fbpx

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Epigenetic Processes And Resultant Landforms)

Chapter 1 GEOGRAPHY ভূগোল WBBSE Madhyamik Class 10

Here you will learn the basics of বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ in a simple language it is for Bengali medium students who are studying under West Bengal Board of Secondary Education and preparing for their Madhyamik exam (Class 10 WBBSE) Here you will find all necessary and important WBBSE Madhyamik Suggestions, notes, solved sample question paper in Bangla along with video lectures from expert teachers

You will learn the basics and the foundation of this chapter in English medium from an expert teacher this module has been organised in four segments

  • In the first segment you are going to learn the foundation and basics of this chapter
  • In the second module you are going to learn the multiple choice questions that is MCQ or high order thinking skills question of 1 marks
  • In the third segment you are going to learn the short answers and questions which is typically asked from the chapter in your examination which is explained in very easy and simple method
  • The fourth segment comprises of long answers and questions which is typically of 5 to 6 marks which will help you prepare well for your examination you also get sample questions and sample paper for better preparation

If you have any questions please feel free to contact our team for details and help

আপনি এখানে শিখবেন এই অধ্যায়ে এবং বিষয়ের ফাউন্ডেশন অংশটা, এই বিষয়টিকে সহজ-সরলভাবে পড়িয়েছেন বিশেষজ্ঞ শিক্ষক ভিডিও লেকচার এর মাধ্যমে এবং এই পুরো অধ্যায়কে চার ভাগে খন্ডিত করে  আপনার জন্য তৈরি করা হয়েছে

  • প্রথম খন্ডে আপনি শিখবেন ফাউন্ডেশন অংশটা যেখানে অধ্যায়ের ব্যাপারে আপনাকে বোঝানো হয়েছে তার মানে definitions,basics  গুলো সহজভাবে.  এবং এটাকে আপনি বুঝতে পারবেন যেটা আপনাকে পরীক্ষার জন্য ক্রীপের করতে সাহায্য করবে 
  • দ্বিতীয় মডিউলে আপনি শিখবেন MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা সাধারণত এক Marks’er আসে পরীক্ষায়
  •  তৃতীয় মডিউলে আপনি শিখবেন শর্ট অ্যানসার এবং কোয়েশ্চেন, যেটা আপনার পরীক্ষার সাজেশন মধ্যে পড়ে এবং এটা 3-4 marks’er  প্রশ্ন আসে আপনার পরীক্ষা
  •  চতুর্থ মডিউল আপনি শিখবেন লং আনসার এবং questions যেটা সাধারণত 5-6 marks er হয়

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারি

এখানে আপনি Basic Terms, Definitions, Solved Short, Long Answers & Questions and MCQ's নিচে দেওয়া লিংকে ক্লিক করলে পেয়ে যাবেন

সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন যাতে কি আপনাকে আমরা সাহায্য করতে পারিহয়েছে করা হয়েছে সাবস্ক্রাইব করুন সব ভিডিও লেকচার, স্টাডি মেটেরিয়াল এবং সাজেশন পেতে

বাংলা বিষয়- পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা সাহায্য কর হবে এখানে আমরা আপনাকে এক Marks er MCQ  এবং Suggestion পেয়ে যাবেন যেটা আপনাকে সাহায্য করবে কম সময়ের মধ্যে ভালোভাবে প্রস্তুতি নিতে এবং ভালো মাল আনতে নিজের মাধ্যমিক পরীক্ষা

VIDEO LECTURES BY EXPERT TEACHERS FOR EASY LEARNING

FOUNDATION - BASICS OF THE CHAPTER

MCQ QUESTIONS - 1 MARKS

MCQ QUESTIONS - 1 MARKS

SHORT QUESTIONS ANSWER - 3/4 MARKS

LONG QUESTIONS ANSWER - 5/6 MARKS

Definition, Important Terms, Explanation in Simple Words for Fast Learning

বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ(Epigenetic Processes And Resultant Landforms)

বহির্জাত প্রক্রিয়া (Exogenetic process)

ভূমিরুপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা(ইংরেজি exogenous  শব্দের অর্থ হল বহিভার্গ থেকে উৎপন্ন বা বহির্জাত।

সূর্যতাপ,বৃষ্টিপাত, তুষারপাত,নদী ,হিমবাহ ,ভৌমজল, সমুদ্রতরঙ্গ প্রভৃতি বাহ‍্যিক শক্তিসমূহ দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রিয়াশীল থেকে ক্ষয় ,বহন ও সঞ্চয় কাজের মাধ‍্যমে নানা ধরণের ভূমিরূপ সৃষ্টি করেছে ভূমিরূপের এই বিবর্তনকারী প্রাকৃতিক শক্তিগুলোকে বহির্জাত প্রক্রিয়া বলে।

ভূবিজ্ঞানী চেম্বারলিন ও স‍্যালিসবেরি এই প্রক্রিয়া কে পর্যায়ন প্রক্রিয়া নামে অভিহিত করেছেন।

ভূমি ভাগের উচ্চতার পরিবর্তনের জন‍্য বিভিন্ন উচ্চতা বিশিষ্ট ভূমিরূপ এর মধ‍্যে ক্রমশ  একটি ক্রমশ একটি  সামঞ্জস্য আনার চেষ্টা করে ।এই প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে। পর্যায়ন প্রক্রিয়ার আবহবিকারের দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়।ক্ষয়ীভবনের দ্বারা  এই শিলাচূর্ণে থাকা নদী, হিমবাহ,বায়ু প্রভৃতি অপসারণ,বহন এবং ভাঙন হয়।এই ক্ষয়জাত পদার্থ যখন নীচু অংশে বসে 

গিয়ে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি করে,তখন সেটা আরোহণ।আর যখন শিলাস্তরকে ক্ষয় করে 

ভূমিভাগের উচ্চতা কমায় তখন সেটা অবরোহণ।

নদীর বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ(works of river and resultant landforms)

জলচক্রের অংশ হিসাবে নদী,নদ-অববাহিকা, জল-বিভাজিকা,নদীর বিভিন্ন গতি(River as a part of Hydrological cycle,River Basin,Interfluves,Course of River)

পৃথিবীর বারিমন্ডল ও শিলামন্ডলের মধ‍্যে জলের কঠিন,তরল ও গ‍্যাসীয় অবস্থার চক্রাকার আবর্তনকে বলে জলচক্র। এই চক্রে থাকে বৃষ্টিপাত,নদী,জলীয়বাষ্পের স্থানান্তর।

নদী(River):- যে স্বাভাবিক জলধারা তুষারগলা জল বা বৃষ্টির জলে পুষ্ট হয়ে বা প্রস্রবণ থেকে 

উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়ে সাগর,হ্রদ বা অন‍্য জলধারার সঙ্গে মিলিত হয় তাকে নদী বলে। 

সৌরকিরণের ফলে নদী থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় এবং ভূপৃষ্ঠে বৃষ্টির আকারে পতিত হয়।পতিত জলের কিছু অংশ মাটিতে প্রবেশ করে,কিছু অংশ সাগরে মেশে ।এভাবে নদী জলচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  ■নদী অববাহিকা(River basin):- কোনো সুবিস্তৃত অঞ্চলের প্রধান নদী ,শাখানদী,উপনদী,প্রশাখা নদী যে অঞ্চলের মধ‍্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদী অববাহিকা  বলে।

নদী অববাহিকা অঞ্চলের জলচক্র বারিমন্ডল, শিলামন্ডল এবং বায়ুমন্ডলের সাথে যুক্ত।সৌরতাপে নদী অববাহিকার জল উত্তপ্ত হয়ে জলীয়বাষ্পে পরিণত হয় এবং অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় এবং জলচক্রের মাধ‍্যমে ভূপৃষ্ঠে জলের ভারসাম‍্য বজায় 

  • জলবিভাজিকা(Interfluves):-যে উচ্চভূমি পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী 

অববাহিকাকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা।যেমন-হিমালয়। জলবিভাজিকা অঞ্চল থেকে  জলের বাষ্পীভবন,ঘনীভবন এবং বৃষ্টিপাতের মাধ‍্যমে জলচক্র সম্পূর্ণ হয়।

  • নদীর বিভিন্ন গতি(Courses of River):- নদীর গতিকে তিন ভাগে ভাগ করা হয়।

◆উর্ধ্বগতি বা পার্বত‍্য প্রবাহ:-পর্বতের উৎপত্তিস্থন থেকে সমভূমিতে পৌছানোর পূর্ব পর্যন্ত অংশ 

উর্ধ্বগতি।যেমন:-গঙ্গার পার্বত‍্য প্রবাহ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখন্ডের হরিদ্বার 

পর্যন্ত বিস্তৃত।

◆মধ‍্যগতি বা সমভূমি প্রবাহ:-পার্বত‍্য অঞ্চল অতিক্রম করার পর সমভূমি অংশের মধ‍্যে সীমাবদ্ধ নদীর গতি হল মধ‍্যগতি। যেমন:-গঙ্গার মধ‍্যগতি উত্তরাখন্ডের হরিদ্বার থেকে ঝাড়খন্ডের রাজমহল পর্যন্ত বিস্তৃত।

নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ:- নিম্ন গতিতে নদীর ঢাল আরো কমে যায় এবং গতি শ্লথ হয়।

যেমন:-ঝাড়খন্ডের রাজমহল থেকে বঙ্গোপসাগরের মোহানা পর্যন্ত ।

নদীর কাজ(Works of River):–

নদী উৎস থেকে  মোহনা পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে।নদী তিন ধরনের কাজ করে-ক্ষয়,বহন,অবক্ষেপণ।

A.ক্ষয়(Erosion):-নদী প্রস্তরখন্ড  চূর্ণ-বিচূর্ণ এবং খান করে নিজের চলার পথ দীর্ঘায়িত করে একি নদীর ক্ষয় কাজ বলে।

 নদীর ক্ষয় সাধারণত দুই প্রকার,  নিম্ন ক্ষয় পার্শ্ব ক্ষয়। 

ক)দ্রবণ জনিত ক্ষয়:চুনাপাথর জাতীয় শিলা যদি কোনো নদী বহন করে নিয়ে তবে তা সহজেই দ্রাবিত হয়।

খ)ঘর্ষনজনিত ক্ষয়: নদীবাহিত বড় বড় পাথরের টুকরো পরস্পরের ঘর্ষণে ভেঙে গেয়ে ছোটো কণা হয়ে পলিতে পরিণত হয়।

গ)অবঘর্ষ: নদীবাহিত প্রস্তরখন্ডের সঙ্গী নদীগর্ভে সংঘর্ষের ফলে নদী খাতে নিম্ন  ও পার্শ্ব উভয় ক্ষয় হয়।

)জলপ্রবাহের দ্বারা ক্ষয়:  নদীর জলস্রোতের দ্বারা নদীর পাশে অসংলগ্ন ও দূর্বল অংশ গুলি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়।

B .বহন(Transportation) :নদীর ক্ষয় কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত  পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় জলস্রোতের   দ্বারা ।একেই  নদীর বহন কাজ বলে। বহনক্ষমতা তিনটি কারণ এর উপর নির্ভর করে, কণিকার আকৃতি, ঘূর্ণন গতি এবং স্রোতের গতিবেগ এর উপর।

এই প্রক্রিয়া চার রকম ভাবে  হয়।

ক)ভাসমান প্রক্রিয়া:ঘুর্ণিস্রোতে শিলা ও পাথর এর ছোটো কণা ভাসতে থাকে এবং ঘুর্ণিস্রোত কমে 

গেলে সেটা সঞ্চিত হয়ে যায়।

খ)লম্ফদান প্রক্রিয়া: মাঝারি মাপের শিলা গুলি নদীতে ভাসতে পারে না বলে সেগুলো লাফিয়ে 

এগিয়ে যায়।

গ)আকর্ষণ প্রক্রিয়া: বড় বড় নুড়ি পাথর স্রোতের আকর্ষণে নদীখাতে গড়িয়ে যায়।

ঘ)দ্রবণ প্রক্রিয়া: এই প্রক্রিয়ায় নদী বিভিন্ন খনিজ পদার্থকে বহন করে নিয়ে যায়।

