটিকে বক্তা মিষ্টি বলেছেন?
উত্তর: কবির বাড়িটির সঙ্গে অনেক প্রিয় স্মৃতি যুক্ত হয়ে থাকায় বাড়িটি মিষ্টি।

12. “সে জানত না” – কে, কী না জানার কথা বলা হয়েছে?
উত্তর: পাবলো নেরুদার রচিত ‘অসুখী একজন’ কবিতায় কথক যে মেয়েটিকে দরজায় দাঁড় করিয়ে অপেক্ষায় রেখে চলে গেল সেই মেয়েটি জানত না যে কথক আর কখনাে ফিরে আসবে না।

13. কবি পাবলাে নেরুদার পরিচয় দাও?
উত্তর: ল্যাটিন আমেরিকার ‘চিলি’-র কবি পাবলাে নেরুদা জন্মগ্রহণ করেন ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই মাসে। তিনি নােবেল সাহিত্য পুরস্কার প্রাপক কবি।

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Long Answers & Questions (5-6 Marks)

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

1. “একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান/একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল।” বক্তা এই বর্ণনার মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন?

উত্তর: কবি পাবলো নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় এই উক্তির মধ্য দিয়ে কথা বোঝাতে চেয়েছেন সময় কখনো থেমে থাকে না, সময় প্রবাহমাণ। কোনাে একজনের অনুপস্থিতিতে জীবনের গতি থেমে যায় না । প্রতিদিনের সাধারণ ঘটনাগুলি ঘটে চলে নির্দিষ্ট নিয়মে। রাস্তা দিয়ে যেমন কুকুর চলে যায়, তেমনি হেঁটে যায় গির্জার নান। অর্থাৎ সমস্ত স্মৃতি চিহ্নটুকু প্রবহমান সময় দ্বারা মুছে যায়।

2.“ধুয়ে দিল আমার পায়ের দাগ” – কে ধুয়ে দিল? একথার মধ্য দিয়ে কবি কী বােঝাতে চেয়েছেন? অথবা, এর তাৎপর্য কী?
উত্তর: কবি পাবলাে নেরুদার ‘অসুখী একজন’ কবিতায় কবির পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টির জল। কখনাে কখনাে বৃহত্তর সমাজ ও পৃথিবীর দাবি মানুষকে ঘর ছাড়তে বাধ্য করে অগ্নিগর্ভ ভয়ানক বিপ্লবের পথকেই সে নিজের পথ বলে ভেবে পা বাড়ায়। সে চেনা পৃথিবী, প্রিয় মানুষ সব কিছুকে পিছনে ফেলে এগিয়ে যায় চূড়ান্ত সংগ্রামের লক্ষ্যে। মানুষটির স্মৃতি সাংসারিক পৃথিবীতে ক্রমশ ধূসর হয়ে যায় । প্রশ্নোপ্ত মন্তব্যে কবি একথাই বলেছেন।

3.অসুখী একজন’ কবিতায় কবির স্বপ্নবিজরিত বাড়ির পরিবেশটি কেমন ছিল? অথবা, “সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, মিষ্টি বাড়িটির পরিবেশ কেমন ছিল? অথবা, “যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম,” কবি যেখানে ঘুমিয়েছিলেন সেখানকার পরিবেশ কেমন ছিল?

উত্তর: চিলিয়ান কবি পাবলাে নেরুদা রচিত অসুখী একজন’ কবিতায় কবি তার স্বপ্নবিজরিত বাড়ির সুন্দর পরিবেশ ফুটিয়ে তুলেছেন। কবির মিষ্টি বাড়িটির বারান্দায় ছিল ঝুলন্ত বিছানা, যেখানে তিনি ঘুমাতেন। বারান্দার পাশে ছিল ছড়ানাে করতলের মতাে পাতা, গােলাপ গাছ, চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ।

4.“সেই মেয়েটির মৃত্যু হলাে না।” এখানে কোন মেয়েটির কথা বলা হয়েছে, কেন মৃত্যু হলাে না?

উত্তর: কবি পাবলাে নেরুদা রচিত ‘অসুখী একজন’ কবিতায় কথকের প্রতীক্ষায় দরজায় বছরের পর বছর দাঁড়িয়ে থাকা প্রিয়তমা মেয়েটির কথা বলা হয়েছে। দেশে যুদ্ধ বাধলে সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়। ক্ষয়ক্ষতির ব্যাপকতা বাড়ে। যুদ্ধবিধ্বস্ত দেশ মরতে মরতে বেঁচে থাকে। কিন্তু মেয়েটির মৃত্যু ঘটে না। কারণ সে ভালােবাসা অমর চিরঞ্জীবী তাই তার কখনাে মৃত্যু হয় না।

5.“রক্তের একটা কালাে দাগ।” কেন রক্তের একটা কালাে দাগ হলাে?

উত্তর: চিলিয়ান কবি পাবলাে নেরুদার লেখা ‘অসুখী একজন’ কবিতায় ফুটে উঠেছে এক যুদ্ধময় সময় এর ছবি। যুদ্ধ’ শব্দের মধ্যেই লুকিয়ে আছে হানাহানি, কাটাকাটি। স্বাভাবিকভাবে লাল রক্তের স্রোত বয়েই চলে রাজপথে, অলিতে-গলিতে। সেই গাঢ় রক্ত যখন শুকিয়ে যায় তখন তা কালো হয়ে যায়।

WEST BENGAL BOARD Related Links

error: Content is protected !!
Scroll to Top

আজকেই কেনো পরীক্ষার শর্ট নোটস

এখন সহজে পরীক্ষার প্রস্তুতি নাও – আজকেই ডাউনলোড করো পিডিএফ বা বই অর্ডার করো আমাজন বা ফ্লিপকার্ট থেকে