fbpx

ইতিহাসের ধারণা - ITIHASER DHARONA - CHAPTER 1 HISTORY ইতিহাস WBBSE MADHYAMIK CLASS 10

ইতিহাসের ধারনা

১. ইতিহাস চর্চায় পরিবেশের গুরুত্ব কি?

উত্তর- আধুনিক কালের ইতিহাসে পরিবেশের সংকটময় দিক, বিপর্যয়, তার ভয়াবহতা প্রভৃতি সম্পর্কে মানুষকে জানানোই হচ্ছে ইতিহাস চর্চায় পরিবেশের গুরুত্ব ।

 

২. নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝ?

 উত্তর –  ১৯৬০ এর দশক থেকে অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে সমাজের সাধারন মানুষের জীবন জিবিকা, ক্রিয়া কলাপ নিয়ে ইতিহাসে যে আলোচনা  করা  হয় তাকে  নতুন সামাজিক ইতিহাস বলা হয়।

 

৩. ১৮৭৮ খ্রিস্টাব্দে  কেন ‘ সোম প্রকাশ ‘ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায় ?

উত্তর – ১৮৭৮ খ্রিস্টাব্দে দেশীয়  ভাষায় প্রকাশিত  পত্রপত্রিকা গুলির ওপর লর্ড লিটন ভার্নাকুলার অ্যাক্ত এর মাধ্যমে নিয়ন্ত্রন জারি করা হয় । এই আইনের জন্য  ১৮৭৮ খ্রিস্টাব্দে  ‘ সোম প্রকাশ ‘ পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায় ।

 

৪.  স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি ?

উত্তর-  কোন ছোট ঘটনার বিবরন হিসেবে স্থানীয় ইতিহাস চর্চাকে  গুরুত্ব দেওয়া হয়।

৫.খেলাধুলার ইতিহাস চর্চার সাথে যুক্ত দুজন ঐতিহাসিকের নাম লেখ।

উত্তর-   আশিস নন্দী ও বোরিয়া মজুমদার ।



৬. ইতিহাস চর্চার উপাদান হিসেবে স্মৃতিকথা ও আত্মজীবনীকে কিভাবে ব্যাক্ত করা হয় ?

উত্তর- স্মৃতিকথা ও আত্মজীবনী হল কোন বিশিষ্ট ব্যাক্তি বর্গের সারা জীবনের অভিজ্ঞ্যতা যা ঐতিহাসিক উপাদান হিসেবে কাজ করে। এছাড়া সমকালীন রাজনৈতিক, সামাজিক উপাদান হিসেবেও কাজ করে ।

 

৭. খেলা ধুলার ইতিহাস বিষয়ক দুটি ঐতিহাসিক গ্রন্থের নাম লেখ ।

উত্তর – গৌতম  ভট্টচার্জের  ‘ বাপি বাড়ি যা’ এবং কৌশিক বন্দ্যোপাধ্যায় এর ‘ খেলা যখন ইতিহাস’।

 

৮. ঐতিহাসিক উপাদান ‘ চিঠিপত্র’ — গুরুত্ব লেখ ।

উত্তর – সরকারি দপ্তর, কর্মচারী ও অফিস কাচারির নানান চিঠিপত্র আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয় ।

 

৯. ইতিহাসে ‘ জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির ভুমিকা কি?

উত্তর-  জীবনের ঝরাপাতা গ্রন্থতিতে তৎকালিন সময়ের ঠাকুর বাড়ির অন্দরমহল, ঠাকুর পরিবারের স্বাদেশিকতার পরিচয় এবং তাদের ব্যাক্তিগত জীবন সম্পর্কেও নানান তথ্যের ধারনা পাওয়া যায়।

১০. কবে, কিভাবে মোহনবাগান আই. এফ. এ শিল্ড জয় করে?

