ইতিহাসের ধারণা - ITIHASER DHARONA - CHAPTER 1 HISTORY ইতিহাস WBBSE MADHYAMIK CLASS 10
ফর্মে নিজের ফোন নম্বর ভরুন, এবং সহজে সাহায্য পান
ইতিহাসের ধারনা
১. নব্যপ্রস্তর যুগের মানুষদের খাদ্য উৎপাদক বলা হত।
উত্তর। সত্য
২. রসগোল্লার আবিষ্কর্তা ছিলেন ননী গোপাল ভৌমিক।
উত্তর। মিথ্যা
৩. ফ্র্যান্সেসকো ক্যাসেটি ‘থিওরিজ অব সিনেমা’ গ্রন্থটি রচনা করেন।
উত্তর। সত্য
৪. পার্সি ব্রাউন ছিলেন ‘দ্য স্টোরি অব আর্কিটেকচার’ এর রচয়িতা।
উত্তর। মিথ্যা
৫. শরৎচন্দ্র চটোপাধ্যায় ‘দেবদাস’ রচনা করেন ।
উত্তর। সত্য
৬.বম্বে থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেল স্থাপিত হয়।
উত্তর। সত্য
৭. ৪০ বছর বয়সে রবীন্দ্রনাথ ছবি আঁকতে শুরু করেন।
উত্তর। মিথ্যা
৮. যামিনী রায় পট চিত্রের প্রতি আকৃষ্ট ছিলেন।
উত্তর। সত্য
৯. ‘গরিবদের স্থপতি’ বলা হয় লরি বেকারকে।
উত্তর। সত্য
১০. ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ হয়।
উত্তর। সত্য
১১. তত্ত্ব ও প্রযুক্তির মেলবন্ধন হল বিজ্ঞান ।
উত্তর। সত্য
১২. বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায় বঙ্গদর্শন রচনা করেন ।
উত্তর। সত্য
১৩. কাজী নজরুল ইসলামের আত্মজীবনীর নাম ‘ জীবন স্মৃতি’।
উত্তর। মিথ্যা
১৫. স্থানীয় ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন নারী দেশাই।
উত্তর। মিথ্যা
১৬. ১৮৫৭ সালে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়।
উত্তর। মিথ্যা
১৭. ধ্যানচাঁদ কে হকির জাদুকর বলা হয়।
উত্তর। সত্য
১৮. একজন স্থপতি ছিলেন লা কোর বুজিয়ার।
উত্তর। সত্য
‘ক’ স্তম্ভ | খ স্তম্ভ | উত্তর |
1. দিগ্দর্শন | (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর | 1. (ঘ) |
2. তত্ত্ববোধিনী পত্রিকা | (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ | 2. (ক) |
3. সোমপ্রকাশ | (গ) বিপিন চন্দ্র পাল | 3. (খ) |
4. ইয়ং ইন্ডিয়া | (ঘ) মার্শম্যান | 4. (গ) |
ক স্তম্ভ | খ স্তম্ভ | উত্তর |
1. নতুন সামাজিক ইতিহাসচর্চা | (ক) কে.টি. আচার্য | 1. (খ) |
2. খেলাধুলার ইতিহাসচর্চা | (খ) মার্ক ব্লখ | 2. (ক) |
3. নিম্নবর্গের ইতিহাসচর্চা | (গ) জে. এ. ম্যাসন | 3. (ঘ) |
4. খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চা | (ঘ) রণজিৎ গুহ | 4. (গ) |
ক স্তম্ভ | খ স্তম্ভ | উত্তর |
1. মেঘে ঢাকা তারা | (ক) 1931 খ্রিস্টাব্দে | 1. (খ) |
2. পথের পাঁচালী | (খ) ঋত্বিক ঘটক | 2. (ঘ) |
3. জামাইষষ্ঠী | (গ) প্রথম বাংলা চলচ্চিত্র | 3. (ক) |
4. বিল্বমঙ্গল | (ঘ) সত্যজিৎ রায় | 4. (গ) |
ক স্তম্ভ | খ স্তম্ভ | উত্তর |
1. বঙ্গদর্শন | (ক) দ্বারকানাথ বিদ্যাভূষণ |
|
2. সোমপ্রকাশ | (খ) সরলাদেবী চৌধুরাণী | 2. (ক) |
3. জীবনস্মৃতি | (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | 3. (গ) |
4. জীবনের ঝরাপাতা | (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | 4. (খ) |
‘ক’ স্তম্ভ | খ স্তম্ভ | উত্তর |
1. নবীনচন্দ্র দাস | (ক) চলচ্চিত্র | 1. (গ) |
2. লালা দীনদয়াল | (খ) নৃত্যকলা |
|
3. ঋত্বিক ঘটক | (গ) মিষ্টান্ন শিল্প | 3. (ক) |
4. উদয় শঙ্কর | (ঘ) ফটোগ্রাফি | 4. (খ) |