শ্রীরামপুর ছাপাখানা – পঞ্চম অধ্যায় : বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) বৈশিষ্ট্য ও পর্যালোচনা – CLASS 10 ITIHAS WBBSE MADHYAMIK

শ্রীরামপুর ছাপাখানা

১৮০০ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুর মিশনে ‘শ্রীরামপুর মিশন প্রেস’ প্রতিষ্ঠা করেন। এই ছাপাখানা এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম ছাপাখানা হয়ে ওঠে, যা শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর মাধ্যমে, বাংলা, হিন্দি, অসমীয়া, উড়িয়া, মারাঠি এবং সংস্কৃত ভাষায় বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক গ্রন্থ ছাপা হতে থাকে।

শ্রীরামপুর ছাপাখানা থেকে বিশেষভাবে বাইবেলের অনুবাদ প্রকাশিত হয়, যা খ্রিস্টান ধর্মের প্রচারে সহায়ক ছিল। এছাড়া, রামায়ণ এবং ভারতীয় সাহিত্যের নানা গ্রন্থের অনুবাদ ও গবেষণামূলক প্রবন্ধও এখানে ছাপা হয়।

রামরাম বসু এর ‘প্রতাপাদিত্য চরিত্র’ (১৮০১ খ্রিস্টাব্দ) প্রথম এই ছাপাখানায় প্রকাশিত হয়, যা একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক কাজ হিসেবে গণ্য হয়। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সহ বিভিন্ন প্রচারক এবং শিক্ষাবিদদের প্রচেষ্টায় ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কুল পাঠ্য বই ছাপা হতে থাকে। এই বইগুলির মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটতে থাকে।

ধীরে ধীরে আরও বিভিন্ন প্রেস প্রতিষ্ঠিত হয়, যেমন:

  • গিলক্রিস্টের ‘হিন্দুস্থানী প্রেস’ (১৮০২ খ্রিস্টাব্দ)
  • বাবুরামের ‘সংস্কৃত প্রেস’ (১৮০৭ খ্রিস্টাব্দ)
  • ম্যাথু ল্যাম্পসডেনের ‘পার্সিয়ান প্রেস’ (১৮০৫ খ্রিস্টাব্দ)

১৮২৩ খ্রিস্টাব্দে কলকাতার বিভিন্ন ছাপাখানা থেকে বাংলা অনুবাদ এবং সংস্কৃত গ্রন্থ প্রকাশিত হয়। ১৮৩১-৩২ খ্রিস্টাব্দে ৪০টি ভাষায় দুই লক্ষের বেশি বই ছাপানো হয়, যা ভারতের বিভিন্ন অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটায়।

এই সময়ে কিছু উল্লেখযোগ্য পত্রিকা প্রকাশিত হতে শুরু করে, যেমন:

  • গঙ্গাকিশোর ভট্টাচার্যের ‘বেঙ্গল গেজেট’
  • ঈশ্বরচন্দ্র গুপ্তের ‘সংবাদ প্রভাকর’ (১৮৩১ খ্রিস্টাব্দ)
  • মার্শম্যানের মাসিক ‘দিগদর্শন’ (১৮১৮ খ্রিস্টাব্দ)
  • রামমোহন রায়ের ‘সম্বাদ কৌমুদী’ (১৮২১ খ্রিস্টাব্দ) এবং সাপ্তাহিক ‘সমাচার দর্পণ’ (১৮১৮)
  • ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের ‘সমাচার চন্দ্রিকা’ (১৮২২ খ্রিস্টাব্দ)
  • দেবেন্দ্রনাথ ঠাকুরের ‘তত্ত্ববোধিনী’ (১৮৪৩ খ্রিস্টাব্দ)

শ্রীরামপুর ছাপাখানা বাংলার মুদ্রণ শিল্প এবং শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা ভারতের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

For more detailed study and exclusive access to content, join our membership at:

https://skillyogi.org/student-registration-cbse

To purchase the study book for Class 10 History (WBBSE), click here:

https://skillyogi.org/wbbse-class-10-itihas-history-study-notes

error: Content is protected !!
Scroll to Top
×

এই ওয়েবসাইটের সব কনটেন্ট এক্সেস করুন শুধু একটা মেম্বারশীপের সাথে।  আজকেই ক্লিক করুন নিচে রেজিস্টার করার জন্যে।  অসুবিধে হলে হোয়াটস্যাপ করুন আমাদের  +919804282819