উত্তর- ১৯১১ সালে ব্রিটিশদের ইয়র্ক ক্লাবকে হারিয়ে মোহনবাগান আই. এফ. এ শিল্ড জয় করে।

  1. ‘ জীবনের ঝরাপাতা’ আত্মকথাটির প্রকাশনা ঘটে-
  2. বঙ্গঙ্গদর্শন
  3. প্রবাসী
  4. দেশ
  5. সন্ধ্যা 

Answer: দেশ

  1. ভারতের “ অগ্নিযুগের কন্যা”  বলা হত-
  2. রাধারানী সেন
  3. সরোজিনী নাইদু
  4. কল্পনা দত্ত 
  5. বীণা দাস

Answer: কল্পনা দত্ত

  1. ভারতে টেলিগ্রাফ ব্যাবস্থা শুরু হয়-

A.১৮৫৩

  1. ১৮৫২

C.১৮৬০

D.১৮৫১

Answer: ১৮৫১ সালে

  1. ভারতে ডাক ব্যাবস্থা শুরু হয়-

A.১৮৫৮

  1. ১৮২৪

C.১৮২০

D.১৮৫৫

Answer:১৮৫৮ সালে

  1. প্রথম ভারতের পুলিশি বিভাগের সংস্কারক ছিলেন-
  2. লর্ড রিপন
  3. লর্ড ওয়েলেসলি
  4. লর্ড কর্নওয়ালিশ
  5. লর্ড ডালহৌসি

Answer:   লর্ড ডালহৌসি 

  1. যার মাধ্যমে ‘ বিরাস্তমি’ অনুষ্ঠান শুরু হয় তিনি হলেন –
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. সরলাদেবী চৌধুরাণী
  4. কল্পনা দত্ত
  5. বীণা দাস

Answer: সরলাদেবী চৌধুরাণী

১১. নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝায়?

উত্তর – জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষের জীবনযাত্রার ইতিহাস নিয়ে নিম্নবর্গের ইতিহাস চর্চিত হয়।

 

১২. ‘ জীবনস্মৃতি’ গ্রন্থের বিষয়বস্তু কি ছিল ?

উত্তর- তৎকালীন সমাজের বাঙ্গালীর সমাজে জাতীয় চেতনার উদ্ভব পর্বে ঠাকুর বাড়ির রাজনৈতিক কার্যকলাপ এবং অন্যদের প্রত্যক্ষ অংশগ্রহনের নানান বিষয় এই গ্রন্থে উল্লেখিত আছে ।

 

১৩.ইতিহাস চর্চায় মহাফেজখানার গুরুত্ব কি ? 

উত্তর –আধুনিক ইতিহাস চর্চার উপাদান যেমন- চিঠিপত্র, নথিপত্র যে সংগ্রহশালায় সংগ্রহ করা হত  তাকেই মহাফেজখানা বলা হয় । বহু প্রাচীন কালের আনেক নথিপত্র এখানে সংগৃহীত ।

 

১৪. ইতিহাস চর্চায় ইন্টারনেট অসুবিধার কারন কেন?

উত্তর- ইন্টারনেটে দেওয়া তথ্য আনেক সময় ভুল থাকতে পারে তাই ইতিহাস চর্চায় ইন্টারনেট খুব একটা সুবিধাজনক নয় ।

 

১৫. কবে কার দ্বারা ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়? 

উত্তর- রণজিৎ গুহ রচিত ‘ সাবঅলটার্ন স্টাডিজ ‘ নামক গ্রন্থে ১৯৮২ সালে  ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়।

 

১৬. ‘ চলচ্চিত্রের ইতিহাস’ –বিষয়ে দুটি গ্রন্থের নাম লেখ ।

উত্তর- ঋত্বিক্কুমার ঘটক রচিত ‘ চলচ্চিত্র মানুষ এবং আরো কিছু’ এবং সত্যাজিত রায়ের ‘ একেই বলে শুটিং ‘

১৭. দুটি পরিবেশগত আন্দোলনের নাম উল্লেখ কর।  

উত্তর- সুন্দরলাল বহুগুণা নেতৃত্বে চিপকো আন্দোলন এবং মেধা পাটেকরের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলন ।

 

১৮. ইতিহাসের শিল্পচর্চার গুরুত্ব কি ?

