কি হয় নদীর কাজ (Works of River) Class 10 WBBSE Geography Bhugol
নদীর কাজ (Works of River)
নদী উৎস থেকে মোহনা পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে । নদী তিন ধরনের কাজ করে – ক্ষয়, বহন ও অবক্ষেপণ ।
নদীর ক্ষয়কার্য (Erosion)
নদী প্রস্তরখন্ড চূর্ণ-বিচূর্ণ এবং খন্ড করে নিজের চলার পথ দীর্ঘায়িত করে, একে নদীর ক্ষয় কাজ বলে ।
নদীর ক্ষয় সাধারণত দুই প্রকার, নিম্ন ক্ষয় ও পার্শ্ব ক্ষয় ।
- দ্রবণ জনিত ক্ষয় : চুনাপাথর জাতীয় শিলা যদি কোনো নদী বহন করে নিয়ে যায় তবে তা সহজেই দ্রাবিত হয় ।
- ঘর্ষনজনিত ক্ষয় : নদীবাহিত বড় বড় পাথরের টুকরো পরস্পরের ঘর্ষণে ভেঙে গিয়ে ছোটো কণা হয়ে পলিতে পরিণত হয় ।
- অবঘর্ষ : নদীবাহিত প্রস্তরখন্ডের সঙ্গে নদীগর্ভের সংঘর্ষের ফলে নদী খাতে নিম্ন ও পার্শ্ব উভয় ক্ষয় হয় ।
- জলপ্রবাহের দ্বারা ক্ষয় : নদীর জলস্রোতের দ্বারা নদীর পাশে অসংলগ্ন ও দূর্বল অংশ গুলি ভেঙে চূর্ণবিচূর্ণ হয় ।
নদীর বহনকার্য (Transportation)
নদীর ক্ষয় কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় জলস্রোতের দ্বারা, একেই নদীর বহন কাজ বলে । বহনক্ষমতা তিনটি কারণের উপর নির্ভর করে – কণিকার আকৃতি, ঘূর্ণন গতি এবং স্রোতের গতিবেগের উপর । এই প্রক্রিয়া চার রকম ভাবে হয় । যথা –
- ভাসমান প্রক্রিয়া : ঘুর্ণিস্রোতে শিলা ও পাথরের ছোটো কণা ভাসতে থাকে এবং ঘুর্ণিস্রোত কমে গেলে সেটা সঞ্চিত হয়ে যায় ।
- লম্ফদান প্রক্রিয়া : মাঝারি মাপের শিলাগুলি নদীতে ভাসতে পারে না বলে, সেগুলো নদীর সাথে লাফিয়ে এগিয়ে যায় ।
- আকর্ষণ প্রক্রিয়া : বড় বড় নুড়ি পাথর, স্রোতের আকর্ষণে নদীখাতে গড়িয়ে যায় ।
- দ্রবণ প্রক্রিয়া : এই প্রক্রিয়ায় নদী বিভিন্ন খনিজ পদার্থকে বহন করে নিয়ে যায় ।
অবক্ষেপণ (Deposition)
গতিপথের ঢাল হ্রাস, নদীর গতিবেগ হ্রাস, বস্তুভারের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণে নদীর বহন ক্ষমতা হ্রাস পায়, ফলে নদীর বস্তুভার নদীর তলদেশে সঞ্চিত হয় একে বলে অবক্ষেপণ ।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ class 10
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অনুশীলনী
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রশ্ন উত্তর 2023
বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে উদাহরণ
বহির্জাত প্রক্রিয়া কে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন
বহির্জাত প্রক্রিয়া mcq
বহির্জাত প্রক্রিয়া কি
বহির্জাত প্রক্রিয়া কাকে বলে class 12
বহির্জাত প্রক্রিয়া কী
বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো
GEOGRAPHY BHUGOL SUBJECT WBBSE MADHYAMIK CLASS 10
ভারতের প্রাকৃতিক পরিবেশ-BHARAT ER PRAKTITIK PARIBESH
Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10 বায়ুমণ্ডল Bayumondol
Related posts:
- প্রাকৃতিক ভূগোল Prakritik Bhugol Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10
- ভারতের অর্থনৈতিক পরিবেশ Bharater Orthonoitik Poribesh Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10
- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ Bohirjato Prokriya O Tader Dara Srishto Bhumiroop- Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10
- উপগ্রহ চিত্র ও ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র-Upogroho Chitra o Bhu-Boichitrasuchok Maanchitra Geography Bhugol Subject WBBSE Madhyamik Class 10