ইতিহাসের ধারণা - ITIHASER DHARONA - CHAPTER 1 HISTORY ইতিহাস WBBSE MADHYAMIK CLASS 10
ফর্মে নিজের ফোন নম্বর ভরুন, এবং সহজে সাহায্য পান
1.ভারতে ফুটবল খেলার প্রবর্তক ছিল-
- ওলন্দাজরা
- ইংরেজরা
- পর্তুগীজরা
- মিশরীয়রা
Answer: ইংরেজরা
2.ভারতীও নিম্ন বর্গীও ইতিহাস চর্চার স্রষ্টা ছিলেন-
- ডঃ সুরেন্দ্রানাথ সেন
- ডঃ রমেশচন্দ্র মজুমদার
- ডঃ রণজিৎ গুহ
- ডঃ নিধিরাম সেন
Answer: ডঃ রণজিৎ গুহ
3.‘ ইতিহাস একটি বিজ্ঞান- কম ও নয়, বেশি ও নয় ‘ – বলেছিলেন-
- বিউরি
- এইচ. কার
- মার্ক ব্লখ
- জুবিলাইন
Answer: বিউরি
- কেকের দেশ নামে ডাকা হয়-
- ফ্রান্সকে
- স্কটল্যান্ডকে
- আয়ারল্যান্ডকে
- ভারতকে
Answer: স্কটল্যান্ডকে
- রেজুলেশন অনুযায়ী বিধবা বিবাহ আইন পাশ হয়-
- ১২
- ১৮
- ১৫
D .১১
Answer: ১৫
- মোহনবাগান আই.এফ.এ শিল্ড জয়ী হয় –
- ১৯১৩খ্রিস্টাব্দে
- ১৯২০খ্রিস্টাব্দে
- ১৯১১ খ্রিস্টাব্দে
- ১৯২১ খ্রিস্টাব্দে
Answer: ১৯১১ খ্রিস্টাব্দে
- ‘ Twenty Two Yards to Freedom’ এর লেখক ছিলেন-
- কপিল দেব
- টনি ম্যাথন
- বোরিয়া মজুমদার
- আশীষ নন্দী
Answer: বোরিয়া মজুমদার
- পৃথিবীর সবথেকে পুরনো খেলা হল-
- ক্রিকেট
- কুস্তি
- হকি
D.মানাকালা
Answer: মানাকালা
- সত্যাজিত রায় অস্কার জিতেছিলেন-
- ফেলুদা
- পথের পাঁচালি
- চিড়িয়াখানা
- গুপি বাঘা ফিরে এল
Answer: পথের পাঁচাল
10.বাইশ গজের খেলা হিসেবে পরিচিত
- ফুটবল
- সকার
- ক্রিকেট
- টেনিস
Answer: ক্রিকেট
- বিপিন চন্দ্র পালের লেখাতি হল-
- জীবন স্মৃতি
- সত্তর বৎসর
- আনন্দমেলা
- তদারকি
Answer: সত্তর বৎসর
- হিস্তরিগ্রাফি কথাটি বলতে বোঝায়-
- ইতিহাসের লেখচিত্র
- ইতিহাস রচনাতত্ত্ব
- ইতিহাসের উপাদান
- ঐতিহাসিক যুদ্ধ
Answer: ইতিহাস রচনাতত্ত্ব i
- নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল-
A.১৯৯০ দশকে
B.১৯৪০ দশকে
C.১৯৬০ দশকে
D.১৯৫০ দশকে
Answer: .১৯৬০ দশকে
14.নতুন সামাজিক ইতিহাসের পাঠ্য ছিল-
- সাধারন মানুষ
- শহরের মানুষ
- দিনমজুর
- চাকুরীজীবী
Answer: সাধারন মানুষ
- বিপিন চন্দ্র পালের আত্মজীবনী প্রথম প্রকাশ পেয়েছিল-
- প্রবাসী
- বঙ্গঙ্গদর্শন
- সম্প্রকাশ
- সন্ধ্যা