উত্তর – শিল্প চর্চার ক্ষেত্রে ইতিহাস আন্দলনের হাতিয়ার হিসেবে কাজ করে। কখন কিভাবে শিল্পের বিকাশ ঘটেছে তার সম্পর্কে জানা যায়।

 

১৯. ইন্টারনেটের সুবিধা কি ইতিহাসের ক্ষেত্রে?

উত্তর – ইন্টারনেটের বিস্তারের মাধ্যমে ঘরে বসে ইতিহাস সম্পর্কে নানান তথ্য জানা যায়। 

 

২০. আধুনিক ইতিহাস চর্চায় ফটোগ্রাফি কেন গুরুত্ব পূর্ণ ?

উত্তর – ফটোগ্রাফির মাধ্যমে কোন ঘটনার বিবরন, বিস্তারিত আলোচনা সম্পূর্ণ ভাবে জানা যায়। ঐতিহাসিক ঘটনার প্রমান আরও দৃঢ় হয় ফটোগ্রাফির মাধ্যমে ।

 

২১.কত সালে নিম্ন বর্গের ইতিহাস রচনা শুরু হয়? একটি গ্রন্থের নাম।

উত্তর – ১৯৮২ সালে নিম্ন বর্গের ইতিহাস রচনা শুরু হয়। রণজিৎ গুহের ‘ সিলেক্টেড সাব আলটার্ন স্টাডিজ ‘ ।

 

২২. সাব অল্টার্ন স্টাডিজ  কাকে বলে?

উত্তর- জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবর্গের মানুষের জীবনযাত্রার ইতিহাস নিয়ে নিম্নবর্গের ইতিহাস চর্চিত হয়, সাব আলটার্ন স্টাডিজ   বলা হয়।

 

২৩. পরিবেশ ইতিহাস চর্চা বিষয়ক দুত  গ্রন্থের নাম কি?

উত্তর-  র‍্যাচেল কারসন রচিত ‘ সাইলেন্ট স্প্রিং’ ও ডঃ শুভেন্দু গুপ্ত রচিত ‘ প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা’ ।

২৪. খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখ।

উত্তর- ১) খাদ্যাভ্যাস ব্যাক্তিগত রুচির পরিচায়ক।

         ২) খাদ্যাভ্যাস ব্যক্তির চরিত্র বিশ্লেষণে সক্ষম।

২৫. স্বাধীনতার পরবর্তীকালীন দুটি নাটকের নাম লেখ ।

উত্তর- বিজন ভট্টাচার্যের ‘নবান্ন’ ও উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’।

২৬. সাত্যাজিত রায়ের দুটি চলচ্চিত্রের নাম লেখ।

উত্তর- ‘পথের পাঁচালী’ ও ‘  হীরক রাজার দেশে ‘।

২৭. ইতিহাসে পোশাকের গুরুত্ব কি?

উত্তর – পোশাক মানুষের রুচির পরিচায়ক। আত্মসচেতনতার নিদর্শন স্বারুপ পোশাক ব্যবহার হয়। 

২৮. ফটোগ্রাফিকাল ইতিহাসের বিষয় কি ?

উত্তর- ফটোগ্রাফিতে বাস্তব দিক তুলে ধরা হয়, কাল্পনিক দিকের প্রভাব নেই বললেই চলে । ফটোগ্রাফিকাল ইতিহাসে বাস্তব ঘটনাই প্রকাশ পায় ।

২৯. ইতিহাসে স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ে  দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর- স্থাপত্য ও ভাস্কর্য বিষয়ক ইতিহাসে এক বিশাল গোষ্ঠীর মানসিক পরিস্থিতি সম্পর্কে জানা যায়। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক সম্পর্কে অবগত হওয়া যায়।

৩০. কত সালে রবীন্দ্রনাথের আত্মজীবনী কি নামে প্রকাশিত হয়?

