উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক – অষ্টম অধ্যায় : উত্তর ঔপনিবেশিক ভারত: বিশ শতকের দ্বিতীয় পর্ব: (১৯৪৭-১৯৬৮ খ্রি:) – CLASS 10 ITIHAS WBBSE MADHYAMIK

উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক

পাকিস্তান থেকে ভারতে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু এর কারণে গুরুতর সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক জটিলতার সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানে কেন্দ্রীয়রাজ্য সরকারগুলোর মধ্যে মতবিরোধ দেখা দেয়, বিশেষ করে উদ্বাস্তুর পুনর্বাসন এবং তাদের আবাসন ও সম্পত্তি বিষয়ক সিদ্ধান্ত নিয়ে।

ভারতের অভিযোগ ও নেহেরু-লিয়াকত চুক্তি

ভারত পাকিস্তান এর বিরুদ্ধে অভিযোগ করে যে, সেখানে শিখ ও হিন্দুদের জোর করে দেশত্যাগে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতি সমাধানে, ১৯৫০ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলি খান এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একে অপরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করেন, যা ‘নেহেরু-লিয়াকত চুক্তি’ নামে পরিচিত। চুক্তি অনুযায়ী, উদ্বাস্তুদের পুনর্বাসন এবং আবাসন সমস্যা সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া হয়, যা পরে ‘পুনর্বাসনের যুগ’ হিসেবে পরিচিত হয়।

পাঞ্জাব এবং পূর্ববঙ্গের পরিস্থিতি

পাঞ্জাবের ক্ষেত্রে, উভয় দেশের মধ্যে উদ্বাস্তুদের সম্পত্তি বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে পূর্ববাংলার বেলায় ভারত সরকার এরকম কোনো উদ্যোগ নেয়নি। বরং তারা বাঙালি উদ্বাস্তুদের পূর্ব পাকিস্তানে ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেখানে হিন্দুদের আসা অব্যাহত থাকায় নেহেরু বিব্রত বোধ করেন

পশ্চিমবঙ্গ ও পূর্ব পাঞ্জাবের উদ্বাস্তুদের পৃথক আচরণ

পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাঞ্জাবের উদ্বাস্তুদের প্রতি প্রধানমন্ত্রীর পৃথক আচরণ এই বিষয়ে জটিলতা আরও বাড়ায়। বিভিন্ন গবেষণা গ্রন্থে, যেমন প্রফুল্লকুমার চক্রবর্তীর ‘দ্য মার্জিনাল মেন’, রণজিৎ রায়ের ‘ধংসের পথে পশ্চিম বঙ্গ’, এবং হীরণ্ময় বন্দ্যোপাধ্যায়ের ‘উদ্বাস্তু’ প্রভৃতিতে এই বিতর্কিত বিষয় এর বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গের উদ্বাস্তুদের দুর্ভোগ

যদিও পাঞ্জাবের উদ্বাস্তুদের পুনর্বাসনের দ্রুত ব্যবস্থা হয়, বাঙালি উদ্বাস্তুদের দুর্ভোগ আরও জটিল হয়ে ওঠে। পশ্চিমবাংলার নদিয়া জেলার কুপার্স ও চাঁদমারির মতো শিবিরে তারা কষ্টকর জীবন-যাপন করতে থাকেন। অনেককে উড়িষ্যা-মধ্যপ্রদেশের সীমান্ত সংলগ্ন দন্ডকারণ্য অঞ্চলে এবং দূর আন্দামান দ্বীপপুঞ্জ এ পুনর্বাসনের নামে পাঠানো হয়। বাংলার উদ্বাস্তুদের জন্য কেবলমাত্র নামমাত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

সমস্যার সমাধান এবং তার প্রভাব

এই সমস্ত পরিস্থিতির প্রেক্ষাপটে, ভারতের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়। উদ্বাস্তু পুনর্বাসন সম্পর্কিত বিতর্ক এবং বাস্তব সমস্যা ভারতীয় সমাজে এক নতুন সামাজিক চ্যালেঞ্জ তৈরি করে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব আজও সমাজে অনুভূত হচ্ছে।

For full access to CLASS 10 ITIHAS WBBSE study materials, become a member:
https://skillyogi.org/student-registration-cbse
Also, buy the ITIHAS History Study Notes for your exam preparation:
https://skillyogi.org/wbbse-class-10-itihas-history-study-notes

error: Content is protected !!
Scroll to Top
×

এই ওয়েবসাইটের সব কনটেন্ট এক্সেস করুন শুধু একটা মেম্বারশীপের সাথে।  আজকেই ক্লিক করুন নিচে রেজিস্টার করার জন্যে।  অসুবিধে হলে হোয়াটস্যাপ করুন আমাদের  +919804282819