Somas সমাস বাংলা ব্যাকরণ
Bangla (Byakaran) Subject WBBSE Madhyamik Class 10
Here you will learn the basics of সমাস (Somas) in a simple language it is for Bengali medium students who are studying under West Bengal Board of Secondary Education and preparing for their Madhyamik exam (Class 10 WBBSE) Here you will find all necessary and important WBBSE Madhyamik Suggestions, notes, solved sample question paper in Bangla along with video lectures from expert teachers
আপনি এখানে শিখবেন এই অধ্যায়ে এবং বিষয়ের ফাউন্ডেশন অংশটা, এই বিষয়টিকে সহজ-সরলভাবে পড়িয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ভিডিও লেকচার এর মাধ্যমে এবং এই পুরো অধ্যায়কে চার ভাগে খন্ডিত করে আপনার জন্য তৈরি করা হয়েছে
- প্রথম খন্ডে আপনি শিখবেন ফাউন্ডেশন অংশটা যেখানে অধ্যায়ের ব্যাপারে আপনাকে বোঝানো হয়েছে তার মানে definitions,basics গুলো সহজভাবে. এবং এটাকে আপনি বুঝতে পারবেন যেটা আপনাকে পরীক্ষার জন্য ক্রীপের করতে সাহায্য করবে
- দ্বিতীয় মডিউলে আপনি শিখবেন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সাধারণত এক Marks’er আসে পরীক্ষায়
- তৃতীয় মডিউলে আপনি শিখবেন শর্ট অ্যানসার এবং কোয়েশ্চেন, যেটা আপনার পরীক্ষার সাজেশন মধ্যে পড়ে এবং এটা 3-4 marks’er প্রশ্ন আসে আপনার পরীক্ষা
- চতুর্থ মডিউল আপনি শিখবেন লং আনসার এবং questions যেটা সাধারণত 5-6 marks er হয়
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারি
এখানে আপনি Basic Terms, Definitions, Solved Short, Long Answers & Questions and MCQ's নিচে দেওয়া লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারিহয়েছে করা হয়েছে সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে
বাংলা বিষয়- পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা সাহায্য কর হবে এখানে আমরা আপনাকে এক Marks er MCQ এবং Suggestion পেয়ে যাবেন যেটা আপনাকে সাহায্য করবে কম সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে এবং ভালো মাল আনতে নিজের মাধ্যমিক পরীক্ষা
VIDEO LECTURES BY EXPERT TEACHERS FOR EASY LEARNING
FOUNDATION - BASICS OF THE CHAPTER
MCQ QUESTIONS - 1 MARKS
SHORT QUESTIONS ANSWER - 3/4 MARKS
LONG QUESTIONS ANSWER - 5/6 MARKS
Definition, Important Terms, Explanation in Simple Words for Fast Learning
update
MCQ SHort Questions (1 Marks)
1.সমাস শব্দের অর্থ কী?
- বিস্তার
- বিশ্লেষণ
- সংক্ষেপ
- ব্যাখ্যা
Ans-3
2.তৎপুরুষ সমাসকে কত ভাগে ভাগ করা হয়েছে?
- ৭
- ৯
- ৮
- ১১
Ans-4
3.গ্রামান্তর’ পদটি কোন সমাসের অন্তর্গত?
- দ্বন্দ্ব সমাস।
- নিত্য সমাস।
- কর্মধারয়
- বহুব্রীহি সমাস
Ans-2
4.দ্বিগু সমাসের পূর্বপদটি—
- গুণবাচক
- বস্তুবাচক
- সংখ্যাবাচক
- ব্যক্তিবাচক
Ans-3
5.ব্যাসবাক্যের ব্যাস’ কথার অর্থ
- বিস্তার
- সংক্ষেপ
- সম্পর্ক
- সমাস
Ans-1
6.সমাস’ শব্দটির ব্যুৎপত্তি হলাে
- সম্-অস্ + অ
- সম্-মা + স।
- সম্-আম্ + অ
- সম-অস + অ
Ans-1
7.সমাস হতে গেলে অন্তত——পদ দরকার।
- পাঁচটি
- চারটি
- তিনটি
- দু’টি
Ans-4
8.সমাসে সন্নিহিত পদগুলির মধ্যে যা থাকা দরকার
- সৌন্দর্য
- ভাষার গতি
- অর্থসম্বন্ধ
- ভাষার রীতিনীতি।
Ans-3
9.উপপদ বলতে কী বােঝায় ?