উত্তর- ১৯১২ সালে  রবীন্দ্রনাথের আত্মজীবনী ‘ জীবন স্মৃতি’ নামে প্রকাশিত হয়।

৩১. অ্যানাল স্কুল বলতে কি বোঝ?

উত্তর- মার্ক, ব্লখ, লুসিয়ান ফেবরের নেতৃত্বে  ‘ অ্যানালম অব  ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি ‘ নামে পত্রিকা প্রকাশিত হয়। এবং এর থেকেই গড়ে ওঠে অ্যানাল স্কুল।

৩২. উদবাস্তু সমস্যার ইতিহাসে স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর-  ১৯৪৭ সালে দেশভাগের নানান ঐতিহাসিক বৃত্তান্ত, জাতিদাঙ্গা, উদবাস্তু সমস্যা গুলি বিভিন্ন লেখকের স্মৃতি কথায় নানা ভাবে প্রকাশিত হয়েছে। 

৩৩. ফটোগ্রাফি চর্চার দুজন বাঙালি ব্যক্তির নাম কর।

উত্তর- উপেন্দ্রাকিশোর রায় চৌধুরী এবং সুকুমার রায়।

৩৪. ভারতীয় স্থাপত্য ইতিহাসের চর্চায় দুজন গবেষকের নাম উল্লেখ কর।

উত্তর- জেমস ফার্গুসন,  তারাপদ সাঁতরা , পারসি বোরো ।

৩৫. স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি ? 

উত্তর-  স্থানীয় ইতিহাস চর্চায় পার্শ্ববর্তী এবং ছোট বিষয় গুলিকে অধিক গুরুত্ব দেওয়া হয় যা প্রাচীন ইতিহাসে আলোচিত হয় না। জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে স্থানীয় ইতিহাস অনেক টাই প্রয়োজনীয় ।

৩৬. নাট্যচর্চার ইতিহাস বিষয়ে দুটি গ্রন্থের নাম উল্লেখ কর।

উত্তর- আশুতোষ ভট্টচার্য রচিত ‘ বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস’ ও সত্যজীবন মুখার্জির ‘ দৃশ্যকাব্য পরিচয়’

৩৭. ‘ জীবনের ঝরাপাতা’ গ্রন্থটির রচয়িতা কে এবং এর বিষয় বস্তু কি?

উত্তর – জীবনের ঝরাপাতা গ্রন্থটি হল সরলা দেবীর আত্মজীবনী মুলক গ্রন্থ। এর বিসয়বস্তু ছিল সমকালীন সমাজের কৃষক, শ্রমিক, ব্রিটিশ দের জীবনযাত্রা ও তাদের বিরুদ্ধে ছাত্রযুবক দের নানান কর্মসূচী।

৩৮.   রবীন্দ্রনাথের “ জীবনস্মৃতি “ র মুল বিষয়বস্তু কি ছিল?

উত্তর- তৎকালীন সমাজের বাঙ্গালীর সমাজে জাতীয় চেতনার উদ্ভব পর্বে ঠাকুর বাড়ির রাজনৈতিক কার্যকলাপ এবং অন্যদের প্রত্যক্ষ অংশগ্রহনের নানান বিষয় এই গ্রন্থে উল্লেখিত আছে ।

ইতিহাসের ধারণা

আত্মজীবনী এবং স্মৃতিকথা

লেখক

  ‘আত্মকথা’

ডঃ রাজেন্দ্র প্রসাদ  

  ‘সত্তর বৎসর’

বিপিন চন্দ্র পাল 

  ‘সেদিনের কথা’

মণিকুন্তলা সেন 

‘জীবনস্মৃতি’