Answer: প্রবাসী
- ‘ জীবনের ঝরাপাতা’ আত্মকথাটির প্রকাশনা ঘটে-
- বঙ্গঙ্গদর্শন
- প্রবাসী
- দেশ
- সন্ধ্যা
Answer: দেশ
- ভারতের “ অগ্নিযুগের কন্যা” বলা হত-
- রাধারানী সেন
- সরোজিনী নাইদু
- কল্পনা দত্ত
- বীণা দাস
Answer: কল্পনা দত্ত
- ভারতে টেলিগ্রাফ ব্যাবস্থা শুরু হয়-
A.১৮৫৩
- ১৮৫২
C.১৮৬০
D.১৮৫১
Answer: ১৮৫১ সালে
- ভারতে ডাক ব্যাবস্থা শুরু হয়-
A.১৮৫৮
- ১৮২৪
C.১৮২০
D.১৮৫৫
Answer:১৮৫৮ সালে
- প্রথম ভারতের পুলিশি বিভাগের সংস্কারক ছিলেন-
- লর্ড রিপন
- লর্ড ওয়েলেসলি
- লর্ড কর্নওয়ালিশ
- লর্ড ডালহৌসি
Answer: লর্ড ডালহৌসি
- যার মাধ্যমে ‘ বিরাস্তমি’ অনুষ্ঠান শুরু হয় তিনি হলেন –
- রবীন্দ্রনাথ ঠাকুর
- সরলাদেবী চৌধুরাণী
- কল্পনা দত্ত
- বীণা দাস
Answer: সরলাদেবী চৌধুরাণী
- প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল-
- ইংল্যান্ডে
- ফ্রান্সে
- দুবাইতে
- ভারতে
Answer: ইংল্যান্ডে
- নাট্যাঁশাস্ত্র রচনা করেছিলেন-
- ভরত মুনি
- অভিনব গুপ্ত
- বাল্মিকি
- রাধাছরন
Answer: অভিনব গুপ্ত
- ‘ পঞ্চম বেদ” হিসেবে পরিচিত-
- উপনিষদ
- মহাভারত
- রামায়ন
- গীতা
Answer: মহাভারত
- সাব অলটান গোষ্ঠীর একজন খ্যাতনামা ঐতিহাসিকের নাম-
- সুরেন্দ্রানাথ সেন
- রমেশচন্দ্র মজুমদার
- রণজিৎ গুহ
- নিধিরাম সেন
Answer: . রণজিৎ গুহ
- আন্যাল গোষ্ঠীর পত্রিকা প্রকাশিত হত-
- ১৯০৩
B.১৯২৯
- ১৯২৮
D.১৮২৯
Answer: ১৯২৯ সালে
27.‘ Food in History’ গ্রন্থটির রচয়িতা হলেন-
- রিয়াই টান্নাহিল
- : বিজয় চৌধুরী
- হরিপদ ভৌমিক
- বরুণ চক্রবর্তী
Answer: রিয়াই টান্নাহিল
- ‘ভারতীও সঙ্গীত কা ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা হলেন-
- রাজেশ সাহা
- চার্লস ডে
- হিতেন কবিরাজ
- উমেশ জোশী
Answer: উমেশ জোশী
29.“সায়েন্স অ্যান্ড দ্য রাজ” গ্রন্থটির রচয়িতা হলেন-
- দীপক কুমার
- সরোজ সাহা
- ® টমাস কুহন
- জে. ডি. বার্নাল
Answer: দীপক কুমার
- ক্যালকাটা ক্রিকেট ক্লাব স্থাপিত হয়-
A.১৭৯২
B.১৭৮০
C.১৭৯৯
D.১৭২৪
Answer:১৭৯২সালে
- প্রথম ভারতীও ফুটবল ক্লাব হল-
- মোহনবাগান ক্লাব
- মহামেডান স্পোর্টিং ক্লাব
- শোভাবাজার ক্লাব
- ক্যালকাটা এফ.সি.
