Geometry - জ্যামিতি - WBBSE Maths Gonit Madhyamik Class 10

আপনি এখানে শিখবেন এই অধ্যায়ে এবং বিষয়ের ফাউন্ডেশন অংশটা, এই বিষয়টিকে সহজ-সরলভাবে পড়িয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ভিডিও লেকচার এর মাধ্যমে এবং এই পুরো অধ্যায়কে চার ভাগে খন্ডিত করে আপনার জন্য তৈরি করা হয়েছে

প্রথম খন্ডে আপনি শিখবেন ফাউন্ডেশন অংশটা যেখানে অধ্যায়ের ব্যাপারে আপনাকে বোঝানো হয়েছে তার মানে definitions,basics গুলো সহজভাবে. এবং এটাকে আপনি বুঝতে পারবেন যেটা আপনাকে পরীক্ষার জন্য ক্রীপের করতে সাহায্য করবে
দ্বিতীয় মডিউলে আপনি শিখবেন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সাধারণত এক Marks’er আসে পরীক্ষায়
তৃতীয় মডিউলে আপনি শিখবেন শর্ট অ্যানসার এবং কোয়েশ্চেন, যেটা আপনার পরীক্ষার সাজেশন মধ্যে পড়ে এবং এটা 3-4 marks’er প্রশ্ন আসে আপনার পরীক্ষা
চতুর্থ মডিউল আপনি শিখবেন লং আনসার এবং questions যেটা সাধারণত 5-6 marks er হয়
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারি

Here you will learn the basics of Geometry – জ্যামিতি in a simple language it is for Bengali medium students who are studying under West Bengal Board of Secondary Education and preparing for their exam (Class 10 WBBSE) Here you will find all necessary and important WBBSE Madhyamik Suggestions, notes, solved sample question paper in Bangla along with video lectures from expert teachersGeometry – জ্যামিতি

IMPORTANT LINKS

VIDEO LECTURES

STUDY NOTES FROM THIS CHAPTER

SOLVED QUESTIONS & ANSWERS

1 MARKS QUESTIONS

  • একই বৃত্তাংশস্থ কোণ _________ |
  • অর্ধবৃত্তস্থ কোণ ________ |
  • দু’টি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের _______ বাহুগুলি সমানুপাতী হয়।
  • একটি সরলরেখা বৃত্তকে দু’টি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের _______ বলে।

multiple choice questions - 1 marks

1. EF ও GH দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব —
12 সেমি
16 সেমি
20 সেমি
5 সেমি
2. পাশের চিত্রে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। BA -কে F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলাে। AE || CD,<ABC = 92° এবং <FAE = 20° হলে, <BCD-এর মান
20
88
108
72

3. দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে। বৃত্ত দু’টির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব (Distance)-
2 cm
2.5 cm
8 cm
1.5 cm


4. EF ও GH দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 12 সেমি। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব –
12 cm
20 cm
16 cm
5 cm

5. দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 CM ও 2 CML বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃম্পর্শ করে। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব (Distance)—
5.5 cm
1 cm
1.5 cm
কোনােটিই নয়

6. পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং PQব্যাস হলে, X এর মান —
140°
40°
20°
80°


7. পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। <BCE = 20°, <CAE = 25° হলে <AEC-এর মান
45°
20°
50°
90°


8. চিত্রে 0 বৃত্তের কেন্দ্র এবং AB ব্যাস। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ।
<ADC=120°হলে <BAC-এর মান |
30°
40°
50°
60°

long questions - 5 marks

1. 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের যে জ্যা-এর কেন্দ্র থেকে দূরত্ব ৪ সেমি, তার দৈর্ঘ্য হিসাব করে লেখাে |

2. পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AC ব্যাস। <AOB=80° এবং <ACE = 10° হলে <BED- এর মান নির্ণয় করাে।

3. ABC ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র 0; A এবং BC কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, <BOC=120° হলে <BAC-এর মান কত?

4. 5 CM ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তে 8 CM দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা-এর মধ্যে দূরত্ব (Distance) কত?

5. পাশের চিত্রে x-এর মান নির্ণয় করাে।

6. পাশের চিত্রে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BA-কে F পর্যন্ত বর্ধিত করা হলাে এবং AE// CD, <ABC = 92° ও <FAE = 20° হলে
BCD-এর মান নির্ণয় করাে।

7. পাশের চিত্রে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। AD ও AB বাহুকে যথাক্রমে E ও F বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলাে। <CBF = 120° হলে <CDE-এর মান নির্ণয় করাে।

Geometry - জ্যামিতি - WBBSE Maths Gonit Madhyamik Class 10

error: Content is protected !!
Scroll to Top
×

এই ওয়েবসাইটের সব কনটেন্ট এক্সেস করুন শুধু একটা মেম্বারশীপের সাথে।  আজকেই ক্লিক করুন নিচে রেজিস্টার করার জন্যে।  অসুবিধে হলে হোয়াটস্যাপ করুন আমাদের  +919804282819