রবীন্দ্রনাথ ঠাকুর 

‘দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট

উইথ ট্রুথ’

মহাত্মা গান্ধী 

‘অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম’ (অসমাপ্ত)

সুভাষ চন্দ্র বসু 

‘অ্যান অটোবায়োগ্রাফি’

জওহরলাল নেহরু

‘আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি’

মুজফফর আহমেদ

’ ‘যতদূর মনে পড়ে’

জ্যোতি বসু

‘ছেড়ে আসা গ্রাম’

দক্ষিণারঞ্জন  মুখোপাধ্যায়

‘জীবনের ঝরাপাতা’

সরলা দেবী চৌধুরানী 

 

 নাটক ও রচয়িতা

নাটকের নাম

রচয়িতা

‘রক্তকরবী’, ‘চার অধ্যায়’

রবীন্দ্রনাথ ঠাকুর

‘হীরক চূর্ণ’, ‘জগদানন্দ’, ‘যুবরাজ’

অমৃতলাল বসু

‘নবান্ন’

বিজন ভট্টাচার্য

‘টিনের তলোয়ার’, ‘কল্লোল’, ‘দুঃস্বপ্নের নগরী’, ‘ব্যারিকেড’

উৎপল দত্ত

‘চরণদাস চোর’, ‘বাহাদুর কালারিড’

হাবিব তানভীর

‘এবং ইন্দ্রজিৎ’

বাদল সরকার

‘তিন পয়সার পালা’

অজিতেশ বন্দ্যোপাধ্যায়

‘ঘাসিরাম কোতোয়াল’

জব্বর প্যাটেল

‘বহুরূপী’

শম্ভু মিত্র

‘উদ্বাস্তু’, ‘ধর্মশালা’

জি. পি. দেশপাণ্ডে

চক্রব্যূহ 

রতন তীর্থ

 

চলচ্চিত্র ও পরিচালক

চলচ্চিত্রের নাম

পরিচালক

‘পথের পাঁচালী’, ‘অপরাজিত’, ‘পরশপাথর’, ‘জলসাঘর’,

‘তিনকন্যা’, ‘চারুলতা’

সত্যজিৎ রায় 

‘ভুবন সোম ‘‘কোরাস’,

‘পরশুরাম’, ‘আকালের সন্ধানে

মৃণাল সেন 

‘দেবদাস’

প্রমথেশ বড়ূয়া (প্রথম)

‘অচ্ছুৎ কন্যা’

হিমাংশু কুমার রায়

‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল

গান্ধার’, ‘সুবর্ণরেখা’

ঋত্বিক ঘটক 

‘মায়াবাজার’, ‘দক্ষযজ্ঞ’, ‘লবকুশ’

এন. টি. রামারও 

পত্র পত্রিকা এবং সম্পাদক

পত্রিকা

সম্পাদক

ইয়ং ইন্ডিয়া 

বিপিন চন্দ্র পাল

সংবাদ প্রভাকর 

ঈশ্বর চন্দ্র গুপ্ত 

তত্ত্ববোধিনী  পত্রিকা 

দেবেন্দ্র নাথ ঠাকুর 

সঞ্জীবনী

কৃষ্ণ কুমার গুপ্ত



Madhyamik Class 10 History Chapter 1 solved questions WBBSE, WBBSE Madhyamik History Chapter 1 solved questions Class 10, Class 10 Madhyamik History Chapter 1 solved questions WBBSE, WBBSE Class 10 solved questions Madhyamik History Chapter 1, Madhyamik History solved questions Class 10 Chapter 1 WBBSE.

 

error: Content is protected !!
Scroll to Top

আজকেই কেনো পরীক্ষার শর্ট নোটস

এখন সহজে পরীক্ষার প্রস্তুতি নাও – আজকেই ডাউনলোড করো পিডিএফ বা বই অর্ডার করো আমাজন বা ফ্লিপকার্ট থেকে