fbpx
     
     

বর্জ‍্য পদার্থের উৎস ও প্রভাব 

বর্জ‍্য উৎসের ধারণা 

প্রতিদিনের জীবনে ব্যবহৃত জিনিসপত্র থেকে বর্জ‍্য পদার্থ উৎপন্ন হয় । 

গৃহস্থালির বর্জ‍্য : তরিতরকারির খোসা, মাছ মাংসের উচ্ছিষ্ট, পাতা,মাছ , মাংস ধোয়া জল, বাথরুমের জল, প্লাসিটক প্রভৃতি গৃহস্থালির ব্যবহারে অযোগ‍্য জিনিস গুলো থেকে বর্জ‍্য উৎপন্ন হয় ।

শিল্প বর্জ‍্য : তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই, রং, ধাতু, জৈব ও অজৈব পদার্থ প্রভৃতি থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয় ।

কৃষিজ বর্জ‍্য : গাছের কান্ড ও মূল, ধানের খোসা, পাটকাঠি, নারকেলের ছোবড়া, খড়, ধানের খোসা প্রভৃতি থেকে উৎপন্ন হয় ।

পৌরসভার বর্জ‍্য : শহরাঞ্চলের প্লাস্টিক, কাচের বোতল, পিচবোর্ড, বৈদুতিক জিনিস প্রভৃতি থেকে উৎপন্ন হয় ।

জৈব বর্জ‍্য : মাছ, মাংস, খাবারের উচ্ছিষ্ট, কাগজের প্লেট, ফল ও শাকসবজি ইত্যাদি জৈব পদার্থ থেকে বর্জ্য পদার্থের সৃষ্টি হয় ।

চিকিৎসা সংক্রান্ত বর্জ‍্য : হাসপাতাল থেকে নির্গত পদার্থ যেমন – অপারেশনে বাদ যাওয়া অঙ্গপ্রত‍্যঙ্গ, তুলো, গজ , ওষুধের ফয়েল, গজ, ছুঁচ, সিরিঞ্জ, কাপড় প্রভৃতি পদার্থ হল বর্জ‍্যপদার্থ ।

তেজস্ক্রিয় বর্জ‍্য : তেজস্ক্রিয় বর্জ‍্য পদার্থ যেমন পারমাণবিক চুল্লি, যুদ্ধাস্ত্র নির্মাণ কেন্দ্র প্রভৃতি থেকে নির্গত গ‍্যাস ।

পরিবেশের উপর বর্জ‍্যের প্রভাব

See also  বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Bohirjato Prokriya O Tader Dara Srishto Bhumiroop- Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10

স্বাস্থ‍্য :  বর্জ‍্য পদার্থের ফলে  বিভিন্ন রোগ ছড়ায় যেমন- আমাশয়, জন্ডিস, কৃমির প্রকোপ, চর্মরোগ, টাইফয়েড, ব্রংকাইটিস, আলসার প্রভৃতি ।

মৃত্তিকা : যেসব রাসায়নিক পদার্থ (কীটনাশক, ডিটারজেন্ট) ও প্লাস্টিক জাতীয় দ্র‍ব‍্য মাটির সঙ্গে মিশে যায় না মাটিতে সঞ্চিত হয় এবং দূষিত করে । এর কারণে মানুষ ও অনান‍্য প্রাণীর ক্ষতি হয় ।

বায়ু : খোলা জায়গায় বহুবছর ধরে বর্জ‍্য পদার্থ গুলো জমিয়ে রাখলে তা পচে গিয়ে বায়ুকে দূষিত করে ।

জল : বেশি প্লাস্টিকের ব‍্যবহারের কারণে ড্রেনগুলিতে প্লাস্টিকের সঞ্চয় হচ্ছে, এর ফলে ড্রেনগুলির মুখ বুজে যায় দূষিত জল বেরোতে পারেনা । এর কারণে বিভিন্ন রোগের সংক্রমণ ঘটছে ।

✅Call Now to Get Notes as PDF or Printed Book: +91 9804282819
✅ Full Notes: https://skillyogi.org/borjo-byabosthapona-geography-bhugol-wbbse-madhyamik

✅Get Updates Notes & Question Bank Sample Paper for WBBSE Class 9 10 Here: https://skillyogi.org/wbbse-notes-suggestions-by-skillyogi-order-books-now/

✅Please click to order printed books from Amazon & Flipkart – Home Delivery

বর্জ্য ব্যবস্থাপনা
বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্ট
বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি
বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা
বর্জ্য ব্যবস্থাপনা প্রজেক্ট ভূমিকা
বর্জ্য ব্যবস্থাপনা class 10
বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা
বর্জ্য ব্যবস্থাপনা 4r পদ্ধতি
বর্জ্য ব্যবস্থাপনা drawing
বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে
বর্জ্য ব্যবস্থাপনা ভূমিকা
বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটি প্রকল্প রচনা কর
বর্জ্য ব্যবস্থাপনায় বিতর্ক ২০২০ আন্তঃ কলেজ winner
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা
madhyamik bhugol suggestion
madhyamik bhugol question

 

Madhyamik Notes of বর্জ্য ব্যবস্থাপনা - Geography Bhugol WBBSE Class 10

error: Content is protected !!
Scroll to Top