Answer: ক্যালকাটা এফ.সি.
- ভারতে ফুটবলের জনক বলা হয়-
- সারদারঞ্জনকে
- সুব্রত পালকে
- চুনি গোস্বামীকে
- নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারীকে
Answer: নগেন্দ্ৰপ্ৰসাদ সর্বাধিকারীকে
33.——– সালে মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠা হয়-
A.১৮৭৯
B.১৮৮৯
C.১৮০০
D.১৮৯০
Answer:১৮৮৯ সালে
- বঙ্গদর্শনে প্রথম ছপা হয়েছিল-
- বিষবৃক্ষ
- দুর্গেশ নন্দিনী
C আনন্দ মঠ
- পলাশ
Answer: . বিষবৃক্ষ
35.‘ হিস্ট্রি ফ্রম বিলো ‘ — রচনা করেন-
- ই পি থমসন
- মার্শাল ফচ
- মার্ক ফেরো
- জন ওয়াল
Answer: . ই পি থমসন
36.‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটির রচয়িতা হলেন-
- রিয়াই টান্নাহিল
- কৌশিক বন্দ্যোপাধ্যায়
- হরিপদ ভৌমিক
- বরুণ চক্রবর্তী
Answer: কৌশিক বন্দ্যোপাধ্যায়
- The social science history association- গঠন হয়-
A.১৯৫৮
B.১৯৭৬
C.১৯৬৫
D.১৯৮৬
Answer:১৯৭৬ সালে
38.একটি সাপ্তাহিক পত্রিকার নাম-
- প্রবাসী
- বঙ্গঙ্গদর্শন
- সোম প্রকাশ
- সন্ধ্যা
Answer: সোম প্রকাশ
39.– বঙ্গদর্শনের প্রকাশনা করেছিলেন-
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- রবীন্দ্রনাথ ঠাকুর
- দীনবন্ধু মিত্র
- দ্বারকানাথ ঠাকুর
Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- সরকারি নথিপত্র সংরক্ষিত করে রাখা হয়েছে-
- গ্রন্থাগারে
- বইয়ের দোকানে
- মহাফেজখানায়
- ব্যক্তিগত সংগ্রহে
Answer: মহাফেজখানায়
ইতিহাসের ধারনা
১. “ সোম প্রকাশ” পত্রিকা কে সম্পাদনা করেন ?
উত্তর- দ্বারকানাথ বিদ্যাভূষণ।
২. কে ‘বঙ্গদরশন’ সাময়িকপত্র প্রবর্তন করেন?
উত্তর- বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
৩. ভারতে ফুটবল খেলার প্রবর্তক কারা ছিলেন?
উত্তর- ইংরেজরা।
৪. সত্তর বৎসর কার আত্মজীবনী ?
উত্তর- বিপিন চন্দ্র পাল এর ।
৫. কত সালে বঙ্গদর্শন প্রকাশিত হয়?
উত্তর- ১৮৭২ সালে।
৬. ‘ মায়ের দেওয়া মতা কাপড় ‘ গানটি কে রচনা করেন?
উত্তর- রজনীকান্ত সেন ।
৭. কত সালে ‘ দ্যা আনাল্যাস ‘ পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর- ১৯২৮ সালে।
৮. গৌতম খেলাধুলা বিষয়ক গ্রন্থটির নাম কি?
উত্তর- বাপি বাড়ি যা ।
৯. ‘একেই বলে শুটিং’ কার রচনা?
উত্তর-সত্যজিৎ রায় ।
১০. প্রথম ভারতীয় ফুটবল ক্লাব কোনটি ?
উত্তর- কলকাতা এফ সি।
১১. ভারতীও ফুটবলের জনক কাকে ডাকা হয় ?