C.অবক্ষেপণ(Deposition): গতিপথের ঢাল হ্রাস,নদীর গতিবেগ হ্রাস,,বস্তুভারের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণে নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, ফলে নদীর বস্তুভার নদীর তলদেশে সঞ্চিত হয় একে বলে অবক্ষেপণ।

নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ:-

1)V আকৃতির উপত‍্যকা(V-Shaped valley):-আর্দ্র ও আর্দ্রপ্রায় অঞ্চলে নদীর ভূমির ঢাল বেশি হওয়ায় নদী গুলি নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয় করে,ফলে নদী উপত‍্যকা একদিকে গভীর হয় এবং একদিকে চওড়া V আকৃতির উপত‍্যকা গঠন করে।

https://youtube.com/watch?v=FIn0UoeDyVg

2)আবদ্ধ শৈলশিরা(Interlocking spur):-কঠিন শিলাকে পরিহার করার জন‍্য নদী ছোটো ছোটো বাঁক নিয়ে প্রবাহিত হয়।এর ফলে দুটি বাঁকের সমস্ত স্পারগুলিকে একসঙ্গে দেখা যায় না একেই আবদ্ধ শৈলশিরা বলে ।এর অপর নাম শৃঙ্খলিত শৈলশিরা।

https://youtube.com/watch?v=fk1h9oGgskU&feature=youtu.be

3)গিরিখাত(Gorge):-আর্দ্র পার্বত্য অঞ্চলে ‘V’ আকৃতির নদী উপত্যকা খুবই গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে।

পৃথিবীর গভীরতম গিরিখাত হল নেপালের কালী গন্ডকী গিরিখাত।

4)ক‍্যানিয়ন(Canyon):-পার্ব‍ত‍্য অঞ্চলে গিরিখাতের মত শুষ্ক ও মরু অঞ্চলে ইংরেজী ‘I’ আকৃতির যে খাড়া উপত‍্যকার সৃষ্টি হয় তাকে ক‍্যানিয়ন বলে।

যেমন:-ক‍্যালিফোর্নিয়ার কলোরাডো নদীর গ্র‍্যান্ড ক‍্যানিয়ন পৃথিবীর দীর্ঘতম ক‍্যানিয়ন।

5)খরস্রোত(Rapid):-নদীর পার্বত‍্য প্রবাহে প্রচন্ড ঢাল সম্পন্ন জলপ্রপাতে যখন বিপুল পরিমাণ 

জলরাশি প্রবাহিত হয় তাকে খরস্রোত বলে।

যেমন:-আফ্রিকার জাইরে নদীতে পরপর 32টি খরস্রোতের সৃষ্টি হয়েছে।

https://www.pinterest.com/pin/413557178266546114/ 

6)জলপ্রপাত((Waterfalls):-উচ্চগতিতে নদীর তলদেশের ঢাল হঠাৎ বিচ‍্যুত হলে বিচ‍্যুতিতলের ওপর থেকে জলরাশি নীচে পতিত হয় একে জলপ্রপাত হয়।

যেমন:-ভারতের কর্ণাটক রাজ‍্যের ভারাহী নদীর ওপর কুঞ্চিকল জলপ্রপাত হল উচ্চতম জলপ্রপাত।

7)প্রপাত কূপ(Plunge Poll):-নদী তার প্রবাহপথে অবস্থিত নুড়ি বা শিলা পাক খেতে খেতে শিলাখন্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় । এদের প্রপাত কূপ (Plunge Pool) বলে ।

8)মন্থকূপ(Potholes):-প্রবল বেগে প্রবাহিত নদীর তলদেশ বা পার্শ্বদেশে জলাবর্তের সৃষ্টি হলে সেখানে নুড়ি বা শিলার ঘর্ষনের ফলে যে গর্তের সৃষ্টি হয় তাকে মন্থকূপ বা পটহোল বলে।

যেমন:-ঝাড়খন্ডের খরকাই নদীতে দেখা যায়।

নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ:-

1)পলল ব্যজনী(Alluvial Fan): পর্বতের পাদদেশে নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল শঙ্কু বলে।

পলল শঙ্কুর উপর দিয়ে যখন নদী যখন বিভিন্ন খাতে প্রবাহিত হয় তাকে পলল ব‍্যজনী বলে।

যে নদীতে জলপ্রবাহ বেশি কিন্তু পলির পরিমাণ কম সেখানে পলল ব‍্যজনী গড়ে ওঠে যেমন:-হিমালয়,আন্দিজ,রকি।

2)নদী বাঁক বা মিয়েন্ডার(Meander) :-

মধ‍্য ও নিম্নপ্রবাহে গতিবেগ কম থাকায় সামান‍্য বাধার সম্মুখীন হলে নদী তার গতিপথে পরিবর্তন ঘটায় এবং একেঁবেঁকে প্রবাহিত হয় , একে নদী বাঁক বলে।তুরস্কের আঁকাবাঁকা নদী মিয়েন্ডারের নামানুসারে এই ভূমিরূপের নাম মিয়েন্ডার । পলল অবক্ষেপণের ফলে নদীর গতি ধীর হয় এবং বেঁকে যায় এর ফলে খাড়া পাড়ের সৃষ্টি হয়।খাড়া পাড়ের বিপরীত দিকে নদী স্রোতের বেগ কম থাকায় ঢালু পাড়ের সৃষ্টি হয়।

3)অশ্বক্ষুরাকৃতি হ্রদ(Ox-Bow-Lake):-

নিম্নপ্রবাহে আঁকাবাঁকা পথে প্রবাহিত নদী বাঁকের বাইরের পাড়টি ক্ষয়প্রাপ্ত হয়।এর ফলে নদীর বাঁক আরো বাড়তে থাকে এবং এক সময় বাঁকটি ক্ষয়প্রাপ্ত হয়ে ঘোড়ার ক্ষুরের মত একটি অংশ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও মূল নদীটি সোজাপথে প্রবাহিত হয়। এই ঘোড়ার ক্ষুরের মত বিচ্ছিন্ন  অবরুদ্ধ হ্রদকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। যেমন:-গঙ্গা নদীর নিম্নপ্রবাহে দেখা যায়।

4)প্লাবনভূমি(Flood plan):- নদীর জল হঠাৎ বৃদ্ধি পেলে অতিরিক্ত জল নদীখাত ছাপিয়ে পার্শ্ববর্তী উপকূল অঞ্চলকে প্লাবিত করে,এবং পলি ,বালি,কাদা,জমা হয়ে ওই অঞ্চলে সমভূমির সৃষ্টি হয় এটাই হল প্লাবনভূমি। যেমন:-গঙ্গা ,সিন্ধু নদীতে দেখা যায়।

5)স্বাভাবিক বাঁধ(Natural lavee):-নদীতে প্লাবনের ফলে নদীখাতের পার্শ্ববর্তী অঞ্চলে সলি জমতে জমতে নদী ও প্লাবনভূমির মাঝে বেশি উচ্চতাসম্পন্ন ভূমির সৃষ্টি হয় একে স্বাভাবিক বাঁধ বলে।যেমন:-মিশরের নীলনদে দেখা যায়।

6)খাঁড়ি(Estuarine bank):- মোহনার কাছে নদীস্রোত বেশি হলে পলি ,বালি,কাদা সঞ্চিত হতে পারে না,নদীর মোহনা যথেষ্ট খোলা ও চওড়া হয় একে খাঁড়ি বলে।

যেমন :- রাশিয়ার ওব নদীর মোহনায় অবস্থিত খাঁড়ি হল পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি।

7)বদ্বীপ:-মোহনার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায়। তাই এখানে নদী দ্বারা পরিবাহিত প্রায় সমস্ত পদার্থ নদীবক্ষে সঞ্চিত থাকে ।এইভাবে সঞ্চয় ফলে নদীবক্ষে মাত্রাহীন বাংলা ‘ব’ বা 

গ্রিকঅক্ষর        

দ্বীপের সৃষ্টি হয় একে বদ্বীপ বলে। যেমন :-গঙ্গাব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপ তিনপ্রকার।

  • ধনুকাকৃতি বদ্বীপ : এ জাতীয় বদ্বীপের আকৃতি ধনুকাকার, যা দেখতে বাঁকানো ফলার মতো । প্রধান নদী বা অনেক শাখাপ্রশাখাবিশিষ্ট নদী দ্বারা গঠিত হয় বলে এ বদ্বীপের বাইরের অংশ উত্তল দেখায়। এই বদ্বীপ জিহ্বাগ্র বদ্বীপ বা ব‍্যজনী বদ্বীপ নামেও পরিচিত।

সিন্ধু, গঙ্গা-পদ্মা-মেঘনা, নীল, হোয়াংহো, পো, রাইন প্রভৃতি নদীর বদ্বীপ এ শ্রেণিভুক্ত।

  • তীক্ষাগ্র ব-দ্বীপ বা কাসপেট ব-দ্বীপ:-প্রধান নদী  করাতের দাঁতের তীক্ষ্ণ সম্মুখভাগের  মত সমুদ্রে প্রবেশ করে একে তীক্ষাগ্র ব-দ্বীপ বা কাসপেট ব-দ্বীপ বলে।যেমন:-ইটালির টাইবার নদীর বদ্বীপ।
  • পাখির পা এর মত বদ্বীপ:- সমুদ্র তরঙ্গের তুলনায় নদীশক্তির পরিমাণ বেশি হলে পাখির পা এর মত বদ্বীপ সৃষ্টি হয়।

যেমন:-মিসিসিপি মিসৌরি।

নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকুল ভৌগোলিক অবস্থা:-

ক)নদীস্রোতের বেগ: নদীর স্রোতের বেগ কম থাকলে বদ্বীপ সৃষ্টি হবে।

খ)অগভীর সমুদ্র: মোহনার কাছে সমুদ্রের গভীরতা কম হলে,

গ)জোয়ারভাটা: সমুদ্রে জোয়ারভাটার প্রকোপ কম হলে।

ঘ)সমুদ্র জলের লবণতার আধিক‍্য: সমুদ্রের জলের লবণাক্তের আধিক‍্য থাকলে,

ঙ)অনান‍্য কারণ: নদীর স্রোত বিপরীত দিকে বাহিত হলে,উন্মুক্ত সমুদ্র অপেক্ষা আবদ্ধ সমুদ্রে,ঋতু অনুসারে নদীর জলপ্রবাহের হ্রাসবৃদ্ধি ঘটলে।

পলল রাশির পরিমাণের আধিক‍্য: পলল রাশির পরিমাণ বেশি হলে বদ্বীপ গঠন হবে।

See also  Kobita Osukhi Ekjon Solved Questions (কবিতা) অসুখী একজন Madhyamik WBBSE Bangla

গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশের(সুন্দরবন)ওপর পৃথিবীব‍্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব(Effect of Global Climatic Change Over the Active Delta Regions [Sundarban] of Ganga-padma-meghna):-

সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ।ভারতে সুন্দরবনের ম‍্যানগ্রোভ অরণ‍্য প্রায় 41% জুড়ে রয়েছে।

সমগ্র সুন্দরবন আজ বিপন্ন।

1)বিশ্ব উষ্ণায়নের ফলে  মেরু অঞ্চলের বদ্বীপ বরফ গলে উপকূলবর্তী অঞ্চলগুলিকে বিপন্ন করছে।

2)সুনামী আয়লার মত বিপর্যয় সুন্দরবনের ভবিষ‍্যৎকে অনিশ্চিত করছে।

3)আবহাওয়া মন্ডলের সর্বনাশা শক্তিগুলির বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুন্দরবনের জঙ্গল এবং পশুপাখি 

বিপন্ন।

4)বনভূমি ধ্বংসের ফলে বনজ সম্পদ ও নদী দূষণের ফলে মৎস সম্পদ হ্রাস পাচ্ছে।

5)দ্বীপের মাঝে বাদাবন ধ্বংস হওয়ায় ভারসাম‍্য নষ্ট হচ্ছে।

লোহাচড়া,নিউমুর এবং ঘোড়ামারা দ্বীপের বর্তমান পরিস্থিতি:-

লোহাচড়া:- এটি সুন্দরবনের কাছে অবস্থিত।এখানে প্রায় ছয় হাজার লোক বাস করে।1980 এবং2006 খ্রিস্টাব্দে এই দ্বিপটি নিমজ্জিত হয় এবং 2009 এ আবার জেগে ওঠে।