1.কৃদন্ত পদের পরস্থিত পদ
2.কৃদন্ত পদের সঙ্গে অনুসর্গ যােগ
3.তদ্ধিতান্ত পদ
4.কৃদন্ত পদের পূর্বস্থিত পদ
Ans-4
10.নিম্নবর্ণিত কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের উদাহরণ ?
- লােকান্তর
- তেপান্তর
- গ্রামান্তর
- দেশান্তর
Ans-2
11.দ্বিগু শব্দের সাধারণ অর্থ
- দুই গুণ
- দুটি গােরু
- দুটি গােরুর সমষ্টি
- দু’টি গােরুর মূল্যে কেনা বস্তু
Ans-4
- যার সাথে তুলনা করা হয় সেটি-
- উপমান
- উপমেয়
- রূপক
- সাধারণ ধর্ম
Ans-1
13.পরস্পর একই জাতীয় ব্রিয়ার বিনিময় কোন সমাসে হয়?
- সহার্থক বহুব্রীহি
- ব্যাধিকরণ বহুব্রীহি
- ব্যতিহার বহুব্রীহি
- সংখ্যাপূর্বক বহুব্রীহি
Ans-3
14.উপপদ তৎপুরুষ সমাসে পূর্বপদটি—
- বিশেষ্য পদ
- সর্বনাম পদ
- বিশেষণ পদ
- ক্রিয়া পদ
Ans-1
15.দুর্ভিক্ষ’ সমাসটি গড়ে উঠেছে
- যােগ্যতা অর্থে
- সামীপ্য অথে
- বৈপরীত্য অর্থে
- অভাব অর্থে।
Ans-4
16.ব্যাসবাক্যের অন্য নাম কী?
- সংক্ষিপ্ত বাক্য
- সমাসােনক্তি
- বিগ্রহ বাক্য
- সমস্যমান বাক্য
Ans-3
17.ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তাে একেবারেই গররাজি-নিম্নরেখ পদটি কোন সমাস?
- অব্যয়ীভাব
- বহুব্রীহি
- নঞতৎপুরুষ
- কর্মধারয়
Ans-3
18.পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলাে—
- অব্যয়ীভাব
- দ্বিগু
- তৎপুরুষ
- বহুব্রীহি
Ans-3
19.রামদাস আর কোনাে প্রশ্ন করিল না—নিম্নরেখ পদটি ভিতর কোন সমাসের উদাহরণ ?
- তৎপুরুষ
- কর্মধারয়
- অব্যয়ীভাব
- দ্বিগু
Ans-1
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Short Answers & Questions (3-4 Marks)
- একশেষ দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য সহ একটি উদাহরণ দাও।
আমরা > তুমি ও আমি।
- নিত্য সমাস কাকে বলে?
যে সমাসের ব্যাসবাক্য হয় না অথবা ব্যাসবাক্য গঠন করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে বলে নিত্য সমাস।
- সমাস’ শব্দটির ব্যুৎপত্তি কী?
‘সমাস’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে পাওয়া যাবে সম্-অস্ + ঘ।
- উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখাে।
সাধারণ ধর্ম থাকে উপমান কর্মধারয়ের ক্ষেত্রে আর উপমিত কর্মধারয়-এর ক্ষেত্রে সাধারণ ধর্ম থাকে না।
- বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে?
যে সমাসে একাধিক সমাসবদ্ধ পদের দ্বারা একটি দীর্ঘ সমস্তপদে উন্নীত হওয়া হলে বাক্যাশ্রয়ী সমাস। যেমন—ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি— জিতেন্দ্রিয়।।
- অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?