উত্তর- নগেন্দ্রনাথ সর্বাধিকারীকে।
১২. কত সালে কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা হয়?
উত্তর- ১৮৩৫ সালে।
১৩. বাংলার প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি?
উত্তর- সমাচার দর্পণ।
১৪. কোন পত্রিকায় ‘বন্দেমাতারাম’ গানটি প্রকাশিত হয়?
উত্তর- বঙ্গদর্শন।
১৫. একাত্তরের ডায়েরি কে রচনা করেন?
উত্তর- সুফিয়া কামাল।
১৬. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি?
উত্তর- ‘বাঙ্গাল গেজেট’ (১৮১৮ সালে)
১৭. কে ‘ পথের পাঁচালী’ ছবিটি কে পরিচালনা করেন ?
উত্তর- সত্যজিৎ রায় ।
১৮. ভারতে বন সরক্ষন আইন প্রথম কবে চালু হয়?
উত্তর- ১৮৭৮ সালে ।
১৯. বাংলার প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তর- বিল্বমঙ্গল।
২০. বাংলার প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
উত্তর- জামাইষষ্ঠী।
২১. কে নর্মদা বাঁচাও আন্দলনের নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর- মেধা পাটেকর।
২২. সরকারি নথিপত্রের সংরক্ষণশালা কে কি বলা হয় ?
উত্তর- সরকারি মহাফেজখানা ।
২৩. ‘জীবনের জলসাঘর’ — কার আত্মজীবনী?
উত্তর- মান্না দে।
২৪. ন্যাশনাল জিমনেশিয়ামের প্রতিষ্ঠাতা কে?
উত্তর- নব গোপাল মিত্র।
২৫. কোন দেশে প্রথম খো খো খেলার সুত্রপাত হয়?
উত্তর- পশ্চিম ভারতে।
২৬. নাট্যশাস্ত্র কে ব্যাখ্যা করেন ?
উত্তর- আচার্য অভিনব গুপ্ত ।
২৭. বঙ্গীয় লোকনৃত্য কি নামে পরিচিত ?
উত্তর-ছোঁ নাচ।
২৮. সত্যাজিত রায়ের নির্মিত চলচ্চিত্র সংখ্যা কটি ?
উত্তর- ২৯ টি।
২৯. মুঘল যুগের চিত্রকলাকে কি বলা হয় ?
উত্তর- মিনিয়েচার।
৩০. কোন শতকে ভারতে চিত্রকলার উদ্ভব ঘটে ?
উত্তর- উনিশ শতকে।
1
৩১. সামাজিক স্বর্ণ যুগ কোন দশককে বলা হয় ?
উত্তর- ১৯৭০ দশক ।
৩২.’ Letter from a father to his daughter’ নামে চিঠিপত্র কবে লেখা হয় ?
উত্তর- ১৯২৮ সালে।
৩৩. নব্যবঙ্গিও চিত্ররীতির জনক নামে কাকে ডাকা হয় ?
উত্তর- অবনীন্দ্রনাথ ঠাকুর।
৩৪. রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রগুলি কি নামে ডাকা হয় ?
উত্তর- ‘ রবীন্দ্র চিত্রাবলী ‘ .
৩৫. অগ্নিযুগের কন্যা কাকে বলা হয়?
উত্তর- সরলা দেবী চৌধুরানী ।
৩৬. ইকো ফেমিনিজম – কে প্রবর্তন করেন?
উত্তর- ফ্রাসয়া দেবান ।
৩৭. খেলার রাজা কাকে বলা হয় ?
উত্তর- ক্রিকেট।
৩৮. প্রথম বায়স্কোপের বাণিজ্যিক কারা প্রদর্শন করেন ?
উত্তর- লুমিয়াম ভাত্রিদ্বায়।
৩৯. ‘ সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর- র্যাচেল কারসন।
৪০. নতুন ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় কি ছিল ?
উত্তর- সমাজের সকল শ্রেণীর মানুষের চর্চা ।