এখানে বদ্বীপ ক্ষয়,সাইক্লোন আরো নানা কারণে ম‍্যানগ্রোভ ধ্বংস হচ্ছে 

নিউমুর :- সুন্দরবন অঞ্চলের বিপন্ন বদ্বীপ ।বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে জলের তলায় তলিয়ে 

গেছে 

ঘোড়ামারা:-  এটি ভারতের অন্তভূক্ত একটি দ্বীপ ।বিশ্ব উষ্ণায়নের ফলে শীঘ্রই জলের তলায় চলে 

যাবে।

 হিমবাহের বিভিন্ন কার্য দ্বারা সৃষ্ট ভূমিরুপ(Works of Glacier and Resultant Landforms)

হিমবাহ:- পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পার্বত‍্য অঞ্চলের তুষার ক্ষেত্রে জমে থাকা বরফ ধীর গতিতে উপত্যকা বরাবর নেমে আসে একে হিমবাহ বলে।

হিমবাহের প্রকারভেদ:

হিমবাহ তিন প্রকার :মহাদেশীয় হিমবাহ:-অ্যান্টার্কটিকার ল‍্যাম্বার্ট

পর্বত পাদদেশীয়:-আমেরিকা যুক্তরাষ্ট্রের মালাসপিনা।

পার্বত্য হিমবাহ: আলাস্কার হুবার্ট।

হিমরেখাSnowline)(:-যে সীমারেখার উপরে অত্যধিক শীতলতার জন্য সারা বছর তুষার জমে থাকে এবং নীচে উত্তাপে তুষার গলে যায় তাকে হিমরেখা (Snowline) বলে ।


হিমশৈল(Iceberg):-

সমুদ্রের জলে ভাসমান বৃহদায়তন বরফের স্তূপকে  হিমশৈল বলে।বিশ্বের বৃহত্তম হিমশৈল(168মি) দেখা গেছে আটলান্টিক মহাসাগরে।

 

ক্রেভাস ও বার্গশ্রুন্ড:-

উত্তল ঢালযুক্ত পর্বতগাত্রের উপর দিয়ে প্রবাহিত হিমবাহের পৃষ্ঠদেশে পাশাপাশি একাধিক ছোটো 

ফাটলকে ক্রেভাস বলে। পর্বতের ঢাল বেয়ে হিমবাহ প্রবাহের সময় হিমবাহ ও পর্বতগাত্রের মধ‍্যে যে ফাটলের সৃষ্টি হয় তাকে বার্গশ্রুন্ড বলে।

পর্বতারোহনে সমস‍্যা:- ক্রেভাস ও বার্গশ্রুন্ড পর্বতারোহীদের ক্ষেত্রে সমস‍্যা সৃষ্টি করে।ক্রেভাস ও বার্গশ্রুন্ডের ফাটলের মুখগুলি রাত্রে তুষারপাতের ফলে বন্ধ হয়ে lযায়,গর্তগুলি চিহ্নিত করতে না পারায় গর্তে নিমজ্জিত হয়ে প্রাণ হারায়।

হিমবাহের ক্ষয়কাজ(Erosion of Glacier):

হিমবাহের ক্ষয় দু ভাবে হয় অবঘর্ষ প্রক্রিয়ায় ও উৎপাটন প্রক্রিয়ায়। দুটিপদ্ধতিতে হিমবাহ ক্ষয় হয়।

a)অবঘর্ষ: হিমবাহের প্রবাহে তলদেশ পার্শ্ব দেশ প্রবল ঘর্ষণের দ্বারা যে কয় হয় তাকে অবঘর্ষ 

বলে।

b)উৎপাটন: শিলাস্তরের ফাটলে বরফ গলন ও সঞ্চয়ের ফলে ফাটল আরো বৃদ্ধি পায় এবং 

হিমবাহের দ্বারা পরিবাহিত হয় এটাই উৎপাটন।

হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ:- সার্ক বা করি(saarc or Corrie):- হিমবাহের ক্ষয় কার্যের ফলে যে অবতল আকৃতির উপত্যকা সৃষ্টি হয় তা দেখতে অনেকটা  আরামকেদারার মত হয় একে ফারসি ভাষায় সার্ক এবং ইংরেজি ভাষায়  করি বলে।

অ্যারেট(Arete):পাশাপাশি প্রবাহিত দুটো হিমবাহের মধ্যে সংকীর্ণ ছুরির ফলার মতো তীক্ষ্ণ উচ্চভূমি থাকে একে  অ্যারেট বলে।

 

পিরামিড চূড়া(Pyramidal Peak):-

একটি পর্বতের বিভিন্ন দিকে কয়েকটি হিমবাহ বা সার্কের  সৃষ্টি হলে পর্বতশীর্ষটি  পিরামিডের মতো খাড়া ও তীক্ষ্ন অংশে পরিণত হয় একে পিরামিড চূড়া বলে ।

কর্তিত শৈলশিরা(truncated Spurs):-

পার্বত্য অঞ্চলে হিমবাহ তার প্রবাহপথে অবরোধকারী পর্বতের অবক্ষিপ্তাংশগুলির অগ্রভাগ কেটে  অগ্রসর হয় । একে কর্তিত শৈলশিরা  (Truncated Spur) বলে ।

U আকৃতির উপত‍্যকা বা হিমদ্রোণী(U-Shaped Valley of Glacier straight):-

হিমবাহের ক্ষয়কার্যের ফলে অত্যন্ত প্রশস্ত মোটামুটি মসৃণ খাড়া ঢাল এর পার্শ্বদেশ বিশিষ্ট যে হিমবাহ উপত্যকা সৃষ্টি হয় তাকে হিমদ্রোণী বলে।এটা দেখতে U আকৃতির মত হয়‌।

ঝুলন্ত উপত‍্যকা(Hanging Valley):- প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় ও গভীর হয় । তাই ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে । তখন একে ঝুলন্ত উপত্যকা (Hanging Valley) বলা হয় । যেমন:- বদ্রীনাথের ঋষিগঙ্গা।

রসে মোতানে(Roches Mountaonnes):-

হিমবাহ প্রবাহ পথে কোনো উঁচু ঢিবি বা টিলা থাকলে টিলার প্রতিবাত অংশ  অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ হয় এবং  অনুবাত অংশ উৎপাটন প্রক্রিয়ায় অসমতল , এবড়োখেবড়ো ও ফাটল যুক্ত হয় । এরূপ ভূমিরূপ হল রসে মতানে ।

যেমন:-কাশ্মীর ঝিলাম নদীর উপত‍্যকা লিডার উপত‍্যকাতে দেখা যায়।

ক্র‍্যাগ ও টেল(,Crag and tall):-

হিমবাহের গতিপথে কঠিন শিলাস্তরের পিছনে নরম শিলাস্তর থাকলে, অনেক সময় কঠিন শিলাস্তরটি ক্ষয়ের প্রভাব থেকে রক্ষা করে । এর ফলে কঠিন শিলাস্তুপটি উঁচু ঢিবির মত আর পেছনের নরম শিলা সরু লেজের মত বিরাজ করে ।একে ক্র‍্যাগ ও টেল বলে।

ফিয়র্ড(Fiord):-

ফিয়র্ড হল হিমবাহ কতৃত উপত‍্যাকা যা সমুদ্রের জলদ্বারা প্লাবিত হয় পরে বরফমুক্ত হলে এটি সমুদ্রের জলে ডুবে যায় । জলমগ্ন এরকম উপত্যকাকে ফিয়র্ড (Fiord) বলে । যেমন:-

নরওয়ের সোজনে ফিয়র্ড।

হিমবাহের সঞ্চয়কাজ(Disposition of Glacier) 

হিমবাহের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হল:-

■দুটিপদ্ধতিতে হিমবাহ ক্ষয় হয়।

a)অবঘর্ষ: হিমবাহের প্রবাহে তলদেশ পার্শ্ব দেশ প্রবল ঘর্ষণের দ্বারা যে কয় হয় তাকে অবঘর্ষ 

বলে।

b)উৎপাটন: শিলাস্তরের ফাটলে বরফ গলন ও সঞ্চয়ের ফলে ফাটল আরো বৃদ্ধি পায় এবং 

হিমবাহের দ্বারা পরিবাহিত হয় এটাই উৎপাটন।

গ্রাবরেখা : হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপ হল গ্রাবরেখা।নুড়ি পাথর শিলাখন্ড হিমবাহ দ্বারা বাহিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে গ্রাবরেখা বলে।গ্রাবরেখাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। 

প্রান্ত গ্রাবরেখা, পার্শ্ব গ্রাবরেখা,মধ‍্য গ্রাবরেখা,হিমাবদ্ধ রেখা, হিমাতল রেখা,ভূমি গ্রাবরেখা।

1)পার্শ্ব গ্রাবরেখা: আবহবিকারজাত পদার্থ, তুষারজাত পদার্থ প্রভৃতি হিমবাহের দু পাশে সঞ্চিত হয়ে এই গ্রাবরেখার সৃষ্টি হয়।

2)প্রান্ত গ্রাবরেখা: হিমবাহের সামনের রেখা প্রিন্ত গ্রাবরেখা।

3)মধ‍্য গ্রাবরেখা:- দুটি গ্রাবরেখায়েক হয়ে এই গ্রাবরেখার সৃষ্টি হয়।


হিমবাহ ও জলধারার মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপ:-

হিমরেখার নীচে হিমবাহ গলে ছোটো অসংখ‍্য অস্থায়ী জলধারার সৃষ্টি হয়।এই জলধারা সঞ্চিত 

পদার্থকে বহুদূর বহন করে দূরবর্তী স্থানে সঞ্চিত করে একে হিমবাহ জলধারার সম্মিলিত সঞ্চয় বলে।

★বহিঃধৌত সমভূমি:-হিমবাহ বাহিত নুড়ি,কাদা,পাথর একত্রে সঞ্চিত হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বহিঃধৌত সমভূমি বলে।

★ড্রামলিন:-হিমবাহ বাহিত নুড়ি,পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানো চামচ বা নৌকার আকারের 

ভূমিরূপ সৃষ্টি করে একে ড্রামলিন বলে।

কেম:-নদী দ্বারা হিমবাহ পদার্থের পাদদেশে সঞ্চিত পিন্ডা কৃতি ঢিবিকে কেম বলে।

কেটল:-নিশ্চল হিমরাশি গলে গলে যেখানে গর্তের সৃষ্টি হয় সেটাই কেটল।

এসকার:-  হিমবাহের তলদেশে যে সুড়ঙ্গ আছে,এই সুড়ঙ্গের মধ‍্যে নুড়ি,বালি,কাদা ,শিলাখন্ড 

প্রভৃতি জমে যে শৈলশিরা গঠিত হয় তা হল এসকার ।

মরু অঞ্চল ও উপকূল অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান‍্যের কারণ:-

1)বায়ুর প্রবাহপথে প্রতিবন্ধকতার অভাব:- মরু অঞ্চলে গাছপালা না থাকায় বায়ুর প্রবাহপথে 

কোনো বাধা পায় না।তাই এখানে বায়ু প্রবলবেগে বাহিত হয়।

2)উন্মুক্ত উপকূল:- উপকূল উন্মুক্ত তাই বায়ু প্রবলবেগে প্রবাহিত হয়।

3)উদ্ভিদের অভাব:- এই অঞ্চলে গাছপালা না জন্মানোর কারণে বায়ু ক্ষয়কাজ করতে পারে না।

4)দিন ও রাত্রির উষ্ণতার প্রসর: এখানে উষ্ণতা বেশি থাকায় এখানকার ভূপৃষ্ঠ বালুকাময়।

5)ঘর্ষণ প্রক্রিয়া: বায়ুপ্রবাহের সময় বালুকারাশি ভূপৃষ্ঠে ঘর্ষণ করে ভূমিরূপ গঠন করে।

