নতুন সামাজিক ইতিহাস
নতুন সামাজিক ইতিহাস ধারায় উচ্চবর্গ‘র পাশাপাশি নিম্নবর্গ‘র মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি‘র উপর গুরুত্বারোপ করা হয়। ১৯৬০-এর দশকে অ্যানাল গোষ্ঠী এই ধারার সূচনা করেন। ১৯৮২ সালে রঞ্জিত গুহা তার গ্রন্থ ‘On Some Aspects of the Historiography of Colonial India‘ এ ভারতে নিম্নবর্গের ইতিহাস নিয়ে আলোচনা শুরু করেন। পরবর্তীতে সুমিত সরকার, দীপেশ চক্রবর্তী, গৌতম ভদ্র, পার্থ চ্যাটার্জী প্রমুখ ভারতীয় এতিহাসিকরা এই ধারাকে এগিয়ে নিয়ে যান। সমাজ সংস্কারের ইতিহাস ছাড়াও খেলাধুলা, খাদ্যাভ্যাস ও পোশাক-আশাক‘র ইতিহাসও এই ধারায় গুরুত্ব পায়।
উদাহরণ:
নতুন সামাজিক ইতিহাসের আলোকে ব্রিটিশ শাসনামলে চা-শ্রমিকদের জীবনযাত্রার ইতিহাস অনুসন্ধান করা হয়েছে। শ্রমিকদের কঠোর পরিশ্রম, স্বল্প মজুরি, খাদ্যাভাব ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।
সদস্যতা গ্রহণ করুন:
সকল কনটেন্ট অ্যাক্সেস করতে সদস্যপদ গ্রহণ করুন https://skillyogi.org/student-registration-cbse এবং আমাদের বই কিনুন https://skillyogi.org/wbbse-class-10-itihas-history-study-notes।