বহুব্রীহি।
- উপমান কর্মধারয়ের একটি উদাহরণ দাও।
তুষারের ন্যায় ধবল = তুষারধবল।
- মধ্যপদলােপী কর্মধারয় কাকে বলে? উদাহরণ দাও।
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মাঝখানের পদটি লুপ্ত হয় তাকে মধ্যপদলােপী কর্মধারয় সমাস বলে। যেমন—সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
- সমাস কাকে বলে?
পারস্পরিক অর্থগত সম্পর্ক রয়েছে এমন দুই বা ততােধিক পদের একপদী | করণকেই সমাস বলে।
- কর্মধারয়’ শব্দটির অর্থ কী? কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয়?
কর্মকে যে ধারণ করে তাকে কর্মধারয় বলে।
যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য ও বিশেষণ হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
- তৎপুরুষ’শব্দটির সাধারণ অর্থ ও একটি বিশিষ্টতা লেখাে।
তৎপুরুষ’ শব্দটির সাধারণ অর্থ ‘তার পুরুষ।
এই সমাসের ব্যাসবাক্যে সমস্যমান পদ দুটির মধ্যে পরপদটি প্রধান হয় এবং পূর্বপদের কারকবােধক ও সম্বন্ধবােধক বিভক্তি বা অনুসর্গ লােপ পায়।
- বহুব্রীহি’ শব্দটির অর্থ কী?
‘বহু ব্রীহি যার’অর্থাৎ অনেক ধান আছে যার।
- সমস্ত পদ বা সমাসনিম্পন্ন পদ কাকে বলে?
পূর্ব ও উত্তর পদ মিলে সমাসের মাধ্যমে যে নতুন পদ গঠন করে তাকে বলে সমস্ত পদ।
- সমস্ত পদের অন্য নাম কী ?
সমস্ত পদের অন্য নাম সমাসবদ্ধ পদ।
সমাস নির্বাচন করো
- মাথায় গোঁজা ময়ুরপালক।
ময়ূরপালক : ময়ূরের পালক, সম্বন্ধ তৎপুরুষ সমাস।
- দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল।
মাঠঘাট : মাঠ ও ঘাট, দ্বন্দ্ব সমাস।
- দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি..অসুস্থ দুর্বল আত্মীয়ার মতােই তার মমতা পাইয়াছিল।
ক্ষীণস্রোতা : ক্ষীণ স্রোত যার, বহুব্রীহি সমাস, স্ত্রীলিঙ্গে আ।
- চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানি।
অদৃশ্য : নয় দৃশ্য, না-তৎপুরুষ সমাস।
- প্রলয়ােল্লাস’–
প্রলয়ােল্লাস : প্রলয় কালীন উল্লাস, মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
- তােরা সব জয়ধ্বনি কর!
জয়ধ্বনি : জয় সূচক ধ্বনি, মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
- অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন।
সহাস্যে : হাস্যের সঙ্গে বর্তমান, সহাৰ্থক বহুব্রীহি সমাস, সেভাবে।
- তােমার বাক্স বিছানা তাে খানাতল্লাশি হয়ে গেছে।
খানাতল্লাশি : যা খানা তা তল্লাশি, কর্মধারয় সমাস।
- দেখাে জগদীশ, কীরূপ সদাশয় ব্যক্তি ইনি।
সদাশয় : সৎ আশয় যার, বহুব্রীহি সমাস।
- পিতৃপুরে ছিল নিশি।
পিতৃপুরে : পিতার পুর, সম্বন্ধ তৎপুরুষ সমাস, সেখানে।
- অমৃত দৃঢ়স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে।
দৃঢ়স্বরে : দৃঢ় যে স্বর, কর্মধারয় সমাস, সেভাবে।
- বাড়ি থেকে বেরােবার সময় মা সাবধান করে দিয়েছিলেন।
সাবধান : অবধানের সঙ্গে বর্তমান, সহাৰ্থক বহুব্রীহি সমাস।
ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Long Answers & Questions (5-6 Marks)
update
অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন
- all replace