বায়ুর ক্ষয়কাজ: বায়ু তিনভাবে কাজ করে।

১)উৎসঞ্জন বা অবনমন: প্রবল বেগে বায়ুপ্রবাহের সময় মরু অঞ্চলে বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি 

করে এটাই উৎসঞ্জন বা অবনমন।

২)অবঘর্ষ:- বায়ুর সঙ্গে বাহিত কণার ঘর্ষণে মরু অঞ্চলের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এটাই অবঘর্ষ।

৩)ঘর্ষণ:- বায়ুর সঙ্গে আসা নুড়ি, পাথর পারস্পারিক ঘর্ষণের দ্বারা ক্ষয় হয় এটা হল ঘর্ষণ।

বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ:-

ধান্দ বা অপসারণ গর্ত:-

বায়ুর কোনো স্থান থেকে প্রচুর  বালুকণা অন্যত্র চলে গেলে অবনত স্থান সৃষ্টি হয় । কালক্রমে এটি 

গভীর হতে হতে গর্তের রূপ নিলে তাকে অপসারণজনিত গর্ত বা ধান্দ বলে।


গৌর:-

মরু অঞ্চলের নিম্নাংশে অধিক পরিমাণ ক্ষয়ের ফলে মরু অঞ্চলের মাঝে মাঝে ব‍্যাঙের ছাতার মত ওপরের অংশ প্রশশ্ত ও সরু যে পাথরের অবশিষ্টাংশ দেখা যায় তাকে গৌর বলে।

যেমন:-সাহারা মরুভুমিতে দেখা যায়।


জুগ‍্যান:-কঠিন ও কোমল শিলা সমান্তরালভাবে অবস্থান করলে ক্ষয়ের ফলে কঠিন শিলায় চ‍্যাপটা ও মাথা বিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয় একে জুগ‍্যান বলে।

যেমন:-কালাহারি মরুভূমিতে দেখা যায়।


ইয়ার্দাং:-

কঠিন ও কোমলশিলা পাশাপাশি উলম্বভাবে অবস্থান করলে কঠিন শিলায় প্রাচির এবং কোমল শিলায় খাত সৃষ্টি হয় একে বলে ইয়ার্দাং।

যেমন:-চইলির আটকামা তে দেখা যায়।

ইনসেলবার্জ:- শুষ্ক মরু অঞ্চলে ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত মসৃণ গাত্র ও অবতল ঢালবিশিষ্ট অনুচ্চ ভূমি অনুচ্চ ভূমি অবস্থান করে একে বলে ইনসেলবার্জ।

যেমন:-কালাহারি মরুভূমিতে দেখা যায়।

বায়ুর সঞ্চয় কাজ: বায়ু তিনটি প্রক্রিয়ায় কাজ করে।

১)অধঃপাতন:- বায়ুর গতিবেগ হঠাৎ হ্রাস হলে বালি অবক্ষেপিত হয় এটাই হল অধঃপাতন প্রকিয়া।

২)উপলেপন:- লম্ফদান ও গড়ানো প্রক্রিয়ায় বালিরাশি কোনো বাধার সম্মুখীন না হয়ে জমা হয় 

এটাই হল উপলেপন প্রক্রিয়া।

৩)অধিগ্রহণ প্রক্রিয়া:- বায়ুপ্রবাহের সময় ভূপৃষ্ঠে যখন বালুকণা আটকে গিয়ে সঞ্চিত হয়ে যায় সেই প্রক্রিয়া হল অধিগ্রহণ প্রক্রিয়া।

বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ 

বালিয়ারি: সঞ্চয়কার্যের ফলে প্রধান ভূমিরূপ হল বালিয়ারি।

বালিয়ারি কে বিভিন্ন ভাগে ভাগ করা হয়:

১)বার্খান:- বায়ুর গতিপথে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি বালিয়ারি বার্খান।


২)সিফ্ বালিয়ারি:- বার্খান থেকে সিফ্ বালিয়ারি এর সৃষ্টি হয়।এই বালিয়ারির শীর্ষ করাতের মত হয়।

লোয়েস সমভূমি: বায়ুবাহিত বালির কণা,মৃত্তিকার কণা জমে যে সমভূমির সৃষ্টি হয় সেটা হল 

লোয়েস সমভূমি।

বায়ুর জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ:-

১)ওয়াদি: মরু অঞ্চলের শুষ্ক খাতকে ওয়াদি বলে‌।

২)পেডিমেন্ট:- বায়ুর ক্ষয়কাজ ও জলধারার সমন্বয়ে পার্বত‍্য অঞ্চলের পাদদেশে যে সমতলভূমি 

গঠিত হয় সেট হল পেডিমেন্ট।

৩)বাজাদা:- পর্বতের পলল শাখা গুলো বিস্তার লাভ করে পরস্পর সংযুকৃত হয়ে প্লায়া হ্রদ ও 

উচ্ছভূমির মাঝে যে ভূমি গঠিত হয় সেটা বাজাদা।

৪)প্লায়া:- মরু অঞ্চলের মধ‍্য দিয়ে একাধিক জলধারা ভূমিতে এসে সঞ্চিত হয় এবং সেখানে হ্রদের সৃষ্টি হয় সেটা হল প্লায়া।

মরু অঞ্চলের সম্প্রসারণের কারণ:

1)প্রাকৃতিক কারণ:- 

ক) আবহাওয়ার পরিবর্তন:- গ্রিনহাউস এফেক্ট, বালি, ধূলিঝড় ,কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 

বৃদ্ধি ইত‍্যাদির কারণে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মরু অঞ্চল সম্প্রসারণ হচ্ছে।

খ)বায়ুর কার্য:- বালির অবক্ষেপণের ফলে মরুভূমির প্রসার ঘটে।

গ) খরাপ্রবণতা:- খরার ফলে মাটি শুষ্ক হয়ে ফেটে যায়। এবং মরু অঞ্চলে পরিণত হয়।

2) মনুষ‍্যসৃষ্ট কারণ:-

ক)বনভূমি ধ্বংস:- অতিরিক্ত পশুচারণ, নগরায়ণ ,শিল্পায়নের জন‍্য বনভূমি ধ্বংস হচ্ছে ফলে অঞ্চল বৃষ্টি শূন‍্য  হয়ে মরু অঞ্চলে পরিণত হচ্ছে।

খ)অতিরিক্ত পশুচারণ:- অত‍্যাধিক পশুচারণের জন‍্য ওই অঞ্চল উদ্ভিদ শূন‍্য হয়ে গিয়ে মরু 

অঞ্চলে পরিণত হচ্ছে।

গ) লবণাক্ত করণ:- মাটির মধ‍্যে লবণ অক্সাইড, ম‍্যাগনেশিয়াম প্রভৃতির জনৃ মাটি শুষ্ক হয়ে গিয়ে 

মরু অঞ্চলে পরিণত হয়।

ঘ) অবৈজ্ঞানিক উপায়ে জলসেচ:-  অবৈজ্ঞানিক উপায়ে জলসেচের ফলে মাটি অনুর্বর হয় এবং 

তা মরু অঞ্চলে পরিণত হয়।

মরু অঞ্চলের প্রতিরোধের উপায়:

১) উডলট বৃক্ষরোপণ।

২) ভূপৃষ্ঠস্থ জলের বিজ্ঞানসম্মত পরিচর্যা ও ব‍্যবহার।

৩) তৃণভূমির উন্নতি ঘটানো।

৪) 11 টি দেশের ওপর দিয়ে 15  কিমি চওড়া এবং 8000 কিমি লম্বা গাছ লাগানো হচ্ছে।

৫) shelter belt এবং wind break নির্মাণ করে জলবায়ুর উন্নতি ঘটানো হচ্ছে।

৬) বালিয়াড়ির পৃষ্ঠদেশে ছোটো ছোটো এলাকায় জঙ্গল সৃষ্টি করা হচ্ছে।অল্প সময়ে সবুজায়ন করা হচ্ছে।

৭) সাহারায় বৃহত্তম পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে।এখান থেকে জল নিয়ে কৃষিক্ষেত্র তৈরি হচ্ছে।

৮) মিশরের তোশকা প্রকল্পের মাধ‍্যমে জমিকে মরুভূমি থেকে উদ্ধার করে কৃষিক্ষেত্রে পরিণত করা হচ্ছে।

৯) মরুভূমি অঞ্চলেল মৃত্তিকার উর্বতা বৃদ্ধির জন‍্য বিভিন্ন প্রযুক্তির ব‍্যবহার হচ্ছে।

১০) থর মরুভূমিতে বাবলা জাতীয় গাছ লাগিয়ে  বালিয়াড়ির চলনকে আয়ত্তে আনা হচ্ছে।

MCQ SHort Questions (1 Marks)

1.প্রায় কত শতাংশ অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে নদী ভূমিকা নেয় ?
A.৫০ ভাগ
B.৩০ ভাগ
C.১০ ভাগ
D.৭০ ভাগ
ANS D.৭০ ভাগ

2.নদীর প্রবাহ পরিমাপ করা হয় কোন এককে ?
A. কিউসেক
B. মিলিবার
C.কিলােমিটার-এ
D.নটু
ANS A. কিউসেক

3. উচ্চগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি কোন্ অক্ষর মতাে ?
A.Z
B.W
C.U
D.V-এর মতাে
ANS D.V-এর মতাে

4.নদী যে দীর্ঘ সংকীর্ণ খাতের মধ্য দিয়ে বয়ে চলে, তাকে বলে ?
A.দোয়াব
B.জলবিভাজিকা
C.নদীখাত
D.অববাহিকা
ANS C.নদীখাত

6. ভারতের একটি নিত্যবহ নদী হল ?
A.গঙ্গা
B.অজয়
C.তাপ্তি
D.দামােদর
ANS A.গঙ্গা

7.সঞ্য়কার্য সর্বাধিক পরিমাণে হয় নদীর কোন্ গতিতে ?
A.মধ্যগতিতে
B.নিম্নগতিতে
C.উচ্চ ও মধ্যগতিতে
D.উচ্চগতিতে
ANS B.নিম্নগতিতে

8.দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে বলে ?
A.দোয়াব
B.জলবিভাজিকা
C.বদ্বীপ
D.অববাহিকা
ANS A.দোয়াব

9.যে উচ্চভূমি দুটি নদীর অববাহিকাকে পৃথক করে, তার বলে ?
A.উপত্যকা
B.ঘে বদ্বীপ
C.অ জলবিভাজিন্স
D.দোয়াব
ANS C.অ জলবিভাজিন্স

10.নদী তার শাখা ও উপনদী-সহ যে অঞ্চলের ওপর দিয়ে প্রবহমান হয় তাকে বলে নদীর ?
A.বদ্বীপ
B.নদী প্রবাহপথ
C.অববাহিকা
D,দোয়াব
ANS C.অববাহিকা

11.মূল নদী থেকে যে অংশ নির্গত হয়, তাকে বলে ?
A.যুগ্ম নদী
B.শাখানদী
C.প্রধান নদী
D.উপনদী
ANS B.শাখানদী

12.পার্শ্ববর্তী অঞ্চলের নদী যখন প্রধান নদীতে এসে মেশে তাকে বলে ?
A.অন্তর্বাহিনী নদী
B.উপনদী
C.শাখানদী
D.যুগ্মনদী
ANS B. উপনদী

13.আদর্শ নদীর কয়টি গতি থাকে ?
A. ৪টি
B.৫টি
C. তটি
D.২টি
ANS C. তটি

14.নিম্নলিখিত কোন্ নদীটি সবচেয়ে বেশি জলবহন করে ?
A. রাইন
B.কলােরাডাে
C.নীলনদ
D.আমাজন
ANS C.নীলনদ

15.এদের মধ্যে কোনটি আদর্শ নদী?
A. নর্মদা
B. গঙ্গা
C. কাবেরী
D.তাপতি
ANS B. গঙ্গা

16. কোনটি প্রস্রবণ থেকে উৎপন্ন নদী ?
A.ব্রম্মপুত্র
B.বিতস্তা
C.দামােদর নদী
D. সিন্ধু
ANS B.বিতস্তা

17.নদীর বহনকার্যের উল্লেখযােগ্য প্রক্রিয়া কোনটি ?
A.ঘর্ষণ
B.লম্ফোদান
C. উৎপাটন
D.অবঘর্ষ
ANS B.লম্ফোদান

18. নদীর ক্ষয়কার্যের উল্লেখযােগ্য প্রক্রিয়া কোনটি ?
A. লম্ফোদান
B.উৎপাটন।
C.আকর্ষণ
D.অবঘর্ষ
ANS D.অবঘর্ষ

19. নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা কতগুন বাড়ে ?
A.৪
B.১৬
C. ৮
D.৬৪
ANS D.৬৪

20.যে স্থানে নদী পরস্পর মিলিত হয় তা হল ?
A.নদীমােহানা
B.নদীদোয়াব।
C.নদীসংগম
D.নদীদ্বীপ
ANS C.নদীসংগম

21.পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোন্ নদীতে দেখা যায় ?

