fbpx

Madhyamik জীবনের প্রবহমানতা Jiboner Probohomanota Life Science Question Class 10 CHAPTER 2

Here you will learn the basics of জীবনের প্রবহমানতা Jiboner Probohomanota in a simple language it is for Bengali medium students who are studying under West Bengal Board of Secondary Education and preparing for their Madhyamik exam (Class 10 WBBSE) Here you will find all necessary and important WBBSE Madhyamik Suggestions, notes, solved sample question paper in Bangla along with video lectures from expert teachers

Life Science Jibon Bigyan Notes Madhyamik Class 10 WB Board, WBBSE Bangla Medium

ফর্মে নিজের ফোন নম্বর ভরুন, এবং সহজে সাহায্য পান

Q.হেটারোক্রোমাটিন ও ইউক্রোমাটিন কাকে বলে ?

উত্তর.  কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় ক্রোমাটিন জালিকা গ্রহণযোগ্যতার রঞ্জিত করলে যে অংশ গাঢ় রঙ ধারণ করে তাকে হেটারোক্রোমাটিন এবং যে অংশে হালকা রঙ ধারণ করে তাকে ইউক্রোমাটিন  বলে | 

Q.ক্রোমোজোম ও ক্রোমাটিড এর পার্থক্য লেখ |

উত্তর.  

ক্রোমোজোম

ক্রোমাটিড 

নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম উৎপন্ন হয় | 

প্রতিটি ক্রোমোজোম এ দুটি করে ক্রোমাটিড উপস্থিত থাকে | 

এটি সংখ্যায় দুইয়ের অধিক হতে পারে

প্রত্যেকটি ক্রোমোজোম এ দুটি ক্রোমাটিড থাকে | 

See also  Chapter 4 অভিব্যক্তি ও অভিযোজন : Expression and Adaptation Life Science জীবন বিজ্ঞান WBBSE Madhyamik Class 10


Q.হেটারোক্রোমাটিন ও ইউক্রোমাটিন এর পার্থক্য লেখ |

উত্তর.

হেটারোক্রোমাটিন

ইউক্রোমাটিন

ইন্টারফেজ  দশায় গারো ও কোষ বিভাজন দশায় হালকা রং ধারণ করে | 

এক্ষেত্রে ইন্টারফেজ দশা হালকা ও কোষ বিভাজন  দশায়  গারো  রং ধারণ করে |

এই অংশের সক্রিয় জিন থাকে না |

এই অংশে সক্রিয় জিন থাকে |

অযৌন ও যৌন জনন এর মধ্যে পার্থক্য লেখ |

উত্তর. 

অযৌন জনন

যৌন জনন

নিম্নশ্রেণির জীব দেহের অযৌন জনন ঘটে |

উচ্চ শ্রেণীর জীব দেহের যৌন জনন ঘটে |

রেনু হলো অযৌন জননের একক | 

গ্যামেট হল যৌন জননের একক | 

অপত্য জীব জনিতৃ জীবের অনুরূপ হয় |

অপত্য জীবের নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব  ঘটে | 

 

প্রশ্ন.মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে কেন?

উত্তর.  এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার বিভাজনের মাধ্যমে মাতৃকোষের  সমগুন সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম সম্পন্ন দুটি অপত্য কোষ উৎপন্ন করে | একে মাইটোসিস কোষ বিভাজন বলা হয় |

প্রশ্ন.ক্রোমোজোম  এর দুটি কাজ লেখ |

উত্তর.

  1. ক্রোমোজোম হয়েছে সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে
  2. ক্রোমোজোমের  জিন অর্থাৎ বংশগত পদার্থ অবস্থান করে

প্রশ্ন.অযৌন জননের একটি করে সুবিধা ও অসুবিধা লেখ |

উত্তর.

 সুবিধা: 

  1. অপত্য জীব  জনিতৃ  জীবের অনুরূপ হয় |
  2. কম সময়ে বেশি জীব সৃষ্টি হয় |

অসুবিধা: 

  1. নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না |
  2. পরিবেশের পরিবর্তন ঘটলে অভিযোজনের সক্ষম হয় না | 
  3.  

প্রশ্ন.বুলবিল কি? এটি কোন উদ্ভিদে দেখা যায়?

উত্তর.

প্রশ্ন. কিছু কিছু উদ্ভিদ কাকে বলে খাদ্য সংগ্রহ করে রাখে ফলে তার গোলাকার আকার ধারণ করে একে  বুলবিল বলে | যেমন খাম আলু, চুপড়ি আলু প্রভৃতি উদ্ভিদ |

প্রশ্ন.পার্থেনোজেনেসিস বা অপুংজনি কি? উদাহরণ দাও |

উত্তর.

 নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বানু থেকে অপত্য জীব সৃষ্টি কে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে | উদাহরণ – মৌমাছি, স্পাইরোগাইরা ইত্যাদি |

See also  Upopaddo Class 10 Maths Madhyamik Suggestion WBBSE

প্রশ্ন.পার্থেনোজেনেসিস বা অপুংজনি দুটি গুরুত্ব লেখ | 

উত্তর. 

  1. পুংগ্যামেটের প্রয়োজন হয় না |
  2. নিষেক ছাড়াই সরাসরি জীব সৃষ্টি হয় |

iii. কৃত্রিম উপায়ে এই পদ্ধতির সাহায্যে সহজে অসংখ্য জীব প্রস্তুত করা যায় |

  • বহু বিভাজন কাকে বলে? উদাহরণ দাও? 

উত্তর.

 যে পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে মাতৃ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয় অসংখ্য অপত্য জীব সৃষ্টি করে তাকে বহু বিভাজন বলে | উদাহরণ:  প্লাজমোডিয়াম এ বহু বিভাজন হয় |

প্রশ্ন.ইতর পরাগযোগ এর দুটি অসুবিধা লেখ | 

উত্তর. 

ইতর পরাগযোগের অসুবিধা :

  1. এক্ষেত্রে বাহকের প্রয়োজন হয় | তাই  বাহক না হলে ইতর পরাগযোগ সম্ভব নয় |

প্রশ্ন.মুখ্য বৃদ্ধি কলা কাকে বলে ?

উত্তর.

জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় ধরে জীবের বৃদ্ধি হতে থাকে তাকে মুখ্য বৃদ্ধি কাল বলা হয় |  

প্রশ্ন.অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে ?

উত্তর.

যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ বা কলা বা অঙ্গ প্রকৃতির ক্ষুদ্রতম অংশ পালন  বা কর্ষণ করে একইরকম উদ্ভিদের অল্প সময় বংশ বিস্তার ঘটানো হয় | তাকে মাইক্রোপ্রোপাগেশন বা অনুবিস্তারণ  বলা হয় |

 

error: Content is protected !!
Scroll to Top

আজকেই কেনো পরীক্ষার শর্ট নোটস

এখন সহজে পরীক্ষার প্রস্তুতি নাও – আজকেই ডাউনলোড করো পিডিএফ বা বই অর্ডার করো আমাজন বা ফ্লিপকার্ট থেকে