A. নীলনদ
B.গঙ্গা-ব্রম্মপুত্র
C. আমাজন
D.মিসিসিপি-মিসৌরি
ANS B.গঙ্গা-ব্রম্মপুত্র
22.পৃথিবীর বৃহত্তম নদী গিরিখাত দেখা যায় কোন নদীতে ?

A.সিন্ধু
B.কলােরাডাে
C.ইয়াংসি
D.সেন্ট লরেন্স
ANS C.ইয়াংসি
23.পৃথিবীর গভীরতম গিরিখাত আল ক্যানন দ্যা কলকা অবস্থিত কোন্ মহাদেশে ?

A. উত্তর আমেরিকা
B.আফ্রিকা
C.দক্ষিণ আমেরিকা
D.এশিয়া মহাদেশে
ANS C.দক্ষিণ আমেরিকা
24.গেরসােপ্পা জলপ্রপাত কোন নদী অবস্থিত ?
A.কৃষ্ণা
B.সারাবতী
C. গােদাবরী
D.নর্মদা
ANS B.সারাবতী

25. নদী তার গতিপথে সিঁড়ির মতাে ধাপে ধাপে নীচ এলে, তাকে বলে ?

See also  BONGANUBAAD Bangla Subject WBBSE Madhyamik Class 10

A. র্যাপিড
B.ক্যাটারাক্ট
C.খরস্রেত
D.কাসকেড়
ANS D.কাসকেড়

26. পলল ব্যজনী গড়ে ওঠে ?
A.পার্বত্য উচ্চভূমিতে
B.সমভূমিতে
C.পর্বত পাদদেশে
D. বদ্বীপ অঞ্চলে
ANS C.পর্বত পাদদেশে

27.মাজুলি দ্বীপ গড়ে উঠেছে কোন্ নদীতে ?
A.গঙ্গ।
B.মহানদী
C.গােদাবরী
D.ব্রহ্মপুত্রে
ANS D.ব্রহ্মপুত্রে

28.নদীর মধ্যগতিতে প্রধান কাজ হল ?
A.ক্ষয়
B.বহন
C.ক্ষয় ও বহন
D.বহন ও সঞ্চয়
ANS -A. ক্ষয়

29.মধ্যগতিতে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি ?
0
U
V
W
ANS -U

30.ডেল্টা অক্ষরটি ?
ইংরেজি
গ্রিক
সংকৃত বর্ণমালার
বাংলা
ANS- গ্রিক

31.প্লাবনভূমির সন্নিহিত ভূমিরূপ ?
পলল ব্যজনী
স্বাভাবিক বাঁধ
খরস্রোতা
নদীচর
ANS – স্বাভাবিক বাঁধ
32.পলল ব্যজনীর আকার হয় ?
বৃত্তাকার
গােলাকার
চৌকাকার
ত্রিকোণাকার
ANS- ত্রিকোণাকার

33. পাখির পায়ের পাতার মতাে দেখতে বদ্বীপ হল ?
মিসিসিপি
গঙ্গা
নীলনদ
রাইন নদীর বদ্বীপ
ANS- মিসিসিপি

34.করাতের দাঁতের মতা দেখতে বদ্বীপ হল ?
গঙ্গা
টাইবার
মিসিসিপি
রাইন নদীর বদ্বীপ
ANS- টাইবার

35.বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হল ?
ক্ষয়
ক্ষয় ও বহন
বহন
সঞ্চয়
ANS – সঞ্চয়

36.কোনটি পার্বত্য অঞ্চলের নদীর বৈশিষ্ট্য ?
খরস্রোতা নদী
মন্থর গতির নদী
U-আকৃতির উপত্যকা বিশিষ্ট নদী
স্রোতহীন নদী
ANS- খরস্রোতা নদী

37.সুন্দরবন অঞ্চলের বদ্বীপগুলি প্রধানত কোন্ ধরনের বদ্বীপ ?
মৃতপ্রায়
সক্রিয়
পরিণত
আংশিক সক্রিয়
ANS- সক্রিয়

38.সুন্দরবনের নিউমুর হল ?
নদীদ্বীপ
ব্যজনী
নদীগঠিত দ্বীপ
বালিয়াড়ি
ANS- নদীগঠিত দ্বীপ

39.অশ্বক্ষুরাকৃতি হ্রদ সৃষ্টি হয় নদীর কোন্ কার্যের ফলে ?
ক্ষয়
ক্ষয় ও বহন
বহন ও সঞ্চয়।
ক্ষয়, বহন, সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে
ANS – ক্ষয়, বহন, সঞ্চয় প্রক্রিয়ার মিলিত কার্যে

40. নদীর জলস্রোত পরিমাপক যন্ত্রের নাম ?
ব্যারােমিটার
হাইগ্রোমিটার
অ্যানিমােমিটার
কারেন্টমিটার
ANS-কারেন্টমিটার

41.নদীর তলদেশের সাথে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলে ?

দ্রবৃগক্ষয়
অবঘর্ষ ক্ষয়
বুদ্ বুদ্ ক্ষয়
জলপ্রবাহ ক্ষয়
ANS- অবঘর্ষ ক্ষয়

অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কেটল হ্রদের মধ্যে মধ্যে যে পলিস্তর সঞ্চিত হয় তাকে কি বলে ?
Ans. ভার্ব

মরুভূমি অঞ্চলে সৃষ্ট লবণাক্ত হ্রদকে কি বলা হয় ?
Ans. প্লায়া

বদ্বীপ প্লাবনভূমি কোন প্রক্রিয়া দ্বারা সৃষ্টি হয় ?
Ans. আরোহন প্রক্রিয়ার দ্বারা

নদীবাহিত শিলাখণ্ড দ্বারা নদী খাতের যে ক্ষয় হয় তাকে কি বলে ?
Ans. অবঘর্ষ ক্ষয়

বায়ুর সাহায্যে শুষ্ক বালিকণা অনেকদূর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে কি বলে ?
Ans. লোয়েস

প্রবাহমান বায়ুর গতিপথ এর সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে কি বলা হয় ?
Ans. অনুদৈর্ঘ্য বালিয়াড়ি

হিমবাহের সম্মুখ অংশের প্রাচীরের মত যে শিলাস্তুপ সঞ্চিত হয় তাকে কি বলে ?
Ans. প্রান্ত গ্রাবরেখা

কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস হয়ে থাকে ?
Ans. অবরোহন প্রক্রিয়ার মাধ্যমে

যখন কোন ছোট নদী, মূল নদী বা প্রধান নদীর সঙ্গে মিলিত হয় তখন তাকে কি বলে ?
Ans. উপনদী

যেসব নদীগুলি প্রধান নদী থেকে বেরিয়ে এসে অন্য নদী বা সাগরে গিয়ে পড়ে তাদের কি বলে ?
Ans. শাখা নদী

সমপ্রায় ভূমিতে কঠিন শিলা দ্বারা গঠিত অবশিষ্ট পাহাড় গুলি কি নামে পরিচিত ?
Ans. মোনাডনক

কোন নদীর জল দ্বিগুণ হলে তার বহন ক্ষমতার দ্বিগুণ বাড়ে, কিন্তু ওই নদীর গতি বেগ দ্বিগুণ হলে বহন ক্ষমতা 64 বা 26গুন বেড়ে যায় | একে কি বলে ?
Ans. নদীর ষষ্ঠ ঘাতের সূত্র

বন্যার ফলে নদীর উভয় তীরে বালি, পলি, কাদা, সূক্ষ্ম সূক্ষ্ম নুড়ি জমা হয়েছে নতুন ভূমির সৃষ্টি করে তাকে কি বলে ?
Ans. প্লাবনভূমি

সমুদ্রের জলে বিশালাকৃতির ভাসমান বরফের চাঁই কে কি বলে ?
Ans. হিমশৈল

যদি নদীর মোহনা খুব প্রশস্ত হয় তাকে কি বলে ?
Ans. খাড়ি

বিভিন্ন প্রকার প্রাকৃতিক শক্তি দ্বারা মালভূমি, পর্বত, পাহাড় প্রভৃতি ক্ষয় হয়ে সমভূমি তে পরিণত হয় | এই প্রকার ভূমিকে কি বলে ?
Ans. সমপ্রায় ভূমি

উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ প্রবাহিত হওয়ার সাথে সাথে শিলা চূর্ণ, পাথর, বালি, নুরি প্রভৃতি স্তূপাকারে জমা হয় নিচের দিকে এগিয়ে আসে | এই শিলাস্তুপকে কি বলে ?
Ans. গ্রাবরেখা বা মোরেন

পর্বতের পাদদেশে বালি, নুড়ি, প্রস্তর খন্ড প্রভৃতি সঞ্চিত হয় এবং ওল্টানো চামচের মতো আকৃতি বিশিষ্ট যে টিলা সৃষ্টি করে তাকে কি বলে ?
Ans. ড্রামলিন

হিমবাহ বাহিত বালি, নুড়ি, কাদা প্রভৃতি জমা হয় যে ত্রিকোণাকার দ্বীপের অনুরূপ ভূমি গঠন করে | তাকে কি বলে ?
Ans. কেম

পৃথিবীর কোথায় লোয়েস সমভূমি লক্ষ্য করা যায় ?
Ans. হোয়াংহো নদীর অববাহিকা

মরু অঞ্চলে বায়ু প্রবাহের গতিপথের সঙ্গে আড়াআড়ি বা তীর্যকভাবে অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি গড়ে ওঠে, তাকে কি বলে ?
Ans. বার্খান

মরু অঞ্চলের বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট ঢাল বিশিষ্ট মৃদু প্রস্তরময় ভূমিরূপ কে কি বলে ?
Ans. পেডিমেন্ট

মরুভূমি অঞ্চলে সাময়িক বৃষ্টিপাতের দ্বার যে নদী খাতের সৃষ্টি হয়, তাকে কি বলে ?
Ans. ওয়াদি

অতি সূক্ষ্ম মাটির কণা , বালুকণা বায়ুর দ্বারা প্রবাহিত হয় এবং কোনো নিচু স্থানে জমা হয়ে যে সমভূমির সৃষ্টি করে, তাকে কি বলে ?
Ans. লোয়েস সমভূমি

নদীর কোন প্রবাহে জলপ্রপাত সৃষ্টি হয় ?
Ans. পার্বত্য প্রবাহে

গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ কতদূর পর্যন্ত বিস্তৃত আছে ?
Ans. গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত |

নদীর কোন অংশে সঞ্চয় কার্য সবথেকে বেশি হয় ?
Ans. নিম্নগতিতে

বায়ু কয়টি পদ্ধতিতে কার্য করে ?
Ans. তিনটি পদ্ধতি | যথা – ক্ষয় সাধন, অপসারণ, সঞ্চয় |

নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল প্রবাহিত হয়, তাকে কি বলে ?
Ans. কিউসেক

নদীতে প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল প্রবাহিত হয়, তাকে কি বলে ?
Ans. কিউমেক

পাখির পায়ের মতো ব-দ্বীপ কোথায় লক্ষ্য করা যায় ?
Ans. কৃষ্ণা, মিসিসিপি- মিসৌরি বদ্বীপ |

পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি ?
Ans. ল্যাম্বার্ট

পৃথিবীর বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহের নাম কি ?
Ans. আলাস্কার হাবার্ড

ভারতের দীর্ঘতম উপত্যকা বা পার্বত্য হিমবাহের নাম কি ?
Ans. কারাকোরাম পর্বতের সিয়াচেন

পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি ?
Ans. আলাস্কার ম্যালাসপিনা

রাজস্থানের থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি কে কি বলা হয় ?
Ans. ধ্রিয়ান

যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় তাকে কি বলে?
Ans. হিমরেখা

নদীর পুনর্যৌবন লাভ এর ফলে অনেক সময় নদীর দৈর্ঘ্য বরাবর ঢালের পরিবর্তন হয় | এর ফলে একটি খাঁজের সৃষ্টি হয়, একে কি বলে ?
Ans. নিক পয়েন্ট

যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রধান নদী এবং তার উপনদী ও শাখা নদী প্রবাহিত হয় সেই অঞ্চল কে কি বলা হয় ?
Ans. নদী অববাহিকা

নদীবাহিত নুড়ি, পাথরের খন্ড, বোল্ডার প্রভৃতি এর আঘাত পেয়ে নদীর তলদেশে যে ক্ষয় হয়, তাকে কি বলে ?
Ans. অবঘর্ষ ক্ষয়

জলপ্রপাতের প্রবল জলরাশি আছড়ে পড়লে, তাকে কি বলে ?
Ans. ক্যাটারাক্ট

জলপ্রপাতের নিচে সৃষ্ট গর্তর মতো নিচু জায়গা কে কি বলা হয় ?
Ans. প্রপাতকূপ বা প্লাঞ্চপুল

অনেকগুলো পলল শঙ্কু একসঙ্গে অবস্থান করলে হাতপাখার মত মনে হয় একে কি বলে ?
Ans. পলল ব্যজনী

হিমবাহের উপরের পৃষ্ঠে দারণের মধ্যে সৃষ্ট ফাটল গুলি কে কি বলে ?
Ans. ক্রেভাস

জলপ্রপাত সিঁড়ির মতো ধাপ যুক্ত হলে তাকে কি বলে ?
Ans. ক্যাসকেড
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কত সালে ঘোষণা করা হয় ?
Ans. ১৯৮৯ সালে

কোন ভূমিরূপ কে ‘ডিম ভর্তি ঝুড়ি’ বলা হয় ?
Ans. ড্রামলিনকে

হিমবাহের সঞ্চয় কার্যের ফলে আঁকাবাঁকা শৈল শিলার মধ্যে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কি বলে?
Ans. এস্কার

পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের উৎস কোনটি ?
Ans. হিমবাহ

মরু অঞ্চলে অবস্থিত শুষ্ক নদীখাত কে কি বলা হয় ?
Ans. ওয়াদি

কোন ভূমিরূপ মাশরুম রকস নামে পরিচিত ?
Ans. গৌর

কোন নদীর ওপর ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে ?
Ans. জাম্বেসি

Land of Fiord’s বা ফিয়র্ড এর দেশ কাকে বলা হয় ?
Ans. নরওয়েকে

পৃথিবীর দীর্ঘতম নদ / নদীর নাম কি ?
Ans. নীলনদ

 

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Short Answers & Questions (3-4 Marks)

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য গুলি লেখ |
Ans. বহির্জাতপ্রক্রিয়ার বৈশিষ্ট্য গুলি হল –
i) এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর কাজ করে |
ii) এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর অনুভূমিকভাবে কাজ করে |
iii) এই প্রক্রিয়ার প্রধান উৎস হল নদী, হিমবাহ, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি |
iv) এই প্রক্রিয়ায় ভূমিরূপের থানে সঞ্চয় এবং উঁচু স্থানে ক্ষয় কার্য হয় |

পর্যায়ন কাকে বলে ?
Ans. বিভিন্ন প্রাকৃতিক শক্তি যথা- হিমবাহ, বায়ু ,নদী, সমুদ্রতরঙ্গ প্রভৃতির শক্তির দ্বারা ক্ষয়, পরিবহন, সঞ্চয়কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের যে সামঞ্জস্য বজায় রাখে তাকে পর্যায়ন বলা হয় |

আবহবিকার বলতে কী বোঝায় ?
Ans. আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা- আদ্রতা, বৃষ্টিপাত, উষ্ণতা প্রভৃতির দ্বারা ভূপৃষ্ঠের উপর অবস্থিত শিলার ক্ষয়কে বলা হয় আবহবিকার | শীলাকে চূর্ণ-বিচূর্ণ করে বলে একে বিচূর্ণীভবন ও বলা হয় |

ক্ষয়ীভবন কাকে বলে ?
Ans. বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা উৎপত্তিস্থল থেকে অন্যত্র ক্ষয়িত পদার্থ পরিবাহিত হয় ফলে ভূপৃষ্ঠের উচ্চতা কমে এবং ক্ষয়ের শেষ সিমায় এসে উপনীত হয় | তাকে ক্ষয়ীভবন বলে |

নগ্নীভবন কাকে বলে ?
Ans. বহির্জাত প্রক্রিয়া পুঞ্জিত ক্ষয়, আবহবিকার ও ক্ষয়ীভবন পদ্ধতির যৌথ প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ-বিচূর্ণ হয়ে ভূমির উচ্চতা ক্রমশ হ্রাস পায়| তাকে নগ্নীভবন বলে | নগ্নীভবন = পুঞ্জিত ক্ষয় + আবহবিকার + ক্ষয়ীভবন

নদী অববাহিকা ও নদী উপত্যকা কাকে বলে ?
Ans. প্রধান নদী তার উপর নদীর শাখা নদী নিয়ে যে অঞ্চলের উপর দিয়ে বয়ে চলে তাকে নদী অববাহিকা বলা হয় | উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথের দুইপাশের সংকীর্ণ ও দীর্ঘ নিম্নভূমির মাঝ বরাবর যে জলাধার প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলা হয় |

ধারণ অববাহিকা কাকে বলে ?
Ans. যখন কোন প্রধান নদী তার উপনদী সহ মালভূমি ও পর্বতের যেসকল অঞ্চল থেকে জল নিয়ে এসে প্রবাহিত হয় অর্থাৎ অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকা কে ধারণ অববাহিকা বলা হয় |

জলবিভাজিকা বলতে কী বোঝো ?
Ans. পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা কে যে উচ্চভূমি ( পর্বত, পাহাড়) পরস্পর থেকে পৃথক করে | তাকে জলবিভাজিকা বলে | যেমন – পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হল মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল |

নদীর ষষ্ঠ ঘাতের সূত্র টি লেখ |
Ans. নদীর গতি বেগ যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তবে তার বহনক্ষমতা 64 বা 26গুন বৃদ্ধি পাবে | নদীর বহন ক্ষমতা ও গতিবেগ এর মধ্যে আনুপাতিক সম্পর্ককে নদীর ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয় |

আদর্শ নদী বলতে কী বোঝায় ?
Ans. যে নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি সুস্পষ্টভাবে নির্ধারণ করা যায় তাকে আদর্শ নদী বলে | যেমন – গঙ্গা, সিন্ধু, নীল, প্রভৃতি নদী

খরস্রোত কি ?
Ans. নদীর গতিপথে কোথাও কঠিন শিলা ও কোমল শিলা উলম্বভাবে অবস্থান করলে নদীর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা ক্ষয় হয়ে সিঁড়ির ধাপের মতো নেমে আসে । ঐ সিঁড়ির ধাপ গুলি তে ছোট ছোট জলপ্রপাত সৃষ্টি হয় এইগুলিকে খরস্রোত বলা হয় । ক্ষুদ্র স্বল্পদৈর্ঘ্যের জলপ্রপাতকে রেপিড বলা হয় ।

ঝুলন্ত উপত্যকা কাকে বলে ?
Ans. যেমন প্রধান নদীর সঙ্গে ছোট ছোট উপনদী এসে মিলিত হয় ঠিক তেমনই প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে মিলিত হয় । প্রধান হিমবাহ বৃহৎ হওয়া এর উপত্যকায় ক্ষুদ্রাকার হিমবাহের উপত্যকার তুলনায় বেশি গভীর হয় পরে । যখন ঐ উপত্যকার সরে যায় তখন ক্ষুদ্রাকার উপত্যাকা দেখে মনে হয় প্রধান হিমবাহের উপর ঝুলছে। এইরূপ উপত্যকাকে ঝুলন্ত উপত্যকা বলা হয় ।

হিমদ্রোণী কাকে বলে ?
Ans. পার্বত্য অঞ্চলে উৎপাটন ও অবঘর্ষন এর প্রভাবে হিমবাহ উপত্যকার পার্শ্বদেশ মসৃণ ও খাড়া ঢাল যুক্ত হয় এবং তলদেশ প্রশস্ত হয় । এইরূপ উপত্যকাকে হিমদ্রোণী বলে ।

রসে মতানে কি ?
Ans. হিমবাহ তার গতিপথের ক্ষয় কার্যের ফলে কঠিন শিলার বাধাকে অতিক্রম করলে হিমবাহের প্রবাহে দিক মসৃণ হয় এবং বিপরীত দিক অমসৃণ হয় | এইরূপ ভূমিরূপ রসেমতানে নামে পরিচিত |

নদীর ক্ষয়সীমা বলতে কী বোঝো ?
Ans. সমুদ্রতল হিসাবে সমুদ্র জলের উচ্চসীমাকে ধরা হয় | সমুদ্রে পতিত নদী সর্বদাই এই সমুদ্র তলের সঙ্গে সমতা বজায় রেখে ক্ষয়কার্য করে থাকে | হরতাল নদীতে উচ্চতার নিচে আর ক্ষয়কার্য করে না তাকে নদীর ক্ষয়সীমা বলা হয় |

হিমানী সম্প্রপাত কি ?
Ans. কখনো কখনো ভূমির ঢাল এর কারণে গতিশীল হিমবাহ থেকে বিশাল আকার বরফের স্তুপ ভেঙে গিয়ে খুব দ্রুত নিচে নেমে আসে | এটি হিমানী সম্প্রপাত বলে পরিচিত |

গ্রাবরেখা কাকে বলে ?
Ans. উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ কাকর, বালি, নুরী, কাদা, পলি প্রভৃতিসহ স্তূপাকারে নিচের দিকে এগিয়ে আসে | এই শিলা স্তুপ গ্রাবরেখা এর নামে পরিচিত |

কেটল ও কেটলহ্রদ কাকে বলে ?
Ans. অনেক সময় বহিঃবিধৌত সমভূমিতে বরফের টুকরো থেকে যায় | পরবর্তী কালে বরফের টুকরো গুলি গলে গেলে অঞ্চলটি গর্ত রূপে অবস্থান করে | এই জাতীয় গর্ত গুলি কেটল নামে পরিচিত | আবার কেটেল গুলো যখন জলপূর্ণ হয় হ্রদ সৃষ্টি করে তখন তাকে কেটলহ্রদ বলা হয় |

এরিটি কাকে বলে ?
Ans. হিমবাহের ঘর্ষণের ফলে সৃষ্টি দুটি সার্ক এর মাঝখানে যে খাড়ায় শৈলশিরা অবস্থান করে তাকে এরিট বলে ।
মরুদ্দ্যান বা Oasis কাকে বলে ?
Ans. দীর্ঘদিন ধরে মরু অঞ্চলে অপসারণ ক্ষয় কার্যের ফলে অবনমিত স্থানে সৃষ্টি হলে সেই অবনমিত স্থানে জল জমে যে হ্রদ সৃষ্টি হয় তাকে মরুদ্দ্যান বলে ।

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - Long Answers & Questions (5-6 Marks)

সংক্ষিপ্ত ব্যাখ্যাভিত্তিক প্রশ্ন উত্তর
পার্বত্য অঞ্চলে বা উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের প্রাধান্য লক্ষ্য করা যায় কেন ?

Ans. যখন নদী উৎস অঞ্চল থেকে সমভূমিতে নেমে আসে তখন সেই গতিপথকে পার্বত্য প্রবাহ বা উচ্চগতি বলে। এই প্রবাহপথে জলের পরিমাণ ও ভূমির ঢাল অধিক হওয়ায় নদী প্রবল বেগে নীচের দিকে নেমে আসে। প্রবল জলস্রোতের প্রভাবে ভূমির ঢাল অনযায়ী নদী নীচের দিকে নেমে আসায় ক্ষয়কার্যের পরিমাণ অধিকহয়ে থাকে এবং বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। যথা – গিরিখাত ও ক্যানিয়ন, আকৃতির উপত্যকা ইত্যাদি।


কেন জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় ?

Ans. জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, কারণ –
a) জলপ্রপাত সাধারণত নদীর উচ্চগতিতে লক্ষ করা যায়।
b) নদীর গতিপথে কঠিন শিলা অবস্থান করলে তার নিম্নে থাকা কোমল শিলা অপেক্ষাকৃত কম ক্ষয় পেয়ে উঁচু হয়ে অবস্থান করে বলে জলপ্রপাতের সৃষ্টি হয়।
c) কঠিন শিলা যদি কোমল শিলার উপর সমান্তরালভাবে অবস্থান করে সেক্ষেত্রে জলপ্রপাত খাড়াভাবে গড়ে উঠে।


বদ্বীপ অঞ্চলে অশ্বখুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায় কেন ?

Ans. অশ্বক্ষুরাকৃতির হ্রদ ব-দ্বীপ অঞ্চলে দেখা যায়। কারণ –
a) নিম্নপ্রবাহে নদী সর্পিল গতিতে এঁকেবেঁকে বয়ে যাওয়ার সময় বাইরের দিকের বাঁকে আঘাত পেয়ে এসে ভেঙে যেতে থাকে।
b) বালি, পলি, ক্ষয়প্রাপ্ত নুড়ি প্রভৃতি নদীর তীরে জমা হতে থাকে। এভাবে নদীবাঁক ক্রমশ বাড়তে থাকলে বাঁকের মাঝের অংশ সরু হয়ে যায়।
c) অবশেষে এটি প্রধান নদী থেকে পৃথক হয়ে অশ্বের ক্ষুরের ন্যায় হয়ে থাকে।

See also  ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী -Trigonometry Class 10 WBBSE Maths Notes Suggestions Madhyamik


কেন হিমবাহ পৃথিবীর সুপেয় জলের বৃহত্তম ভান্ডার ?

Ans. পুরো পৃথিবীতে সঞ্চিত জলের মধ্যে 97 শতাংশ জল লবণাক্ত জল | বাকি তিন শতাংশ সুপ্রিয় জল | যদি মোট সুপেয় জলকে 100 শতাংশ ধরা হয় তবে তার 70 শতাংশ হিমবাহ হিসেবে সঞ্চিত আছে আর বাকি 30 শতাংশ ভূ-অভ্যন্তরের সঞ্চিত আছে | তাই হিমবাহ হল পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার |


নিম্ন অক্ষাংশে মরুভূমি সৃষ্টির কারণ কি ?

Ans. নিম্ন অক্ষাংশে মরুভূমি সৃষ্টির কারণ হলাে-
a) দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব আয়ন বায়ু মহাদেশগুলির পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্পহীন হয়ে পড়ে ফলে বৃষ্টিপাত প্রায় হয় না। ও এই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করায় ঊর্ধ্বাকাশের বায়ু নীচের দিকে অধােগমনের ফলে ক্রমশ উত্তপ্ত হয় বলে জলীয় বাষ্প। গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত হয় না, তাই নিম্ন অক্ষাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে।


মরু অঞ্চল প্রসারের কারণগুলি উল্লেখ করো |

Ans. মরু অঞ্চল প্রসারণের কারণ হলাে –
a) মরু অঞ্চল প্রসারণের প্রধান কারণ হলাে উষ্ণায়ন।
b) নগরায়ণ ও শিল্পায়নের ফলে বনভূমি কাটা হচ্ছে, ফলে মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটছে।
c) অনিয়ন্ত্রিত পশুচারণের ফলে ক্রমাগত মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটে চলেছে।
d) যান্ত্রিক আবহবিকারের আধিক্য থাকায় শিলাচূর্ণ ও বালিরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে দেয় এবং পরবর্তীতে মরুভূমিতে পরিণত হয়।


মরু অঞ্চল প্রসারণ প্রতিরোধের উপায় কি লেখ?

Ans. মরু অঞ্চলের প্রসারণ কমিয়ে আনার জন্য যে সব পন্থা গ্রহণ করা উচিত সেগুলি হলাে –
a) অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে, তবেই মরু সম্প্রসারণ রােধ করা যাবে।
b) মরুভূমির প্রান্তভাগে বাঁধ নির্মাণ করে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহকে আটকানাে দরকার যাতে পার্শ্ববর্তী অঞ্চলে বালুকণা। প্রবাহিত হয়ে মরুভূমির প্রসারণ না ঘটায়।
c) মরুভূমির প্রসার রােধ করার জন্য চারিদিকে গাছ লাগিয়ে সেগুলিকে শক্ত করে বেড়া দিয়ে সংরক্ষণ করলে অনেকাংশে মরুভূমির প্রসারণ রােধ হবে।


অবরোহন ও আরোহন এর মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
অবরোহন
আরোহন
প্রক্রিয়া
ক্ষয়ীভবন, অপসারণ ও পুঞ্জিত ক্ষয় ধারা প্রক্রিয়াটি সম্পন্ন হয় |
হিমাবাহ ও বায়ুপ্রবাহ নদী প্রভৃতি তারা প্রক্রিয়াটি সম্পন্ন হয় |
উচ্চতা
এর ফলে ভূমি ভাগের উচ্চতা কমে যায় |
এর ফলে ভূমি ভাগের উচ্চতা বৃদ্ধি পায় |
কার্য
প্রক্রিয়ায় শিলা স্তর ক্ষয় হয়ে নগ্ন হয়ে পড়ে |
এই প্রক্রিয়ায় কইতো পদার্থ গুলি অন্যত্র সঞ্চিত হয় |

 

ক্যানিয়ন ও গিরিখাত এর মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
ক্যানিয়ন
গিরিখাত
জলবায়ু অঞ্চল
শুষ্ক জলবায়ু যুক্ত অঞ্চলে লক্ষ্য করা যায় |
আদ্র জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায় |
উৎপত্তি
নদীর প্রধানত তীব্র নিম্ন ক্ষয় এর মাধ্যমে ক্যানিয়ন গঠন করে থাকে |
নদীর নিম্নক্ষয় এর পাশাপাশি পার্শ্বক্ষয় করে গিরিখাত গঠন করে |
আকৃতি
ইংরেজি ‘I’ অক্ষরের ন্যায় |
ইংরেজি ‘V’ অক্ষরের ন্যায় |

 

বদ্বীপ ও পললব্যজনী এর মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
বদ্বীপ
পললব্যজনী
ঢাল
এক্ষেত্রে ভূমি সমতল ও উর্বর আকৃতির হয়ে থাকে |
ভূমি ঢালু ও অনুর্বর আকৃতির হয় |
আকৃতি
একটি মাত্রাহীন ‘ব’ অক্ষরের মতো দেখতে হয়
এটি হাত পাখার মতো দেখতে হয়
অবস্থান
নদীর নিম্নগতির শেষে দেখা যায়
নদীর মধ্যগতি শুরুতে দেখা যায়

হিমবাহ উপত্যকা ও নদী উপত্যকার মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
হিমবাহ উপত্যকা
নদী উপত্যকা
দৈর্ঘ্য ও ঢাল
সাধারণত এর দৈর্ঘ্য ও ঢাল কম হয়ে থাকে
এক্ষেত্রে দৈর্ঘ্য ও ঢাল বেশি হয়
প্রকৃতি
সোজা ও মসৃণ প্রকৃতির
আঁকাবাঁকা ও অমসৃণ প্রকৃতির
আকৃতি
‘U’ আকৃতির হয়
‘I’ বা ‘V’ আকৃতির হয়

গ্রাবরেখা ও হিমরেখার মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
গ্রাবরেখা
হিমরেখা
জলধারা সৃষ্টি
এই ভূমিরূপ কে কোন জলের ধারা সৃষ্টি হয় না |
এই রেখার নিচে হিমবাহ থেকে জল ধারা সৃষ্টি হয় |
প্রকৃতি
এটি হিমবাহের সঞ্চয় এর ফলে গঠিত ভূমিরূপ |
এটি হিমাবাহ এর নিম্ন প্রান্তের সীমারেখা |
অবস্থান
এটি উপত্যাকার দুপাশে, মাঝে অবস্থান করে
এটি উপত্যাকার নিম্নসীমায়ে অবস্থান করে

বাজাদার ও পেডিমেন্ট এর মধ্যে পার্থক্য লেখ?

Ans.
বিষয়
বাজাদার
পেডিমেন্ট
ভূমি গঠন প্রক্রিয়া
প্রধানত জলধারার সঞ্চয় কার্যের দ্বারা গঠিত
জলধারার মিলিত কার্যের ফলে গঠিত
ভূমির প্রকৃতি
ভূমির ঢাল সামান্য উত্তল প্রকৃতির হয়
ভূমির ঢাল সামান্য অবতল প্রকৃতির হয়
উদাহরণ
সাহারা মরুভূমি অঞ্চলে দেখা যায়
উত্তর পশ্চিম আফ্রিকার আটাকামা পার্বত্য অঞ্চলে দেখা যায়

জিউগেন ও ইয়ারদাং এর মধ্যে পার্থক্য লেখ |

Ans.
বিষয়
জিউগেন
ইয়ারদাং
উচ্চতা
এর উচ্চতা বেশি হয় | 2-40 মিটার পর্যন্ত
এর উচ্চতা কম হয় | গড়ে 7 মিটার
অবস্থান
এরা পরস্পর ব্যাঙের ছাতার ন্যায় অবস্থান করে |
এরা প্রায় সমান্তরালভাবে অবস্থান করে |
আকৃতি
নতুন অংশ সরু উপরের অংশ চ্যাপ্টা হয়
নিচের অংশ মোটা উপরের অংশ ছুঁচালো হয়

রচনাধর্মী প্রশ্ন উত্তর
নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা করো |

Ans. নদী প্রধানত ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরূপ গুলি তৈরি করে থাকে | যথা- নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ :

নদীমঞ্চ : সমভূমি অঞ্চলে নদীর গতিবেগ তুলনামূলকভাবে কম হওয়ায় নদীবাহিত নুড়ি, বালি, কাঁকর, কাদা, পলি প্রভৃতি নদীর ধারে জমা হয়ে অসমান ধাপের সৃষ্টি করে। নদী উপত্যকায় গঠিত সিঁড়ির মতাে ঐ ধাপকে নদীমঞ্চ বলে।

পলল ব্যজনী বা পলল শঙ্কু : পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে নামার সময় নদীবাহিত শিলাখণ্ডগুলি সমভূ মিতে জমা হয়ে পাখার ন্যায় শঙ্কু আকৃতির ত্রিকোণাকার যে ভূভাগ সৃষ্টি করে তাকেই পলল ব্যজনী বা পলল শঙ্কু বলে।

অশ্বক্ষুরাকৃতি হ্রদ : কোনাে কোনাে নদীতে অসংখ্য | বাঁকের সষ্টি হলে ঐ বাঁক এত বেশি হয় যে, দু’টি বাঁক নিজেদের খুব কাছাকাছি চলে আসে এবং বাঁকের মাঝের অংশ ক্ষয় পেয়ে বাঁক দুটি আলাদা হয়ে যায়। ফলে নদী সােজা পথে চলতে শুরু করে। ফেলে রাখা বাঁকটি দেখতে অনেকটা অশ্বের ক্ষুরের ন্যায় হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে।

‘U’ আকৃতির উপত্যকা : হিমবাহ অত্যন্ত ভারী ও কঠিন ঘনীভূত বরফের স্তুপ হওয়ার দরুন এর ক্ষয়কার্য বেশি। অধিক শিলাচূর্ণ বহনের ফলে আগেকার পর্বতের ‘V আকৃতির উপত্যকার খাড়াই দু’পাশ সম্পূর্ণ ক্ষয়ে গিয়ে আরও গভীর ও খাড়াই হয়। তখন এর আকৃতি অনেকটা ইংরেজি U অক্ষরের মতাে হয়। হিমবাহের এইরূপ উপত্যকাকে ‘U’ আকৃতির উপত্যকা বলে।

প্লাবন সমভূমি : নদীর সঞ্চয়কার্যের ফলে নদীগর্ভ | পলি দ্বারা ভরাট হয়ে অগভীর হয়। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জল ধরে রাখতে না পেরে নদী দুকূল ছাপিয়ে প্লাবনের সৃষ্টি। দীর্ঘদিন ধরে নদী উপত্যকার দু’কূলের নীচু জমিতে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে, তাকে প্লাবন সমভূমি বলে।

নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ-

শঙ্খলিত শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা: পার্বত্য অঞ্চলে নদীর চলার পথে কঠিন শিলা অবস্থান করায় নদী এঁকেবেঁকে চলতে শুরু করে। এর ফলে নদীর একটি পাড় অপর একটি পাড়কে আড়াল করে রাখে। ফলে নদীর গতিপথ সােজাসুজি বেশিদূর দেখা যায় না। পার্বত্য অঞ্চলে নদীর এইরকম পাড়কে শৃঙ্খলিত শৈলশিরা বলে।

জলপ্রপাত : পার্বত্য অঞ্চলে অনুভূমিকভাবে কঠিন ও কোমল শিলা পরস্পরের সমান্তরালে অবস্থান করলে নদীর প্রবল স্রোতের ফলে কোমল শিলা ক্ষয় পেয়ে খাড়া ঢালের সৃষ্টি হয়। এই খাড়া ঢালের উপর দিয়ে জলরাশি সরাসরি উপর থেকে নীচে পড়ে, একে জলপ্রপাত বলে।

মন্থকূপ : পার্বত্য অঞ্চলে নদীর জলের সঙ্গে বাহিত নুড়ি, বালি, পাথরের দ্বারা অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ক্ষুদ্র ক্ষুদ্র | প্রায় গােলাকার যে গর্তের সৃষ্টি হয়, তাকে মন্থকূপ বলে।

গিরিখাত : নদীর উচ্চগতিতে ঢাল বেশি। হওয়ায় নদীবাহিত পদার্থসমূহের সঙ্গে নদীর তলদেশের ঘর্ষণ বেশি হয়। আবার নদীর দুই নল কঠিন শিলা দ্বারা গঠিত বলে এই পার্বত্য অঞলে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয়। ফলে ইংরেজি V আকৃতির ন্যায় উপত্যকা গঠন করে, একে গিরিখাত বলে।


বায়ুর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি চিত্রসহ বর্ণনা করো |

Ans. বায়ুর সঞ্চয় ও কার্যক্ষয় কার্যের মাধ্যমে নিম্নের ভূমিরূপ গুলি তৈরি হয় –
বায়র ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –

জুইগেন : মরু অঞ্চলে ভূপৃষ্ঠের সাথে আড়াআড়িভাবে কোমল ও কঠিন শিলা উপর-নীচে অবস্থান করলে প্রবল বায়ুপ্রবাহ এর আঘাতে কঠিন শিলা অল্প এবং কোমল শিলা বেশি পাপ্ত হয়। এর ফলে শিলার উপরের অংশ চওড়া ও চ্যাপ্টা এবং নীচের অংশ সরু ও সংকীর্ণ হয়ে এক ধরনের মূর্তি গঠন করে। তাদের জুইগেন বলে।

গৌর : মরু অঞ্চলে কোনাে বৃহৎ শিলাখণ্ডের নীচের কামল শিলাস্তর দ্বারা গঠিত হলে নীচের অংশ দ্রুত ক্ষয় করে। ফলে উপরের অংশ ব্যাঙের ছাতার মতাে চ্যাপ্টা হয়ে অবস্থান করে। এইপ্রকার ভূমিরূপকে গৌর বলে।

ইয়ার্দাং : মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলাস্তর ভূপৃষ্ঠের সাথে লম্বালম্বিভাবে অবস্থান করলে অবঘর্ষের ফলে। কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়ে যায়। ফলে কঠিন শিলাস্তর পরস্পর বিচ্ছিন্ন হয়ে টিলার আকারে দাঁড়িয়ে থাকে, তাদের ইয়াদাং বলে।

ইনসেলবার্জ : মরু অঞ্চলে কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল দীর্ঘদিন ধরে ক্ষয়ের ফলে প্রায় সমতলভূমিতে পরিণত হয়। এই সমতল অঞ্চলে কঠিন শিলাস্তর অনেকসময় অনুচ্চ টিলার আকারে বিচ্ছিন্নভাবে দাড়িয়ে থাকে। গােলাকৃতির এইসব অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ বলে।
বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –

লােয়েস সমভূমি : জার্মান শব্দ ‘লােয়েস’কথার অর্থ সূক্ষ্ম পলি। অতিসূক্ষ্ম বালুকণা, মাটির কণা বায়ুর দ্বারা পরিবাহিত হয়ে কোনাে নীচু স্থানে জমা হয়ে যে সমভূমি গঠন করে, তাকে লােয়েস সমভূমি বলে।

বাখান : মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে গঠিত | বালিয়াড়িগুলি দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির হয়। এর প্রতিবাত ঢাল উত্তল এবং অনুবাত ঢাল অবতল আকৃতির, একে বাখান বলে।

সিফ বালিয়াড়ি : মরু অঞ্চলে বায়ুর সঞ্চয়কার্যের ফলে বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির আকৃতি তলােয়ারের মতাে লম্বা ও সামান্য বাঁকা প্রকৃতির হয়, তাকে সিফ বালিয়াড়ি বলে।


হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণ করাে।
Ans. হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি হলাে—

কেম ও এস্কার : বালি, কাদা, হিমবাহ বাহিত নুড়ি, পলি প্রভৃতি জমা হয়ে যে ত্রিকোণাকার দ্বীপের ন্যায় যে ভূমিরুপ গঠন করে তাকে কেম বলে। পলি, কাদা, হিমবাহের তলদেশে নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে গঠিত হওয়া আকাবাঁকা সংকীর্ণ শৈলশিরাকে বলা হয় এস্কার।

বহিঃবিধৌত সমভূমি : যখন হিমবাহ গলিত জল গ্রাবরেখার প্রান্তভাগ দিয়ে চুইয়ে চুইয়ে নীচের দিকে প্রবাহিত হয়, তখন হিমবাহ গলিত জলের মধ্যে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম বালুকারাশি ও কর্মকণা গ্রাবরেখার প্রান্তভাগে সঞ্চিত হয়ে যে বিশাল সমতলভূমির সৃষ্টি হয় তাকে বহিঃবিধৌত সমভূমি বলে।

কেটল ও কেটল হ্রদ : অনেক সময় বহিঃবিধৌত সমভূমিতে বরফের টুকরাে থেকে যায়। পরবর্তীতে সেই বরফের টুকরােগুলি গলে গেলে অঞ্চলটি গর্তরূপে অবস্থান করে। এ জাতীয় গর্তকে বলা হয় কেটল। আবার কেটলগুলি জলপূর্ণ হয়ে যে হ্রদের সৃষ্টি করে তাকে বলা হয় কেটল হ্রদ।

ড্রামলিন : বহিঃবিধৌত সমভূমির উপর হিমবাহ দ্বারা বাহিত নুড়ি, বালি, কাদা, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে উল্টানাে নৌকা বা চামচের মতাে যে ভূমিরুপ তৈরি হয়, তাকে ড্রামলিন বলে।


মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরপগুলি চিত্র সহ বর্ণনা করাে।
Ans. মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হলাে –
পেডিমেন্ট : শুষ্ক মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের দ্বারা পার্বত্য পাদদেশীয় এলে যে সমপ্ৰায়ভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বলে।

বাজাদা : শুষ্ক মরু অঞ্চলে পর্বতের পাদদেশে অস্থায়ীভাবে জলধারা বাহিত কাঁকর, কাদা, বালি, পলি প্রভৃতি সঞ্চিত হয়ে যে অসমান ঢালু ভূমিরূপ সৃষ্টি করে।তাকে বাজাদা বলে।

প্লায়া হ্রদ : শুষ্ক মরু অঞ্চলে বায়ুপ্রবাহের পেডিমেন্ট ক্ষয়প্রক্রিয়ায় যে বিভিন্ন আকৃতির অবনমিত স্থান প্লায়া বা গর্তের সৃষ্টি হয় তাতে বৃষ্টির জল সাময়িকভাবে সঞ্চিত হয়ে যে লবণাক্ত হ্রদের সৃষ্টি করে, তাকে প্লায়া হ্রদ বলে। এগুলিকে আফ্রিকায় শটস, মেক্সিকোতে বােলসন বলে।

ওয়াদি : উয় মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাত হলে বৃষ্টির মে মর নদীখাত সহ চারিদিক জলপ্লাবিত হয়। কিন্তু ষ্টি থেমে গেলে কিছুক্ষণের মধ্যেই জল পুরােপুরি শুকিয়ে রয়ে নদীখাতগুলাে পুনরায় শুষ্ক অবস্থায় পড়ে থাকে, উয় মরু অঞ্চলের এই শুষ্ক নদীখাতকে বলা হয় ওয়াদি।


মরু অঞ্চলের প্রসারণের কারণ ও প্রতিরােধের উপায় কী তা আলােচনা করাে।
Ans. মরুভূমি প্রসারণের কারণগুলি হলাে—
অত্যধিক বৃক্ষচ্ছেদন : নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতির ফলে দিনের পর দিন। বনভূমি কাটা হচ্ছে। ফলে সেই অঞ্চল বৃষ্টিহীন হয়ে শুষ্ক হয়ে পড়ছে এবং মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটছে।

জলবায়ুগত পরিবর্তন : মরু অঞ্চল সম্প্রসারণের অন্যতম কারণ হলাে বিশ্ব উয়ায়ন।এর প্রভাবে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হয়। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের আধিক্য থাকায় শিলাচূর্ণ ও বালিরাশি বায়ুর দ্বারা বাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে দেয়। এবং পরবর্তীতে মরুভূমিতে পরিণত হয়। |
অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকার্য : শুষ্ক জমিতে যেসব ফসল জন্মায় সেগুলাের চাষনা করে অন্য ফসল উৎপাদনের লক্ষ্যে ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তােলা হয়। ফলে সেখানকার মাটি লবণাক্ত ও অনুর্বর হয়ে মরুভূমিতে পরিণত হয়।

প্রতিরােধের উপায় : মরুভূমির প্রসারণ কমিয়ে আনার জন্য যে যে পন্থা গ্রহণ করা উচিত সেগুলি হলাে—
প্রান্তভাগে বাঁধ নির্মাণ : মরুভূমির প্রান্তভাগে বাঁধ নির্মাণ করে ভূপৃষ্ঠে বায়ুপ্রবাহকে আটকানাে দরকার যাতে পার্শ্ববর্তী অঞ্চলে বালুকণা প্রবাহিত হয়ে মরুভূমির প্রসারণ না ঘটায়।
বৃক্ষরােপণ : মরুভূমির প্রসার রােধ করার জন্য চারিদিকে গাছ লাগিয়ে সেগুলিকে শক্ত করে বেড়া দিয়ে সংরক্ষণ করলে অনেকাংশে মরুভূমির প্রসারণ রােধ হবে।
নিয়ন্ত্রিত পশুচারণ : অতিরিক্ত পশুচারণ বন্ধ করতে হবে। যাযাবর, উপযাযাবর। ও পরিযায়ী পশুপালকদের উপর নজর দিতে হবে যাতে করে তারা অতিরিক্ত পশুচারণ। করতে না পারে। তবেই মরু সম্প্রসারণ রােধ করা যাবে।

 

অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন

  • all replace

WEST BENGAL BOARD Related Links

error: Content is protected !!
Scroll to Top

আজকেই কেনো পরীক্ষার শর্ট নোটস

এখন সহজে পরীক্ষার প্রস্তুতি নাও – আজকেই ডাউনলোড করো পিডিএফ বা বই অর্ডার করো আমাজন বা ফ্লিপকার্ট থেকে